লখনউ, 14 অক্টোবর : হাথরসের মামলায় চলছে CBI তদন্ত । আজ উত্তরপ্রদেশের যে সরকারি হাসপাতালে নির্যাতিতার প্রথমে চিকিৎসা চলছিল, সেখানে যায় CBI-র একটি প্রতিনিধি দল । যুবতির চিকিৎসার যাবতীয় রেকর্ড সংগ্রহ করে তারা ।
প্রায় এক ঘণ্টা হাসপাতালে জিজ্ঞাসাবাদ চালায় CBI । নির্যাতিতার চিকিৎসার বিষয়ে বিস্তারিতভাবে শোনে । চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলে ।
মঙ্গলবার বুলগাড়হি গ্রামে CBI-র একটি প্রতিনিধি দল প্রায় ছয় ঘণ্টা ছিল । ক্রাইম সিন বা অপরাধ স্থানে যায় । এবং যে স্থানে নির্যাতিতার দেহ সৎকার করা হয়েছিল, সেই স্থানেও যায় CBI । এরপর তাঁর বাড়ি গিয়ে আত্মীয়দের বয়ান রেকর্ড করে ।
হাথরসে গত তিনদিন ধরে তদন্ত চালাচ্ছে CBI । উত্তরপ্রদেশ পুলিশের থেকে এই মামলার যাবতীয় তথ্য সংগ্রহ করে ।
14 সেপ্টেম্বর দলিত ওই যুবতিকে গণধর্ষণের অভিযোগ ওঠে চারজনের বিরুদ্ধে । মারধরের জন্য শিরদাঁড়াতে আঘাত লাগে । জিভেও ক্ষত ছিল । প্রথমে উত্তরপ্রদেশের এই হাসপাতালে চিকিৎসা হয় । পরে দিল্লির হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে । টানা 15 দিন লড়াইয়ের পর 29 সেপ্টেম্বর দিল্লির হাসপাতালে মৃত্যু হয় যুবতির ।