ETV Bharat / bharat

হাথরসের নির্যাতিতার পরিবারের জন্য দিল্লিতে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার আর্জি আইনজীবীর - Hathras case

আইনজীবী বলেন, “24 অক্টোবর আমরা আদালতে একটি হলফনামা জমা দিয়েছি । আশা করি আদালত আমাদের আর্জি শুনবে ।"

হাথরসের নির্যাতিতার পরিবারকে দিল্লিতে স্থায়ী বসবাসের ব্যবস্থার আরজি
author img

By

Published : Nov 2, 2020, 11:56 AM IST

লখনউ, 2 নভেম্বর : হাথরসের নির্যাতিতার পরিবারের জন্য দিল্লিতে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার আর্জি জানালেন আইনজীবী সীমা কুশওয়াহা । আজ এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে এই মামলার শুনানি ।

আইনজীবী বলেন, “24 অক্টোবর আমরা আদালতে একটি হলফনামা জমা দিয়েছি । আশা করি আদালত আমাদের আর্জি শুনবে । নির্যাতিতার পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । আমাদের দাবি, তিনি তাঁঁর প্রতিশ্রুতি রাখুন । পাশাপাশি দিল্লিতে নির্যাতিতার পরিবারের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দিক সরকার । কারণ হাথরসে উচ্চবর্ণের লোক বেশি । নির্যাতিতার পরিবার সংখ্যালঘু ।”

14 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষণের শিকার হন এক যুবতি । 29 সেপ্টেম্বর দিল্লির সফদরজং হাসপাতালে তাঁঁর মৃত্যু হয় । 12 অক্টোবর এলাহাবাদের লখনউ বেঞ্চ জানায় হাথরসের নির্যাতিতার দেহ পুলিশ সৎকার করে তাঁঁর মানবাধিকার ছিনিয়ে নিয়েছে । 27 অক্টোবর এলাহাবাদ হাইকোর্টকে এই তদন্তের উপর নজরদারির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর আগে CBI-এর হাতে ঘটনার তদন্তভার তুলে দেন ।

লখনউ, 2 নভেম্বর : হাথরসের নির্যাতিতার পরিবারের জন্য দিল্লিতে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার আর্জি জানালেন আইনজীবী সীমা কুশওয়াহা । আজ এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে এই মামলার শুনানি ।

আইনজীবী বলেন, “24 অক্টোবর আমরা আদালতে একটি হলফনামা জমা দিয়েছি । আশা করি আদালত আমাদের আর্জি শুনবে । নির্যাতিতার পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । আমাদের দাবি, তিনি তাঁঁর প্রতিশ্রুতি রাখুন । পাশাপাশি দিল্লিতে নির্যাতিতার পরিবারের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দিক সরকার । কারণ হাথরসে উচ্চবর্ণের লোক বেশি । নির্যাতিতার পরিবার সংখ্যালঘু ।”

14 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষণের শিকার হন এক যুবতি । 29 সেপ্টেম্বর দিল্লির সফদরজং হাসপাতালে তাঁঁর মৃত্যু হয় । 12 অক্টোবর এলাহাবাদের লখনউ বেঞ্চ জানায় হাথরসের নির্যাতিতার দেহ পুলিশ সৎকার করে তাঁঁর মানবাধিকার ছিনিয়ে নিয়েছে । 27 অক্টোবর এলাহাবাদ হাইকোর্টকে এই তদন্তের উপর নজরদারির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর আগে CBI-এর হাতে ঘটনার তদন্তভার তুলে দেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.