লখনউ, 4 জুন : অখিলেশের সঙ্গে জোট ভাঙলেন BSP সুপ্রিমো মায়াবতী । গতকাল দলের একটি অভ্যন্তরীণ বৈঠকে মায়াবতী দাবি করেন, "মহাগঠবন্ধন বেকার ।" সমাজবাদী পার্টির সঙ্গে BSP-র জোট যে সুফল দেয়নি তা ভোটের ফলেই প্রকাশিত । জোট ত্যাগ করার পর দলীয় বৈঠকে অখিলেশ সম্পর্কে দলিত নেত্রী বলেন, "অখিলেশ নিজের স্ত্রী ডিম্পল যাদবের জয়ই নিশ্চিত করতে পারেনি ।"
বৈঠকে BSP সুপ্রিমো দাবি করেন, "দলিত ভোটের অনেকটাই ডিম্পল পেয়েছে । কিন্তু আমরা যাদবদের ভোট পাইনি । সমাজবাদী পার্টি সেখানেই জিতেছে, যেখানে মুসলিমরা ওদের বেশি করে ভোট দিয়েছে । এমন কী ওঁর (অখিলেশ) নিজের পরিবারও যাদবদের ভোটে জিততে পারেনি । সেকারণেই আসন্ন বিধানসভা উপনির্বাচনে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছেন মায়াবতী ।
মায়াবতীর সিদ্ধান্ত, বিধানসভা উপনির্বাচনে (11টি আসন) BSP এবার একাই লড়াই করবে । সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে BJP-কে হটাতে পরস্পর বিরোধী সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি একে অপরের হাত ধরেছিল । তাদের সঙ্গে ছিল রাষ্ট্রীয় লোক দল । কিন্তু এবার উত্তরপ্রদেশের কনৌজ আসনে দু'বারের সাংসদ ডিম্পল যাদব হেরে যান । যাদব ভোট ওই লোকসভা আসনে বেশি থাকলেও তা BJP-র ঝুলিতে গেছে । তাই একলা নীতিই অবলম্বন করতে চলেছেন মায়াবতী ।