ETV Bharat / bharat

বৈঠক করলেন কুমারস্বামী, তবে কাটেনি সংকট - কুমারাস্বামী

গতরাতে বেঙ্গালুরুর এক হোটেলে কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর রাজ্যস্তরের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী । তবে, সরকার পড়ে যাওয়ার সংকট এখনও কাটেনি বলে মত রাজনৈতিক মহলের ।

কুমারাস্বামী
author img

By

Published : Jul 8, 2019, 6:37 AM IST

Updated : Jul 8, 2019, 1:20 PM IST

বেঙ্গালুরু, 8 জুলাই : কর্নাটকে সরকার বাঁচাতে গতকাল রাতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী । বেঙ্গালুরুর এক হোটেলে বৈঠক হয় । বৈঠকে কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর রাজ্যস্তরের শীর্ষনেতারা ছিলেন । এই বৈঠকের আগে শনিবার দিনভর কুমারস্বামীর বাবা তথা জনতা দল (সেকুলার)-এর শীর্ষনেতা এইচ ডি দেবগৌড়া তাঁর নিজের দলের এবং কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন ।

সূত্রের খবর, গত শনিবার কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর যে 13 জন বিধায়ক পদত্যাগ করেছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন গতরাতের বৈঠকের পর পদত্যাগপত্র ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন । তবে রাজনৈতিক ওয়াকিবহল মহলের মত, জোট সরকারের সংকট এখনই কাটছে না ।

এই সংক্রান্ত আরও খবর : BJP সন্ন্যাসীদের দল নয়, সরকার গঠন প্রসঙ্গে মন্তব্য ইয়েদুরাপ্পার

উল্লেখ্য, গত শনিবার কংগ্রেসের 10 জন ও জনতা দল (সেকুলার)-এর তিনজন বিধায়ক স্পিকারের অফিসে গিয়ে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়ে যান । কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর মোট বিধায়ক 118 । যদি ওই 13 জনের পদত্যাগপত্র গৃহীত হয় তবে জোট সরকারের বিধায়ক সংখ্যা হবে 105 । সেক্ষেত্রে সরকারের পতন অবশ্যম্ভাবী কারণ 224 আসনের কর্নাটক বিধানসভায় ম্যাজিক ফিগার 113 ।

বেঙ্গালুরু, 8 জুলাই : কর্নাটকে সরকার বাঁচাতে গতকাল রাতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী । বেঙ্গালুরুর এক হোটেলে বৈঠক হয় । বৈঠকে কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর রাজ্যস্তরের শীর্ষনেতারা ছিলেন । এই বৈঠকের আগে শনিবার দিনভর কুমারস্বামীর বাবা তথা জনতা দল (সেকুলার)-এর শীর্ষনেতা এইচ ডি দেবগৌড়া তাঁর নিজের দলের এবং কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন ।

সূত্রের খবর, গত শনিবার কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর যে 13 জন বিধায়ক পদত্যাগ করেছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন গতরাতের বৈঠকের পর পদত্যাগপত্র ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন । তবে রাজনৈতিক ওয়াকিবহল মহলের মত, জোট সরকারের সংকট এখনই কাটছে না ।

এই সংক্রান্ত আরও খবর : BJP সন্ন্যাসীদের দল নয়, সরকার গঠন প্রসঙ্গে মন্তব্য ইয়েদুরাপ্পার

উল্লেখ্য, গত শনিবার কংগ্রেসের 10 জন ও জনতা দল (সেকুলার)-এর তিনজন বিধায়ক স্পিকারের অফিসে গিয়ে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়ে যান । কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর মোট বিধায়ক 118 । যদি ওই 13 জনের পদত্যাগপত্র গৃহীত হয় তবে জোট সরকারের বিধায়ক সংখ্যা হবে 105 । সেক্ষেত্রে সরকারের পতন অবশ্যম্ভাবী কারণ 224 আসনের কর্নাটক বিধানসভায় ম্যাজিক ফিগার 113 ।

Srinagar (JandK), July 08 (ANI): Governor of Jammu and Kashmir (JandK) Satya Pal Malik visited a camp in Srinagar's Pantha Chowk on Sunday. He reviewed food and medical arrangements done for the pilgrims during Amarnath Yatra. While speaking to media, Satya Pal Malik said, "On myself being satisfied, it would not suffice. People should be satisfied and my review of the situation says that the people are satisfied." "The tourism industry is not affected by security arrangements. In my region of Western Uttar Pradesh, there is no complaint against the devotees who go to temples during the pious Shravan month. Here, even if the traffic is blocked for an hour, people start complaining. People should be more tolerant," he added. "By and large, the devotees are happy with the arrangements put in place and with the Kashmiri people," the Governor further stated. The Amarnath cave is considered as one of the holiest shrines for Hindus. The Amarnath Yatra is conducted every year during Shravani Mela, which starts from July and continues till August. The holy cave remains open during this period and it attracts lakhs of pilgrims every year.
Last Updated : Jul 8, 2019, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.