ETV Bharat / bharat

রসায়নে 70-এ 24 পেয়েও IAS, বললেন জীবনটা বোর্ডের ফলের থেকেও বড় - পরীক্ষার নম্বরই সবকিছু নয়

ক্লাস 10 ও ক্লাস 12-এর পরীক্ষা অবশ্যই জীবনের এক একটি মাইল ফলক । কিন্তু তা কখনো আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না । বলছেন IAS নীতিন সাংওয়ান ।

Nitin Sangwan
ছবি
author img

By

Published : Jul 18, 2020, 12:18 AM IST

দিল্লি, 18 জুলাই : ক্লাস টুয়েলভের পরীক্ষা । কেমিস্ট্রিতে 70-এ 24 । সে-সময়ে পাশ মার্কসের থেকে মাত্র এক নম্বর বেশি । কোনওরকমে পাশ যাকে বলে । কিন্তু তাঁর জীবনের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি এই নম্বর । CBSE-র রেজ়াল্ট বেরোনোর পরে নিজের ক্লাস টুয়েলভের নম্বর টুইটারে তুলে ধরলেন IAS নীতিন সাংওয়ান । লিখলেন, "জীবনটা বোর্ডের ফলের থেকেও অনেক বড় ।"

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "যখন আমার বন্ধু ও পরিবারের লোকেরা আমার খারাপ নম্বর দেখে চিন্তিত হয়ে পড়েছিলেন, তখন আমি বুঝেছিলাম আমার হাল কতটা খারাপ । আমার মার্কশিট টুইটারে শেয়ার করার ভাবনা মাথায় আসে । ভাবি, সকলকে এটা জানানো দরকার যে যদি আমি এত কিছু করতে পারি, তবে তারাও পারবে ।" ওই IAS-এর টুইট মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রচুর লাইক আসে টুইটটিতে । রিটুইটও হয় একাধিকবার । যেসব পড়ুয়া পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারেনি, তাদের নতুন করে উজ্জীবিত করতে এই টুইট ভীষণভাবে সাহায্য করবে বলে মনে করছে নেটিজ়েনরা । কুর্নিশও জানিয়েছেন অনেকে ।

টুইটারে ওই IAS লিখেছেন, " 12 ক্লাসের কেমিস্ট্রি পরীক্ষায় 24 পেয়েছিলাম । পাশ মার্কসের থেকে মাত্র এক নম্বর বেশি । কিন্তু আমার জীবনে যা চেয়েছিলাম, তা পাওয়ার পথে এটা কোনওদিন বাঁধা হয়ে দাঁড়ায়নি । " একই সঙ্গে তিনি অভিভাবকদের পরামর্শ দেন, যাতে ছোটোদের নম্বরের বোঝার দৌড়ে ফেলে না দেওয়া হয় ।

  • In my 12th exams, I got 24 marks in Chemistry - just 1 mark above passing marks. But that didn't decide what I wanted from my life

    Don't bog down kids with burden of marks

    Life is much more than board results

    Let results be an opportunity for introspection & not for criticism pic.twitter.com/wPNoh9A616

    — Nitin Sangwan, IAS (@nitinsangwan) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "ক্লাস 10 ও ক্লাস 12-এর পরীক্ষা অবশ্যই জীবনের এক একটি মাইল ফলক । কিন্তু তা কখনো আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না । আমি টুইটারে শুধু এই বার্তাই দিতে চেয়েছি ।"

তাঁর কথায়, "জীবনে চলার পথে একবার হোঁচট খেয়ে পড়ে যেতেই পারেন । সেটা কোনও বড় বিষয় নয় । কিন্তু ফের উঠে দাঁড়াতে হবে । ফের দৌঁড়াতে হবে ।"

আলোচনার সময়ে তিনি বিল গেটস ও স্টিভ জোবসের কথা তুলে ধরেন । বলেন, বিল গেটস ও স্টিভ জোবস দু'জনেই কলেজ শেষ করেননি । আমাদের বুঝতে হবে, ডিগ্রি বা মার্কশিটের উপর সাফল্য নির্ভর করে না । শিক্ষার লক্ষ্য কখনোই নম্বর তোলা নয় ।

দিল্লি, 18 জুলাই : ক্লাস টুয়েলভের পরীক্ষা । কেমিস্ট্রিতে 70-এ 24 । সে-সময়ে পাশ মার্কসের থেকে মাত্র এক নম্বর বেশি । কোনওরকমে পাশ যাকে বলে । কিন্তু তাঁর জীবনের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি এই নম্বর । CBSE-র রেজ়াল্ট বেরোনোর পরে নিজের ক্লাস টুয়েলভের নম্বর টুইটারে তুলে ধরলেন IAS নীতিন সাংওয়ান । লিখলেন, "জীবনটা বোর্ডের ফলের থেকেও অনেক বড় ।"

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "যখন আমার বন্ধু ও পরিবারের লোকেরা আমার খারাপ নম্বর দেখে চিন্তিত হয়ে পড়েছিলেন, তখন আমি বুঝেছিলাম আমার হাল কতটা খারাপ । আমার মার্কশিট টুইটারে শেয়ার করার ভাবনা মাথায় আসে । ভাবি, সকলকে এটা জানানো দরকার যে যদি আমি এত কিছু করতে পারি, তবে তারাও পারবে ।" ওই IAS-এর টুইট মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রচুর লাইক আসে টুইটটিতে । রিটুইটও হয় একাধিকবার । যেসব পড়ুয়া পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারেনি, তাদের নতুন করে উজ্জীবিত করতে এই টুইট ভীষণভাবে সাহায্য করবে বলে মনে করছে নেটিজ়েনরা । কুর্নিশও জানিয়েছেন অনেকে ।

টুইটারে ওই IAS লিখেছেন, " 12 ক্লাসের কেমিস্ট্রি পরীক্ষায় 24 পেয়েছিলাম । পাশ মার্কসের থেকে মাত্র এক নম্বর বেশি । কিন্তু আমার জীবনে যা চেয়েছিলাম, তা পাওয়ার পথে এটা কোনওদিন বাঁধা হয়ে দাঁড়ায়নি । " একই সঙ্গে তিনি অভিভাবকদের পরামর্শ দেন, যাতে ছোটোদের নম্বরের বোঝার দৌড়ে ফেলে না দেওয়া হয় ।

  • In my 12th exams, I got 24 marks in Chemistry - just 1 mark above passing marks. But that didn't decide what I wanted from my life

    Don't bog down kids with burden of marks

    Life is much more than board results

    Let results be an opportunity for introspection & not for criticism pic.twitter.com/wPNoh9A616

    — Nitin Sangwan, IAS (@nitinsangwan) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "ক্লাস 10 ও ক্লাস 12-এর পরীক্ষা অবশ্যই জীবনের এক একটি মাইল ফলক । কিন্তু তা কখনো আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না । আমি টুইটারে শুধু এই বার্তাই দিতে চেয়েছি ।"

তাঁর কথায়, "জীবনে চলার পথে একবার হোঁচট খেয়ে পড়ে যেতেই পারেন । সেটা কোনও বড় বিষয় নয় । কিন্তু ফের উঠে দাঁড়াতে হবে । ফের দৌঁড়াতে হবে ।"

আলোচনার সময়ে তিনি বিল গেটস ও স্টিভ জোবসের কথা তুলে ধরেন । বলেন, বিল গেটস ও স্টিভ জোবস দু'জনেই কলেজ শেষ করেননি । আমাদের বুঝতে হবে, ডিগ্রি বা মার্কশিটের উপর সাফল্য নির্ভর করে না । শিক্ষার লক্ষ্য কখনোই নম্বর তোলা নয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.