ETV Bharat / bharat

স্বাস্থ্যখাতে 69 হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব - health budget

প্রধানমন্ত্রী আরোগ্য যোজনায় জোর দেওয়ার পাশাপাশি চালু হচ্ছে মিশন ইন্দ্রধনুষ প্রকল্প ৷ 12টি বিশেষ রোগের চিকিৎসার জন্য এই প্রকল্প চালু হচ্ছে ৷

health budget
স্বাস্থ্য বাজেট
author img

By

Published : Feb 1, 2020, 12:25 PM IST

Updated : Feb 1, 2020, 7:28 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : বাজেটে স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্র ৷ চলতি অর্থবর্ষে বাজেটে স্বাস্থ্যখাতে 69 হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে ।

প্রধানমন্ত্রী আরোগ্য যোজনায় জোর দেওয়ার পাশাপাশি চালু হচ্ছে মিশন ইন্দ্রধনুষ প্রকল্প ৷ 12টি বিশেষ রোগের চিকিৎসার জন্য এই প্রকল্প চালু হচ্ছে ৷ এছাড়া বাজেটে PPP (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মোডে জেলা হাসপাতালের সঙ্গে মেডিক্যাল কলেজকে যুক্ত করার প্রস্তাব রয়েছে ৷

বাজেটে স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব


2025 সালের মধ্যে দেশ থেকে যক্ষা নির্মূল করতে বাজেটে বিশেষ প্রস্তাব রয়েছে । এছাড়া আয়ুষ্মান প্রকল্পে 112টি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ সরকারি ও বেসরকারি উদ্যোগে আরও মেডিক্যাল কলেজ তৈরির প্রস্তাব রয়েছে ৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : বাজেটে স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্র ৷ চলতি অর্থবর্ষে বাজেটে স্বাস্থ্যখাতে 69 হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে ।

প্রধানমন্ত্রী আরোগ্য যোজনায় জোর দেওয়ার পাশাপাশি চালু হচ্ছে মিশন ইন্দ্রধনুষ প্রকল্প ৷ 12টি বিশেষ রোগের চিকিৎসার জন্য এই প্রকল্প চালু হচ্ছে ৷ এছাড়া বাজেটে PPP (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মোডে জেলা হাসপাতালের সঙ্গে মেডিক্যাল কলেজকে যুক্ত করার প্রস্তাব রয়েছে ৷

বাজেটে স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব


2025 সালের মধ্যে দেশ থেকে যক্ষা নির্মূল করতে বাজেটে বিশেষ প্রস্তাব রয়েছে । এছাড়া আয়ুষ্মান প্রকল্পে 112টি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ সরকারি ও বেসরকারি উদ্যোগে আরও মেডিক্যাল কলেজ তৈরির প্রস্তাব রয়েছে ৷

New Delhi, Feb 01 (ANI): Equity benchmark indices were largely flat during early hours on February 01 as investors awaited presentation of the Union Budget 2020 in Parliament by Finance Minister Nirmala Sitharaman. The decision for stock exchanges to open on Saturday was made after traders requested keep trading hours so that quick buys based on Budget initiatives can be made. Sitharaman is likely to present a 'feel-good' Budget in the backdrop of sliding economic growth despite corporate tax cuts and other stimulus measures. However, the Economic Survey has projected the GDP growth rate of 6 to 6.5 per cent during fiscal 2020-21. At 10 am, the BSE S and P Sensex was up by 24 points to 40,747 while the Nifty 50 was unmoved at 11,963. Sectoral indices at the National Stock Exchange were mixed. Among stocks, Power Grid Corporation was down by 3.4 per cent at Rs 180.50 per share. Tech Mahindra, power utility major NTPC, Tata Steel and Coal India were among prominent losers. However, FMCG major Hindustan Lever, GAIL, Bajaj Finserv, Bharat Petroleum Corporation and IndianOil Corporation showed marginal gains. Meanwhile, Asian share markets were closed for the weekend.
Last Updated : Feb 1, 2020, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.