দিল্লি , 22 ডিসেম্বর : দেশে অনুপ্রবেশকারীদের নিয়ে সুর বদলাচ্ছেন মমতা । একদিন যিনি সংসদে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন আজ অন্য পথে হাঁটছেন বলে রামলীলা ময়দান থেকে আওয়াজ তুলছেন মোদি ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই টুইট বার্তায় পাল্টা আক্রমণে মমতা । তৃণমূল নেত্রীর চ্যালেঞ্জ, জনগণ ঠিক করবেন কে ঠিক, কে ভুল ।
দেশজুড়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত । এই পরিস্থিতিতে আজ দিল্লির রামলীলা ময়দানে সভা করলেন প্রধানমন্ত্রী । দিল্লিতে পরের বছর বিধানসভা ভোট । সেই প্রসঙ্গেই রামলীলা ময়দানে BJP-র প্রচার শুরু করেন তিনি । তাঁর ভাষণে উঠে এল নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে দেশবাসীর প্রতি বার্তা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন , "কংগ্রেস ও কিছু শহুরে নকশাল নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন । তাঁরা বলছেন দেশের মুসলিম নাগরিকদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে । আপনাদের আমার অনুরোধ একবার অন্তত নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-টি পড়ুন । মিথ্য বোঝানো হচ্ছে । দেশের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে । "
রামলীলা ময়দান থেকে মোদি আরও বলেন , "মুসলিম নাগরিকরা এই দেশের অংশ । তাঁদের কেউ ডিটেনশন ক্যাম্পে পাঠাবে না । ভারতে কোনও ডিটেনশন ক্যাম্প নেই । এটি একটি মিথ্যে । " দেশের যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন , "একবার ভাল করে আইনটি পড়ুন । মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে তা আমাকে আঘাত করছে ।" তিনি দেশবাসীকে আবার মনে করিয়ে দেন, নাগরিকত্ব আইন নিয়ে কোনও ব্যক্তির নাগরিকত্ব ছিনিয়ে নেবে না । যে শরণার্থীরা ভারতে দীর্ঘদিন রয়েছেন তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে ৷ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তাঁর বার্তা , "দেশকে ঘৃণা করবেন না । প্রয়োজনে আমার কুশপুতুল পোড়ান । দেশের সম্পত্তি নষ্ট করবেন না ।" যদিও ডিটেনশন ক্য়াম্প না থাকা সেই দাবিকে উড়িয়ে দিয়েছে কংগ্রেস ।
-
#WATCH PM: Mamata didi went from Kolkata to UN. Few years back, she was pleading before Parliament that infiltrators coming from Bangladesh should be stopped. Didi what has happened you? Why did you change? Why are you spreading rumours? Elections come & go. Why are you scared? pic.twitter.com/L3H9YeFxvG
— ANI (@ANI) December 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH PM: Mamata didi went from Kolkata to UN. Few years back, she was pleading before Parliament that infiltrators coming from Bangladesh should be stopped. Didi what has happened you? Why did you change? Why are you spreading rumours? Elections come & go. Why are you scared? pic.twitter.com/L3H9YeFxvG
— ANI (@ANI) December 22, 2019#WATCH PM: Mamata didi went from Kolkata to UN. Few years back, she was pleading before Parliament that infiltrators coming from Bangladesh should be stopped. Didi what has happened you? Why did you change? Why are you spreading rumours? Elections come & go. Why are you scared? pic.twitter.com/L3H9YeFxvG
— ANI (@ANI) December 22, 2019
পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে উদ্দেশ্য করেও তিনি একাধিক কথা বলেন । সম্প্রতি নাগরিকত্ব আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দেশে গণভোট হোক । রাষ্ট্রসংঘ এই ভোট আয়োজন করুক । আজ সেই প্রসঙ্গ টেনেই কার্যত মমতাকে আক্রমণ করেন মোদি । তিনি বলেন , "মমতাদি আপনি হঠাৎ পালটে গেলেন কেন ? আগে আপনি সংসদে সরব হতেন । অনুপ্রবেশকারীদের আটকানোর কথা বলতেন । রাষ্ট্রসংঘ ভোটের কথা বলছেন আপনি । ভোট আসে ভোট যায় । দিদি আপনি ভীত কেন ? আপনি কাদের সমর্থন করছেন, দেশ তা দেখতে পাচ্ছে । "
মিছিল থেকে নরেন্দ্র মোদির এই বক্তব্যের ঘণ্টা কয়েকের মধ্যে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় । টুইট করে লেখেন , 'আমি জনসম্মুখে বলেছি । আপনিও জনসম্মুখে বলেছেন । কে দেশকে ভাগ করছে ? মানুষ বিচার করবেন কে ঠিক কে ভুল । '
-
Whatever I said is there in public forum, whatever you said is there for people to judge. With #PM contradicting #HomeMinister publicly on Nationwide NRC, who is dividing fundamental idea of India? People will definitely decide who is right & who is wrong #IRejectCAA #IRejectNRC
— Mamata Banerjee (@MamataOfficial) December 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Whatever I said is there in public forum, whatever you said is there for people to judge. With #PM contradicting #HomeMinister publicly on Nationwide NRC, who is dividing fundamental idea of India? People will definitely decide who is right & who is wrong #IRejectCAA #IRejectNRC
— Mamata Banerjee (@MamataOfficial) December 22, 2019Whatever I said is there in public forum, whatever you said is there for people to judge. With #PM contradicting #HomeMinister publicly on Nationwide NRC, who is dividing fundamental idea of India? People will definitely decide who is right & who is wrong #IRejectCAA #IRejectNRC
— Mamata Banerjee (@MamataOfficial) December 22, 2019
নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বরাবর বিরোধিতা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মোদিকে উদ্দেশ্য করে বারবার জানিয়েছেন কেন্দ্র চাপিয়ে দিতে চাইলেও বাংলায় NRC কার্যকর হবে না । বাংলার একজন নাগরিকও ডিটেনশন ক্যাম্পে যাবে না । সম্প্রতি গণভোটের দাবি জানান তিনি । আজ রামলীলা ময়দানের সভা থেকে নরেন্দ্র মোদির সে কথার উত্তর দু'জনের মধ্যে সংঘাত আরও কিছুটা বাড়িয়ে দিল বলেই আলোচন শুরু হয়েছে রাজনৈতিক মহলে ।