ETV Bharat / bharat

বিশ্বরেকর্ড ! একদিনে প্রায় 50 লাখ আয়কর রিটার্ন জমা পড়ল ভারতে

গতকাল অর্থাৎ 31 অগাস্ট মোট 49 লাখ 29 হাজার 121টি আয়কর রিটার্ন ফাইল জমা পড়ে ।

বিশ্বরেকর্ড ! একদিনে প্রায় 50 লাখ আয়কর রিটার্ন জমা পড়ল ভারতে
author img

By

Published : Sep 1, 2019, 8:01 PM IST

দিল্লি, 1 সেপ্টেম্বর : বিশ্বে একদিনে সর্বোচ্চ আয়কর রিটার্ন জমার রেকর্ড গতকাল তৈরি হল ভারতে । আয়কর দপ্তর এই দাবি করেছে । তারা জানিয়েছে, গতকাল অর্থাৎ 31 অগাস্ট মোট 49 লাখ 29 হাজার 121টি আয়কর রিটার্ন ফাইল জমা পড়ে । এই বিষয়ে CBDT (কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ) জানায়, গতকাল প্রতি মিনিটে 7447টি করে আয়কর রিটার্ন ফাইল জমা পড়ে যা দপ্তরের ইতিহাসে ও সম্ভবত বিশ্বে সর্বোচ্চ ।

এই সংক্রান্ত একটি বিবৃতি দিয়ে CBDT বলে, "সম্ভবত বিশ্বে কর আদায়ের ক্ষেত্রে গতকাল জমা পড়া রিটার্ন ফাইলের সংখ্যা সর্বোচ্চ । পৃথিবীতে কোথাও এত সহজভাবে একদিনে অনলাইনে এত সংখ্যায় আয়কর রিটার্ন ফাইল জমা নেওয়া হয়নি । এটা সম্ভব করতে বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে আয়কর প্রদানকারীদের সঙ্গে যোগাযোগ রেখেছিল আয়কর দপ্তরের আধিকারিকরা । তাই এত সংখ্যায় অনলাইনে আয়কর রিটার্ন ফাইল জমা পড়েছে ।"

CBDT আজ গতকাল জমা হওয়া আয়কর রিটার্নের সংখ্যা প্রকাশ করে বলে, "এটা একটা অসাধারণ কৃতিত্ব । আয়কর প্রদানকারীরা আয়কর দপ্তরের এই প্রযুক্তি ব্যবহারের ফলে উপকৃত হয়েছে । আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আয়কর জমা দেওয়া খুব সহজ হয়ে গেছে ।"

দিল্লি, 1 সেপ্টেম্বর : বিশ্বে একদিনে সর্বোচ্চ আয়কর রিটার্ন জমার রেকর্ড গতকাল তৈরি হল ভারতে । আয়কর দপ্তর এই দাবি করেছে । তারা জানিয়েছে, গতকাল অর্থাৎ 31 অগাস্ট মোট 49 লাখ 29 হাজার 121টি আয়কর রিটার্ন ফাইল জমা পড়ে । এই বিষয়ে CBDT (কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ) জানায়, গতকাল প্রতি মিনিটে 7447টি করে আয়কর রিটার্ন ফাইল জমা পড়ে যা দপ্তরের ইতিহাসে ও সম্ভবত বিশ্বে সর্বোচ্চ ।

এই সংক্রান্ত একটি বিবৃতি দিয়ে CBDT বলে, "সম্ভবত বিশ্বে কর আদায়ের ক্ষেত্রে গতকাল জমা পড়া রিটার্ন ফাইলের সংখ্যা সর্বোচ্চ । পৃথিবীতে কোথাও এত সহজভাবে একদিনে অনলাইনে এত সংখ্যায় আয়কর রিটার্ন ফাইল জমা নেওয়া হয়নি । এটা সম্ভব করতে বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে আয়কর প্রদানকারীদের সঙ্গে যোগাযোগ রেখেছিল আয়কর দপ্তরের আধিকারিকরা । তাই এত সংখ্যায় অনলাইনে আয়কর রিটার্ন ফাইল জমা পড়েছে ।"

CBDT আজ গতকাল জমা হওয়া আয়কর রিটার্নের সংখ্যা প্রকাশ করে বলে, "এটা একটা অসাধারণ কৃতিত্ব । আয়কর প্রদানকারীরা আয়কর দপ্তরের এই প্রযুক্তি ব্যবহারের ফলে উপকৃত হয়েছে । আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আয়কর জমা দেওয়া খুব সহজ হয়ে গেছে ।"

Mumbai, Sep 01 (ANI): Bollywood actress Shraddha Kapoor was spotted outside the hotel in Mumbai. She was seen wearing white jumpsuit. She smiled for shutterbugs.Meanwhile, Rakul Preet Singh and Rhea Chakraborty were also seen outside the restaurant. Rakul Preet clicked a selfie with her fan.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.