শিমলা, 25 মে : চতুর্থ দফায় লকডাউন চলছে দেশে। ইতিমধ্য়েই বিমান পরিষেবা, আন্তঃরাজ্য় পরিবহন শুরু হয়েছে । অর্থনীতির হাল ফেরাতে ধীরে ধীরে নানা ক্ষেত্র থেকে লকডাউনের বিধি নিষেধ তুলে নেওয়া হচ্ছে । এর মাঝেই 30 জুন পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হল হিমাচল প্রদেশে।
এর আগে লকডাউন বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মহারাষ্ট্র । দেশে বর্তমানে সর্বোচ্চ আক্রান্তের সংখ্য়া এই রাজ্য়ে । তবে তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি । এর মাঝে আজ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, 12টি জেলা অর্থাৎ গোটা রাজ্য়ে 30 জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। প্রসঙ্গত আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভিডিয়ো কনফারেন্সে দেশজুড়ে লকডাউন বাড়ানোর প্রস্তাবকে সমর্থন করেছিলেন জয়রাম ঠাকুর । পাশাপাশি রাজ্য়ের গ্রিন জ়োনগুলিতে পুনরায় ব্যবসা পত্র চালু করার বিষয়টি তুলে ধরেছিলেন তিনি ।
ইতিমধ্য়ে রাজ্য়জুড়ে ACF বা অ্যাক্টিভ কেস ফাইন্ডিং অভিযান চালিয়েছে হিমাচল প্রদেশের সরকার । যার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রশাসনিক আধিকারিক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে 16,000 জনের একটি টিম নিয়ে রাজ্য় প্রশাসনের তরফে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এখানে।
উল্লেখ্য, হিমাচল প্রদেশে এপর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্য়া 214 । আক্রান্তের এক চতুর্থাংশ শুধু হামিরপুর জেলার । হামিরপুরে কোরোনা আক্রান্তের সংখ্য়া 63 । তারপরই রয়েছে সোলান জেলা । এখানে কোরোনা আক্রান্ত সংখ্য়া 21।