ETV Bharat / bharat

অসুস্থ জেটলিকে দেখতে AIIMS-এ ভাগবত - অরুণ জেটলি

অসুস্থ অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ RSS প্রধান মোহন ভাগবত ৷

অসুস্থ জেটলিকে দেখতে AIIMS-এ ভাগবত
author img

By

Published : Aug 18, 2019, 2:42 PM IST

Updated : Aug 18, 2019, 9:41 PM IST

দিল্লি, 18 অগাস্ট : অসুস্থ অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ RSS প্রধান মোহন ভাগবত ৷ গতকাল হাসপাতালে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে আজ হাসপাতালের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷

দু'দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গিয়েছিলেন হাসপাতালে৷ জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক, কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল বীরেন্দ্র সিং, বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতীও AIIMS-এ জেটলিকে দেখতে গিয়েছিলেন৷ মায়াবতী একটি টুইটও করেছিলেন জেটলির দ্রুত আরোগ্য কামনা করে ৷

  • Delhi: RSS Chief Mohan Bhagwat leaves from AIIMS (All India Institute of Medical Sciences) where BJP leader and former Union Minister Arun Jaitley is admitted. pic.twitter.com/MGHgYOZa2m

    — ANI (@ANI) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

9 অগাস্ট শ্বাসকষ্টের কারণে দিল্লির AIIMS-এ ভরতি করা হয় অরুণ জেটলিকে ৷ সেখানে তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পর্যবেক্ষণে রেখেছে ৷ এই দলে রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট, নেফরোলজিস্ট , কার্ডিওলজিস্ট ৷ কার্ডিও-নিউরো বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি ।

দীর্ঘদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি । ডায়াবিটিসের সমস্যা রয়েছে তাঁর । অর্থমন্ত্রী থাকাকালীন গতবছর কিডনি প্রতিস্থাপন হয়ে গেছে । যে কারণে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে দেখা যায়নি তাঁকে । শারীরিক অসুস্থতার কারণে মে মাসেও এক বার AIIMS-এ ভরতি করা হয়েছিল । সেই থেকে সক্রিয় রাজনীতিতে সে ভাবে আর দেখা যায়নি তাঁকে । লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজি হননি জেটলি । প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন অসুস্থতার কথা ৷ মন্ত্রিসভায় না রাখার অনুরোধও জানিয়েছিলেন তিনি ৷

দিল্লি, 18 অগাস্ট : অসুস্থ অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ RSS প্রধান মোহন ভাগবত ৷ গতকাল হাসপাতালে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে আজ হাসপাতালের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷

দু'দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গিয়েছিলেন হাসপাতালে৷ জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক, কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল বীরেন্দ্র সিং, বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতীও AIIMS-এ জেটলিকে দেখতে গিয়েছিলেন৷ মায়াবতী একটি টুইটও করেছিলেন জেটলির দ্রুত আরোগ্য কামনা করে ৷

  • Delhi: RSS Chief Mohan Bhagwat leaves from AIIMS (All India Institute of Medical Sciences) where BJP leader and former Union Minister Arun Jaitley is admitted. pic.twitter.com/MGHgYOZa2m

    — ANI (@ANI) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

9 অগাস্ট শ্বাসকষ্টের কারণে দিল্লির AIIMS-এ ভরতি করা হয় অরুণ জেটলিকে ৷ সেখানে তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পর্যবেক্ষণে রেখেছে ৷ এই দলে রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট, নেফরোলজিস্ট , কার্ডিওলজিস্ট ৷ কার্ডিও-নিউরো বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি ।

দীর্ঘদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি । ডায়াবিটিসের সমস্যা রয়েছে তাঁর । অর্থমন্ত্রী থাকাকালীন গতবছর কিডনি প্রতিস্থাপন হয়ে গেছে । যে কারণে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে দেখা যায়নি তাঁকে । শারীরিক অসুস্থতার কারণে মে মাসেও এক বার AIIMS-এ ভরতি করা হয়েছিল । সেই থেকে সক্রিয় রাজনীতিতে সে ভাবে আর দেখা যায়নি তাঁকে । লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজি হননি জেটলি । প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন অসুস্থতার কথা ৷ মন্ত্রিসভায় না রাখার অনুরোধও জানিয়েছিলেন তিনি ৷

Belagavi (Karnataka), Aug 18 (ANI): A crocodile was rescued by the forest department in Karnataka's Belagavi on August 17. He was rescued from a well in Belagavi. The incident took place in Naganur village of Belagavi district.
Last Updated : Aug 18, 2019, 9:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.