সিডনি, 11 জানুয়ারি: হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে অস্ট্রেলিয়ায় শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন হনুমা বিহারী। সিডনি টেস্টের শেষদিনের নায়ক হনুমা বিহারী এদিন চোট নিয়েই ক্রিজে টিকে ছিলেন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ম্যাচ শেষে তাঁর চোটের গুরুত্ব বুঝতে হ্যামস্ট্রিংয়ে স্ক্যান করানো হয়। মনে করা হচ্ছে, লেভেল ওয়ানের চোট লেগেছে হনুমার। ফলে তাঁর সুস্থ হতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে। তারপর রিহ্যাবিলিটেশন প্রয়োজন হনুমা বিহারীর। ফলে, ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেও খেলার সম্ভাবনা খুব কম বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই একাধিক চোট আঘাতে বিধ্বস্ত ভারতীয় শিবির। এবার সেই তালিকায় যুক্ত হলেন হনুমা। আর সেই কারণে ভারতীয় ড্রেসিংরুমকে ছোটোখাটো হাসপাতালের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।