ETV Bharat / bharat

500 mg ছেড়ে 650 mg প্যারাসিটামল খেলেই হবেন ডেঙ্গিমুক্ত : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী - Dengue

ডেঙ্গির 'কড়া' দাওয়াই 500 mg ডোজ়ের বদলে 650 mg ডোজ় । পরামর্শ দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 26, 2019, 9:20 AM IST

দেরাদুন, 26 সেপ্টেম্বর : রাজ্যের প্রায় 5000 মানুষ ডেঙ্গি আক্রান্ত । ইতিমধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের । স্বাস্থ্য দপ্তরও নাজেহাল পরিস্থিতি সামলাতে । এই অবস্থায় 'কড়া' দাওয়াই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । বললেন, '500 mg ডোজ়ের বদলে 650 mg ডোজ়ের প্যারাসিটামল খান ।'

ত্রিবেন্দ্র সিং রাওয়াত । উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী । গতকাল দেরাদুনে একটি অনুষ্ঠানে যোগ দেন ত্রিবেন্দ্র । সেখানে তাঁকে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় । মুখ্যমন্ত্রী বলেন, "650 mg প্যারাসিটামল খেয়ে ঠিক মতো বিশ্রাম নিলেই সুস্থ হয়ে উঠবেন রোগী ।"

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিকর্তা আর কে পান্ডে জানিয়েছেন, চলতি বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 4800 ছুঁয়েছে । বেশিরভাগ রোগীই দেরাদুনের । 3000 জনের পরীক্ষা হয়েছে, এরমধ্যে 1100 রোগী ডেঙ্গি আক্রান্ত ।

মুখ্যমন্ত্রী রাওয়াতের দাবি, চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে ছ'জনের মৃত্যু হয়েছে । এরমধ্যে চারজন দেরাদুনের । দু'জন হলদওয়ানির । কারোর মৃত্যুই সরকারি হাসপাতালে হয়নি । তিনি বলেন, "আমি সরকারি হাসপাতালে ভরতি ডেঙ্গি আক্রান্তদের সঙ্গে কথা বলেছি । তাঁরা, সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে উপকারও পেয়েছেন । তবে, দ্রুত ডেঙ্গি থেকে মুক্তি পেতে বিশ্রাম জরুরি ।"

দেরাদুন, 26 সেপ্টেম্বর : রাজ্যের প্রায় 5000 মানুষ ডেঙ্গি আক্রান্ত । ইতিমধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের । স্বাস্থ্য দপ্তরও নাজেহাল পরিস্থিতি সামলাতে । এই অবস্থায় 'কড়া' দাওয়াই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । বললেন, '500 mg ডোজ়ের বদলে 650 mg ডোজ়ের প্যারাসিটামল খান ।'

ত্রিবেন্দ্র সিং রাওয়াত । উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী । গতকাল দেরাদুনে একটি অনুষ্ঠানে যোগ দেন ত্রিবেন্দ্র । সেখানে তাঁকে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় । মুখ্যমন্ত্রী বলেন, "650 mg প্যারাসিটামল খেয়ে ঠিক মতো বিশ্রাম নিলেই সুস্থ হয়ে উঠবেন রোগী ।"

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিকর্তা আর কে পান্ডে জানিয়েছেন, চলতি বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 4800 ছুঁয়েছে । বেশিরভাগ রোগীই দেরাদুনের । 3000 জনের পরীক্ষা হয়েছে, এরমধ্যে 1100 রোগী ডেঙ্গি আক্রান্ত ।

মুখ্যমন্ত্রী রাওয়াতের দাবি, চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে ছ'জনের মৃত্যু হয়েছে । এরমধ্যে চারজন দেরাদুনের । দু'জন হলদওয়ানির । কারোর মৃত্যুই সরকারি হাসপাতালে হয়নি । তিনি বলেন, "আমি সরকারি হাসপাতালে ভরতি ডেঙ্গি আক্রান্তদের সঙ্গে কথা বলেছি । তাঁরা, সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে উপকারও পেয়েছেন । তবে, দ্রুত ডেঙ্গি থেকে মুক্তি পেতে বিশ্রাম জরুরি ।"

New York (USA): Prime Minister Narendra Modi on Sep 25 met the Prime Minister of Armenia, Nikol Pashinyan, in New York. PM Modi met her New Zealand counterpart Ardern on the sidelines of United Nations General Assembly (UNGA) which he will address on Sep 27. PM Modi also held bilateral discussions with US President Donald Trump and various other world leaders during the course of his visit.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.