ETV Bharat / bharat

জম্মুতে ঐতিহাসিক সিটি চকের নাম বদলে ভারত মাতা চক - 'সিটি চক'-এর নতুন নাম 'ভারত মাতা চক'

BJP পরিচালিত জম্মু পৌরনিগমে প্রস্তাব পাশের মাধ্যমে শহরের পুরোনো সিটি চকের নাম বদল ৷ পরিবর্তিত নাম 'ভারত মাতা চক' ৷ যদিও এই নতুন নামকরণ নিয়ে ভিন্ন মত স্থানীয় ব্যবসায়ী ও জনগণের ৷ তবে বেশীরভাগই এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ৷

Bharat Mata Chowk
ভারত মাতা চক
author img

By

Published : Mar 2, 2020, 2:03 PM IST

জম্মু, 2 মার্চ : জম্মুর ঐতিহাসিক একটি চকের নাম পরিবর্তিত করে রাখা হল ভারত মাতা চক ৷ BJP পরিচালিত জম্মু পৌরনিগমের এক আধিকারিক শনিবার জানান, পৌরনিগমে একটি প্রস্তাব পাশের মাধ্যমে এই নতুন নামকরণ করা হয়েছে ৷

পুরোনো জম্মুর ঐতিহাসিক ওই চকের নাম পরিবর্তন নিয়ে বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে ৷ বেশিরভাগ মানুষই পৌরনিগমের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ৷ তবে অনেকের মতে নাম পরিবর্তন নয়, পৌরনিগমের উচিত উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য দেওয়া ৷

BJP নেতা তথা জম্মু পৌরনিগমের ডেপুটি মেয়র পূর্ণিমা শর্মা বলেন, "আমি জেনেরাল হাউজ়ে 4 মাস আগে একটা প্রস্তাব রেখেছিলাম ৷ প্রস্তাবে জানিয়েছিলাম, জনগণের দাবিতে সিটি চকের নাম পরিবর্তন করে ভারত মাতা চক রাখা হোক ৷ " তিনি আরও বলেন, "ঐতিহাসিক ওই চক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রতিবাদের সাক্ষী ৷ প্রতিবছর সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ৷ জনগণের অনেকদিনের দাবি ছিল চকের নাম বদলে ভারত মাতা চক রাখা হোক ৷ "

13 বছর পর 2018 সালে রাজ্যে পৌরনির্বাচন হয়েছিল ৷ অক্টোবরের 8 থেকে 16 তারিখের মধ্যে 4 দফায় নির্বাচন হয়েছিল ৷ নির্বাচনে জম্মু পৌরনিগমে BJP 75টি ওয়ার্ডের মধ্যে 43টি-তে জয়ী হয়েছিল ৷

নতুন নামকরণের পর পৌরনিগমের পক্ষ থেকে একটি ফলকও লাগানো হয়েছে ওই চকে ৷ এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাই ৷ পর্যটকদের কথা মাথায় রেখে প্রশাসনের উচিত বাজার এলাকায় বেশি সংখ্যায় পার্কিংয়ের জন্য জায়গা তৈরি করা ৷"

যদিও কনক মান্ডি অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি ভি গুপ্তা জানান, তিনি এই নতুন নামকরণে সন্তুষ্ট নন ৷ বলেন, "এটা করা উচিত হয়নি ৷ কারণ এটা শহরের সবচেয়ে পুরোনো জনবহুল এলাকা ৷ স্থানীয়দের সঙ্গে কোনও আলোচনা না করেই রাতারাতি ফলক পালটে দেওয়া হয় পৌরনিগমের তরফে ৷ "

অপর এক স্থানীয় ব্যবসায়ী রমন শর্মা অবশ্য বলেন,"নাম পরিবর্তন নিয়ে আমাদের কোন সমস্যা নেই ৷ তবে পরিবর্তিত নামের ফলক লাগানোর জেরে স্থানীয় মানুষজন এবং ব্যবসায়ীরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন ৷ এই সমস্যা সমাধানের দিকে নজর দেওয়া উচিত ৷ "

জম্মু, 2 মার্চ : জম্মুর ঐতিহাসিক একটি চকের নাম পরিবর্তিত করে রাখা হল ভারত মাতা চক ৷ BJP পরিচালিত জম্মু পৌরনিগমের এক আধিকারিক শনিবার জানান, পৌরনিগমে একটি প্রস্তাব পাশের মাধ্যমে এই নতুন নামকরণ করা হয়েছে ৷

পুরোনো জম্মুর ঐতিহাসিক ওই চকের নাম পরিবর্তন নিয়ে বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে ৷ বেশিরভাগ মানুষই পৌরনিগমের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ৷ তবে অনেকের মতে নাম পরিবর্তন নয়, পৌরনিগমের উচিত উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য দেওয়া ৷

BJP নেতা তথা জম্মু পৌরনিগমের ডেপুটি মেয়র পূর্ণিমা শর্মা বলেন, "আমি জেনেরাল হাউজ়ে 4 মাস আগে একটা প্রস্তাব রেখেছিলাম ৷ প্রস্তাবে জানিয়েছিলাম, জনগণের দাবিতে সিটি চকের নাম পরিবর্তন করে ভারত মাতা চক রাখা হোক ৷ " তিনি আরও বলেন, "ঐতিহাসিক ওই চক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রতিবাদের সাক্ষী ৷ প্রতিবছর সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ৷ জনগণের অনেকদিনের দাবি ছিল চকের নাম বদলে ভারত মাতা চক রাখা হোক ৷ "

13 বছর পর 2018 সালে রাজ্যে পৌরনির্বাচন হয়েছিল ৷ অক্টোবরের 8 থেকে 16 তারিখের মধ্যে 4 দফায় নির্বাচন হয়েছিল ৷ নির্বাচনে জম্মু পৌরনিগমে BJP 75টি ওয়ার্ডের মধ্যে 43টি-তে জয়ী হয়েছিল ৷

নতুন নামকরণের পর পৌরনিগমের পক্ষ থেকে একটি ফলকও লাগানো হয়েছে ওই চকে ৷ এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাই ৷ পর্যটকদের কথা মাথায় রেখে প্রশাসনের উচিত বাজার এলাকায় বেশি সংখ্যায় পার্কিংয়ের জন্য জায়গা তৈরি করা ৷"

যদিও কনক মান্ডি অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি ভি গুপ্তা জানান, তিনি এই নতুন নামকরণে সন্তুষ্ট নন ৷ বলেন, "এটা করা উচিত হয়নি ৷ কারণ এটা শহরের সবচেয়ে পুরোনো জনবহুল এলাকা ৷ স্থানীয়দের সঙ্গে কোনও আলোচনা না করেই রাতারাতি ফলক পালটে দেওয়া হয় পৌরনিগমের তরফে ৷ "

অপর এক স্থানীয় ব্যবসায়ী রমন শর্মা অবশ্য বলেন,"নাম পরিবর্তন নিয়ে আমাদের কোন সমস্যা নেই ৷ তবে পরিবর্তিত নামের ফলক লাগানোর জেরে স্থানীয় মানুষজন এবং ব্যবসায়ীরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন ৷ এই সমস্যা সমাধানের দিকে নজর দেওয়া উচিত ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.