ETV Bharat / bharat

উত্তরকাশিতে ত্রাণ পৌঁছাতে গিয়ে ভেঙে পড়ল কপ্টার, মৃত 3

আজ উত্তরকাশির মোরি থেকে মোলদিতে ত্রাণ নিয়ে যাচ্ছিল একটি হেলিকপ্টার । যাত্রাপথে একটি কেবলে ধাক্কা খেয়ে দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের ।

উত্তরকাশিতে ত্রাণ পৌঁছে দিতে গিয়ে ভেঙে পড়ল কপ্টার, মৃত 3
author img

By

Published : Aug 21, 2019, 2:02 PM IST

Updated : Aug 21, 2019, 2:19 PM IST

দেরাদুন, 21 অগাস্ট : বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ পৌঁছাতে গিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার । হেলিকপ্টারে মোট তিনজন ছিলেন । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সকলের । আজ উত্তরকাশির মোরি থেকে মোলদিতে ত্রাণ নিয়ে যাচ্ছিল হেলিকপ্টারটি । যাত্রাপথে একটি কেবলে ধাক্কা খেয়ে দুর্ঘটনাটি ঘটে ।

প্রবল বর্ষণের জেরে ইতিমধ্যেই উত্তরাখণ্ডে প্রাণ হারিয়েছে 35 জন । প্রবল বৃষ্টি আর তার জেরে ভূমিধসে বিপর্যস্ত জনজীবন । বৃষ্টির জেরে দেরাদুন, পাওরি-গাড়োয়াল, নৈনিতাল বিপর্যস্ত ৷ সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরকাশি জেলা ৷ আরাকোট, মাকুরি, তিকোচি গ্রামে অসংখ্য বাড়ি ধসে গেছে ৷ সেই সব জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে হেলিকপ্টারে করে ।

গতকালই উত্তরাখণ্ডের মোরিতে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে গেছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত । সেখানে বন্যায় মৃত্যু হয়েছে 16 জনের । মোরিতে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ITBP, NDRF ও পুলিশ ।

উত্তরাখণ্ড ছাড়াও পরিস্থিতি শোচনীয় হিমাচল প্রদেশে । সেখানেও ভারী বৃষ্টিতে ভূমিধস হয়েছে । যার জেরে মারা গেছে কমপক্ষে 43 জন ।

দেরাদুন, 21 অগাস্ট : বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ পৌঁছাতে গিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার । হেলিকপ্টারে মোট তিনজন ছিলেন । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সকলের । আজ উত্তরকাশির মোরি থেকে মোলদিতে ত্রাণ নিয়ে যাচ্ছিল হেলিকপ্টারটি । যাত্রাপথে একটি কেবলে ধাক্কা খেয়ে দুর্ঘটনাটি ঘটে ।

প্রবল বর্ষণের জেরে ইতিমধ্যেই উত্তরাখণ্ডে প্রাণ হারিয়েছে 35 জন । প্রবল বৃষ্টি আর তার জেরে ভূমিধসে বিপর্যস্ত জনজীবন । বৃষ্টির জেরে দেরাদুন, পাওরি-গাড়োয়াল, নৈনিতাল বিপর্যস্ত ৷ সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরকাশি জেলা ৷ আরাকোট, মাকুরি, তিকোচি গ্রামে অসংখ্য বাড়ি ধসে গেছে ৷ সেই সব জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে হেলিকপ্টারে করে ।

গতকালই উত্তরাখণ্ডের মোরিতে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে গেছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত । সেখানে বন্যায় মৃত্যু হয়েছে 16 জনের । মোরিতে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ITBP, NDRF ও পুলিশ ।

উত্তরাখণ্ড ছাড়াও পরিস্থিতি শোচনীয় হিমাচল প্রদেশে । সেখানেও ভারী বৃষ্টিতে ভূমিধস হয়েছে । যার জেরে মারা গেছে কমপক্ষে 43 জন ।

Jalandhar (Punjab), Aug 21 (ANI): Three Cheetah Helicopters carried 36000 parathas and 18000 litres of water to 18 flood-affected villages of Shahkot in Jalandhar district of Punjab on August 21. Several villages in Punjab's Jalandhar are flooded due to incessant rains. Train services were also affected following flood-like situation in several areas.

Last Updated : Aug 21, 2019, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.