দিল্লি, 1 সেপ্টেম্বর : বিশ্বে একদিনে সর্বোচ্চ আয়কর রিটার্ন জমার রেকর্ড গতকাল তৈরি হল ভারতে । আয়কর দপ্তর এই দাবি করেছে । তারা জানিয়েছে, গতকাল অর্থাৎ 31 অগাস্ট মোট 49 লাখ 29 হাজার 121টি আয়কর রিটার্ন ফাইল জমা পড়ে । এই বিষয়ে CBDT (কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ) জানায়, গতকাল প্রতি মিনিটে 7447টি করে আয়কর রিটার্ন ফাইল জমা পড়ে যা দপ্তরের ইতিহাসে ও সম্ভবত বিশ্বে সর্বোচ্চ ।
এই সংক্রান্ত একটি বিবৃতি দিয়ে CBDT বলে, "সম্ভবত বিশ্বে কর আদায়ের ক্ষেত্রে গতকাল জমা পড়া রিটার্ন ফাইলের সংখ্যা সর্বোচ্চ । পৃথিবীতে কোথাও এত সহজভাবে একদিনে অনলাইনে এত সংখ্যায় আয়কর রিটার্ন ফাইল জমা নেওয়া হয়নি । এটা সম্ভব করতে বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে আয়কর প্রদানকারীদের সঙ্গে যোগাযোগ রেখেছিল আয়কর দপ্তরের আধিকারিকরা । তাই এত সংখ্যায় অনলাইনে আয়কর রিটার্ন ফাইল জমা পড়েছে ।"
CBDT আজ গতকাল জমা হওয়া আয়কর রিটার্নের সংখ্যা প্রকাশ করে বলে, "এটা একটা অসাধারণ কৃতিত্ব । আয়কর প্রদানকারীরা আয়কর দপ্তরের এই প্রযুক্তি ব্যবহারের ফলে উপকৃত হয়েছে । আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আয়কর জমা দেওয়া খুব সহজ হয়ে গেছে ।"