ETV Bharat / bharat

পরীক্ষায় কম নম্বর, হস্টেল থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ

author img

By

Published : Nov 10, 2019, 5:45 AM IST

হস্টেলের ঘর থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ ৷ পরীক্ষায় কম নম্বর পাওয়ার জন্যই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান ।

ছবিটি প্রতীকী

চেন্নাই, 10 নভেম্বর : মাদ্রাসের একটি টেকনোলজি ইন্সটিউটের হস্টেলের ঘর থেকে উদ্ধার এক ছাত্রীর ঝুলন্ত দেহ ৷ তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের ৷ যদিও ঘটনাস্থান থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি । মৃত ছাত্রীর নাম ফতিমা লাতিফ (19) ৷ বাড়ি কেরালায় ৷ পরীক্ষায় কম নম্বর পাওয়ার জন্য তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান ৷

কলা বিভাগের স্নাতকোত্তরের ফার্স্ট ইয়ারের ছাত্রী ছিলেন ফতিমা ৷ তিনি ইন্সটিউটের হস্টেলে থাকতেন ৷ গতকাল সকাল 11টা 30মিনিট পর্যন্ত তাঁর ঘর বন্ধ থাকায় বন্ধুদের সন্দেহ হয় ৷ ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি ৷ এরপরে দরজা ভেঙে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ।

ফতিমার মা সাজিথা জানিয়েছেন, শুক্রবার থেকে মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন । কিন্তু, তা সম্ভব হয়নি । তদন্ত শুরু করেছে কোট্টুরপুরাম থানার পুলিশ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহ রয়াপেট্টাহ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় ওই ইন্সটিউটের কোনও আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি ৷

চেন্নাই, 10 নভেম্বর : মাদ্রাসের একটি টেকনোলজি ইন্সটিউটের হস্টেলের ঘর থেকে উদ্ধার এক ছাত্রীর ঝুলন্ত দেহ ৷ তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের ৷ যদিও ঘটনাস্থান থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি । মৃত ছাত্রীর নাম ফতিমা লাতিফ (19) ৷ বাড়ি কেরালায় ৷ পরীক্ষায় কম নম্বর পাওয়ার জন্য তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান ৷

কলা বিভাগের স্নাতকোত্তরের ফার্স্ট ইয়ারের ছাত্রী ছিলেন ফতিমা ৷ তিনি ইন্সটিউটের হস্টেলে থাকতেন ৷ গতকাল সকাল 11টা 30মিনিট পর্যন্ত তাঁর ঘর বন্ধ থাকায় বন্ধুদের সন্দেহ হয় ৷ ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি ৷ এরপরে দরজা ভেঙে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ।

ফতিমার মা সাজিথা জানিয়েছেন, শুক্রবার থেকে মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন । কিন্তু, তা সম্ভব হয়নি । তদন্ত শুরু করেছে কোট্টুরপুরাম থানার পুলিশ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহ রয়াপেট্টাহ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় ওই ইন্সটিউটের কোনও আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি ৷


Ayodhya (UP), Nov 10 (ANI): While speaking to ANI, Uttar Pradesh's Ayodhya Circle Officer Amar Singh said that not a single incident reported and every community have accepted the verdict. "Not even a single incident has been reported, whether it is Muslim brothers or Hindu brothers, all have accepted the verdict. We have not faced any challenges. We have been patrolling all the areas, the situation is normal," said Ayodhya's Circle Officer.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.