ETV Bharat / bharat

জন-আক্রোশ সভায় হার্দিককে থাপ্পড় - hardik

জনসভায় কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলকে চড় মারলেন এক ব্যক্তি।

হার্দিক প্যাটেল
author img

By

Published : Apr 19, 2019, 11:38 AM IST

Updated : Apr 19, 2019, 12:06 PM IST

আহমেদাবাদ, 19 এপ্রিল : জন-আক্রোশ সভায় কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলকে থাপ্পড় মারলেন এক ব্যক্তি। উত্তেজিত জনতা তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তর নাম-পরিচয় এখনও জানা যায়নি।

দেখুন ভিডিয়ো

আজ সকালে গুজরাতের সুরেন্দরনগরের এক জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন হার্দিক। সেইমসয় এক ব্যক্তি মঞ্চে উঠে আসেন। সজোরে থাপ্পড় কষান হার্দিকের গালে। তাঁকে উদ্দেশ্য করে নানা কথা বলেন। পরে ওই ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় হার্দিকের। এদিকে প্রকাশ্যে নেতার গালে থাপ্পড় পড়তেই উত্তেজিত কর্মী-সমর্থকরা মঞ্চের দিকে ছুটে আসেন। তাঁকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এখনও অভিযুক্তের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

আহমেদাবাদ, 19 এপ্রিল : জন-আক্রোশ সভায় কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলকে থাপ্পড় মারলেন এক ব্যক্তি। উত্তেজিত জনতা তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তর নাম-পরিচয় এখনও জানা যায়নি।

দেখুন ভিডিয়ো

আজ সকালে গুজরাতের সুরেন্দরনগরের এক জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন হার্দিক। সেইমসয় এক ব্যক্তি মঞ্চে উঠে আসেন। সজোরে থাপ্পড় কষান হার্দিকের গালে। তাঁকে উদ্দেশ্য করে নানা কথা বলেন। পরে ওই ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় হার্দিকের। এদিকে প্রকাশ্যে নেতার গালে থাপ্পড় পড়তেই উত্তেজিত কর্মী-সমর্থকরা মঞ্চের দিকে ছুটে আসেন। তাঁকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এখনও অভিযুক্তের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

New Delhi, Apr 19 (ANI): Lashing out at former Jammu and Kashmir Chief Minister Mehbooba Mufti for opposing the candidature of Sadhvi Pragya Thakur, BJP's general secretary Ram Madhav on Thursday said PDP chief only "concerned about terrorists and militants and not about the citizens of the country." "There are certain laws that guide the process for who can file nomination. The EC will continue looking into these matters and nobody can just go and ask for a person to be banned from contesting election. People like Mehbooba Mufti, have concerns only for terrorists and militants, not for citizens of the country. You see how much she is bothered about how terrorists are being treated. Such people's criticism has no meaning."
Last Updated : Apr 19, 2019, 12:06 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.