ETV Bharat / bharat

জো বাইডেনের জয়ের প্রার্থনা কর্নাটকের প্রত্য়ন্ত গ্রামে

ড. বিবেক এইচ মূর্তি জন্মেছেন লন্ডনে এবং পড়াশোনা ও বেড়ে ওঠা আমেরিকায় ৷ তিনি গ্র্য়াজুয়েশন করেছেন হাভার্ড বিশ্ববিদ্য়ালয় থেকে ৷ তবে, জন্মসূত্রে তিনি কর্নাটকের হাল্লেগেরে গ্রামের ছেলে ৷ তাঁর পূর্বসূরিরা এই গ্রামেই বসবাস করতেন ৷

Hallegere Village in Mandya of India gets One more Feather if Joe Biden Become US President
জো বাইডেনের জয়ের প্রার্থনা কর্নাটকের প্রত্য়ন্ত গ্রামের
author img

By

Published : Nov 5, 2020, 9:56 PM IST

মান্দেয়া(কর্নাটক), 5 নভেম্বর : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্য়াট প্রার্থী জো বাইডেনের জয়ের জন্য় প্রার্থনা করছে কর্নাটকের মান্দেয়ার হাল্লেগেরে গ্রাম ৷ তবে, জো বাইডেনের জয়ের প্রার্থনা করার পিছনে আসল কারণ হল, হাল্লেগেরে গ্রামের ছেলে ড. বিবেক এইচ মূর্তি ৷ ড. বিবেক হলেন জো বাইডেনের নির্বাচনী প্রচারের প্রধান স্ট্র্য়াটেজিস্ট ৷ তাঁর পরিকল্পনা অনুযায়ী প্রচার করেছেন ডেমোক্র্য়াট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন ৷

ড. বিবেক এইচ মূর্তি জন্মেছেন লন্ডনে এবং পড়াশোনা ও বেড়ে ওঠা অ্যামেরিকায় ৷ তিনি গ্র্য়াজুয়েশন করেছেন হাভার্ড বিশ্ববিদ্য়ালয় থেকে ৷ তবে, জন্মসূত্রে তিনি কর্নাটকের হাল্লেগেরে গ্রামের ছেলে ৷ তাঁর পূর্বসূরিরা এই গ্রামেই বসবাস করতেন ৷ বছরে একবার হলেও তিনি গ্রামের বাড়িতে আসেন ৷ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জেনে খুশি গ্রামের মানুষজন ৷ কারণ, বিবেক নিজের গ্রামের জন্য় অনেক ভালো কাজ করেছেন ৷ তাই তাঁর পরিশ্রম যাতে ব্য়র্থ না যায়, সেই প্রার্থনাই করছেন হাল্লেগেরে গ্রামের বাসিন্দারা ৷ তবে, শুধুই জো বাইডেন নন, 2014 সালে ড. বিবেক এইচ মূর্তি প্রেসিডেন্ট বারাক ওবামার চিকিৎসক দলের সদস্য়ও ছিলেন ৷ ওবামার চিকিৎসক দলের সর্বকনিষ্ঠ সদস্য় ছিলেন তিনি ৷

স্বভাবতই গ্রামের ছেলের সাফল্য় চেয়ে প্রার্থনায় বসেছে গোটা গ্রাম ৷ তাঁর স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে গ্রামের এক বাসিন্দা বলেন, বিবেক বিদেশে জন্মে সেখানে বড় হলেও, কোনওদিন তাঁর মাতৃভূমি ও মাতৃভাষাকে ভুলে যাননি ৷ তিনি কন্নড় ভাষায় কথা বলতে পারেন৷ এমনকী গ্রামে এলে সবার সঙ্গে দেখা করেন, কথা বলেন, সবার খোঁজ খবর নেন ৷ ড. বিবেক তাঁর গ্রামের প্রতি বেশ উদার মনোভাবাপন্ন ৷ গ্রামে এসে প্রতি বছর নিজের পরিবারকে সঙ্গে নিয়ে নিখরচায় গ্রামবাসীর জন্য় বিনামূল্য়ে স্বাস্থ্য় পরীক্ষা ও চিকিৎসার আয়োজন করেন বিবেক ৷ ড. বিবেক এইচ মূর্তির পরিবারের সদস্য়রা ছাড়াও বিদেশের চিকিৎসকরাও ওই ক্য়াম্পে অংশ নেন ৷ নিজের খরচায় অন্তত 60 জন গ্রামবাসীর চিকিৎসা করিয়েছেন তিনি ৷ এমনকী মাদ্দুর তালুকের সরকারি স্কুলে 100টি কম্পিউটারও দান করেছেন তিনি ৷ কখনোই নিজের সাফল্য়ের জন্য় বিবেক অহংকার করেননি বলে জানান তাঁর গ্রাম হাল্লেগেরে বাসিন্দারা ৷

মান্দেয়া(কর্নাটক), 5 নভেম্বর : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্য়াট প্রার্থী জো বাইডেনের জয়ের জন্য় প্রার্থনা করছে কর্নাটকের মান্দেয়ার হাল্লেগেরে গ্রাম ৷ তবে, জো বাইডেনের জয়ের প্রার্থনা করার পিছনে আসল কারণ হল, হাল্লেগেরে গ্রামের ছেলে ড. বিবেক এইচ মূর্তি ৷ ড. বিবেক হলেন জো বাইডেনের নির্বাচনী প্রচারের প্রধান স্ট্র্য়াটেজিস্ট ৷ তাঁর পরিকল্পনা অনুযায়ী প্রচার করেছেন ডেমোক্র্য়াট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন ৷

ড. বিবেক এইচ মূর্তি জন্মেছেন লন্ডনে এবং পড়াশোনা ও বেড়ে ওঠা অ্যামেরিকায় ৷ তিনি গ্র্য়াজুয়েশন করেছেন হাভার্ড বিশ্ববিদ্য়ালয় থেকে ৷ তবে, জন্মসূত্রে তিনি কর্নাটকের হাল্লেগেরে গ্রামের ছেলে ৷ তাঁর পূর্বসূরিরা এই গ্রামেই বসবাস করতেন ৷ বছরে একবার হলেও তিনি গ্রামের বাড়িতে আসেন ৷ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জেনে খুশি গ্রামের মানুষজন ৷ কারণ, বিবেক নিজের গ্রামের জন্য় অনেক ভালো কাজ করেছেন ৷ তাই তাঁর পরিশ্রম যাতে ব্য়র্থ না যায়, সেই প্রার্থনাই করছেন হাল্লেগেরে গ্রামের বাসিন্দারা ৷ তবে, শুধুই জো বাইডেন নন, 2014 সালে ড. বিবেক এইচ মূর্তি প্রেসিডেন্ট বারাক ওবামার চিকিৎসক দলের সদস্য়ও ছিলেন ৷ ওবামার চিকিৎসক দলের সর্বকনিষ্ঠ সদস্য় ছিলেন তিনি ৷

স্বভাবতই গ্রামের ছেলের সাফল্য় চেয়ে প্রার্থনায় বসেছে গোটা গ্রাম ৷ তাঁর স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে গ্রামের এক বাসিন্দা বলেন, বিবেক বিদেশে জন্মে সেখানে বড় হলেও, কোনওদিন তাঁর মাতৃভূমি ও মাতৃভাষাকে ভুলে যাননি ৷ তিনি কন্নড় ভাষায় কথা বলতে পারেন৷ এমনকী গ্রামে এলে সবার সঙ্গে দেখা করেন, কথা বলেন, সবার খোঁজ খবর নেন ৷ ড. বিবেক তাঁর গ্রামের প্রতি বেশ উদার মনোভাবাপন্ন ৷ গ্রামে এসে প্রতি বছর নিজের পরিবারকে সঙ্গে নিয়ে নিখরচায় গ্রামবাসীর জন্য় বিনামূল্য়ে স্বাস্থ্য় পরীক্ষা ও চিকিৎসার আয়োজন করেন বিবেক ৷ ড. বিবেক এইচ মূর্তির পরিবারের সদস্য়রা ছাড়াও বিদেশের চিকিৎসকরাও ওই ক্য়াম্পে অংশ নেন ৷ নিজের খরচায় অন্তত 60 জন গ্রামবাসীর চিকিৎসা করিয়েছেন তিনি ৷ এমনকী মাদ্দুর তালুকের সরকারি স্কুলে 100টি কম্পিউটারও দান করেছেন তিনি ৷ কখনোই নিজের সাফল্য়ের জন্য় বিবেক অহংকার করেননি বলে জানান তাঁর গ্রাম হাল্লেগেরে বাসিন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.