রাজকোট, 7 জুন : কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল রবিবার রাজকোটের নীল সিটি রিসর্টেরমালিকের বিরুদ্ধে অভিযোগের বিরুদ্ধে দলীয় সদস্যদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখিয়েবলেন, জনগণের কণ্ঠরোধ করতে FIR দায়ের করে শাসক দল আমাদের 'হুমকি দিচ্ছে'।
রিসর্টের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে বসে বিক্ষোভ দেখিয়েকংগ্রেস নেতা চার দিন আগের প্রসঙ্গ টেনে বলেন, "চার দিন আগে আমেদাবাদের মেয়র সামাজিকদূরত্ব না মেনেই একটি আম উৎসবে যোগদান করেছিলেন, তার বিরুদ্ধে FIR করা হয়নি । শাসকদল আমাদের লক্ষ্য বানিয়েছে কারণ আমরা গরীব, মধ্যবিত্ত এবং কৃষকদের কথা সামনে তুলেধরছি।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেলক্ষ্য করে তিনি বলেন, "BJP এখন নাটক করছে কারণ দুই নেতা গুজরাত ছাড়তে চান না । তাদের ভয় CMO ছেড়ে বেরোলেইতাদের পুরনো সব নথি ফাঁস হয়ে যাবে ।"
বিহারে রাজ্যসভা নির্বাচন প্রসঙ্গ তুলে তিনি বলেন, "যখন রাজ্যসভানির্বাচন বাতিল করা হল, তখন বিহারে কেবল তিনজন আক্রান্ত ছিলেন । এখন যেখানে আক্রান্তেরসংখ্যা ক্রমশ বাড়ছে, তখন নির্বাচনের ঘোষণা করা হচ্ছে। প্যানডেমিক এর মাঝে নির্বাচনেটাকা ঢালার কী প্রয়োজন, যেখানে এই টাকা যারা কোরোনা ভাইরাসের সঙ্গে দিনরাত লড়ছেন, তাদের উপর খরচ করা যায়। "
হার্দিক প্যাটেল কেন্দ্রীয় সরকারকে 'পাগল হাতি'র সঙ্গে তুলনা করে বলেন, সরকারের উচিত বিরোধী দলকে না ধমকিয়ে, বিহারের ছয় কোটি মানুষের প্রাণবাঁচানো।