ETV Bharat / bharat

জলপথে হামলার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জঙ্গিদের : নৌসেনা প্রধান - pakistan

দিল্লিতে ইন্দো-প্যাসিফিক রিজিওনাল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমাদের কাছে খবর রয়েছে, বিভিন্ন মোডাস অপারেন্ডি নিয়ে হামলার জন্য প্রশিক্ষণ নিচ্ছে জঙ্গিরা। সমুদ্র দিয়ে হামলারও প্রশিক্ষণ চলছে।"

author img

By

Published : Mar 5, 2019, 3:12 PM IST

দিল্লি, ৫ মার্চ : পুলওয়ামা হামলার এক মাসও যায়নি। ফের হতে পারে হামলা। এবার হামলা হতে পারে জলপথে। এমন কথাই বললেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লান্বা। তিনি বলেন, জলপথকে হাতিয়ার করে হামলা চালাতে পারে জঙ্গিরা। আর এজন্য তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর তার জবাব এয়ারস্ট্রাইকে দেয় ভারতীয় বায়ুসেনা। তারপর ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি যুদ্ধবিমান। তবে ব্যর্থ হয়ে যায় পাকিস্তানের সেই আক্রমণের পরিকল্পনা। এবার জলপথকে হাতিয়ার করে জঙ্গিরা হামলার ছক কষতে পারে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে বলে জানিয়েছেন অ্যাডমিরাল সুনীল লান্বা।

দিল্লিতে ইন্দো-প্যাসিফিক রিজিওনাল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমাদের কাছে খবর রয়েছে, বিভিন্ন মোডাস অপারেন্ডি নিয়ে হামলার জন্য প্রশিক্ষণ নিচ্ছে জঙ্গিরা। সমুদ্র দিয়ে হামলারও প্রশিক্ষণ চলছে।"

গতকালও আকাশসীমা লঙ্ঘন করে ভারতে একটি পাকিস্তানি ড্রোন ঢুকে পড়ে। যা নজরে আসা মাত্র মিজ়াইল ছুড়ে নামায় ভারত। পাশাপাশি কাশ্মীরের বিভিন্ন জায়গায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে পাকিস্তানের সেনা।

২০০৮ সালে ১০ জঙ্গি এক ভারতীয় মত্‍‌স্যজীবীর নৌকা হাইজ্যাক করে হামলা চালিয়েছিল মুম্বইয়ে। সে রকম হামলার আশঙ্কা প্রকাশ করে সতর্ক করেন নেভি চিফ অ্যাডমিরাল।

undefined

দিল্লি, ৫ মার্চ : পুলওয়ামা হামলার এক মাসও যায়নি। ফের হতে পারে হামলা। এবার হামলা হতে পারে জলপথে। এমন কথাই বললেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লান্বা। তিনি বলেন, জলপথকে হাতিয়ার করে হামলা চালাতে পারে জঙ্গিরা। আর এজন্য তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর তার জবাব এয়ারস্ট্রাইকে দেয় ভারতীয় বায়ুসেনা। তারপর ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি যুদ্ধবিমান। তবে ব্যর্থ হয়ে যায় পাকিস্তানের সেই আক্রমণের পরিকল্পনা। এবার জলপথকে হাতিয়ার করে জঙ্গিরা হামলার ছক কষতে পারে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে বলে জানিয়েছেন অ্যাডমিরাল সুনীল লান্বা।

দিল্লিতে ইন্দো-প্যাসিফিক রিজিওনাল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমাদের কাছে খবর রয়েছে, বিভিন্ন মোডাস অপারেন্ডি নিয়ে হামলার জন্য প্রশিক্ষণ নিচ্ছে জঙ্গিরা। সমুদ্র দিয়ে হামলারও প্রশিক্ষণ চলছে।"

গতকালও আকাশসীমা লঙ্ঘন করে ভারতে একটি পাকিস্তানি ড্রোন ঢুকে পড়ে। যা নজরে আসা মাত্র মিজ়াইল ছুড়ে নামায় ভারত। পাশাপাশি কাশ্মীরের বিভিন্ন জায়গায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে পাকিস্তানের সেনা।

২০০৮ সালে ১০ জঙ্গি এক ভারতীয় মত্‍‌স্যজীবীর নৌকা হাইজ্যাক করে হামলা চালিয়েছিল মুম্বইয়ে। সে রকম হামলার আশঙ্কা প্রকাশ করে সতর্ক করেন নেভি চিফ অ্যাডমিরাল।

undefined
New Delhi, Mar 05 (ANI): Iconic American actor Luke Perry died at 52 on March 4. He was known for his iconic roles in 'Beverly Hills 90210' and 'Riverdale.' He suffered from major stroke last week and got hospitalized. Actor's family is getting support and prayers from all over the world. Perry began his career at the age of 16 with soap operas like 'Another World' on NBC. Posthumously, the actor will be seen in Quentin Tarantino's 'Once Upon a Time in Hollywood.'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.