ETV Bharat / bharat

বাজেটে বাংলা, পণ্য পরিবহনে জোর হলদিয়া-ফরাক্কায়

বাজেটে বাংলার দিকে নজর কেন্দ্রের

বাজেট পেশ
author img

By

Published : Jul 5, 2019, 3:11 PM IST

Updated : Jul 5, 2019, 4:10 PM IST


দিল্লি, 5 জুলাই : সংসদে আজ পেশ হল দ্বিতীয় NDA সরকারের প্রথম বাজেট । বাজেট পেশ করেন প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । এই বছর বাজেটে বাংলার দিকে নজর দিল কেন্দ্র ।


বাজেট পেশের সময় সীতারামন জানান যে টার্মিনাল সেন্টার তৈরি করা হবে । হলদিয়ায় সঙ্গে ফারাক্কায় তৈরী হবে টার্মিনাল লক । জলমার্গ প্রকল্পের মধ্যে পড়বে প্রকল্প দু'টি । 2020 সালের মধ্যে এটির কাজ শেষ করা হবে ।

তিনি আরও জানান, পণ্য পরিবহনের জন্য গঙ্গার গুরুত্ব আরও বাড়ানো হবে । পণ্য পরিবহনের সুবিধা ও খরচ কমানোর জন্য নদী সংযুক্তিকরণ করা হবে ।
এই সবকিছু একটি মাত্র কার্ডের মাধ্যমে হবে । এর সঙ্গে ICMB কার্ডের মাধ্যমে দেশে মেট্রো, সড়ক ও জলপথে পরিবহন সম্ভব হবে ।


দিল্লি, 5 জুলাই : সংসদে আজ পেশ হল দ্বিতীয় NDA সরকারের প্রথম বাজেট । বাজেট পেশ করেন প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । এই বছর বাজেটে বাংলার দিকে নজর দিল কেন্দ্র ।


বাজেট পেশের সময় সীতারামন জানান যে টার্মিনাল সেন্টার তৈরি করা হবে । হলদিয়ায় সঙ্গে ফারাক্কায় তৈরী হবে টার্মিনাল লক । জলমার্গ প্রকল্পের মধ্যে পড়বে প্রকল্প দু'টি । 2020 সালের মধ্যে এটির কাজ শেষ করা হবে ।

তিনি আরও জানান, পণ্য পরিবহনের জন্য গঙ্গার গুরুত্ব আরও বাড়ানো হবে । পণ্য পরিবহনের সুবিধা ও খরচ কমানোর জন্য নদী সংযুক্তিকরণ করা হবে ।
এই সবকিছু একটি মাত্র কার্ডের মাধ্যমে হবে । এর সঙ্গে ICMB কার্ডের মাধ্যমে দেশে মেট্রো, সড়ক ও জলপথে পরিবহন সম্ভব হবে ।

Bengaluru, July 04 (ANI): National Students' Union of India workers held protest over alleged gangrape case of a college girl in Karnataka's Bengaluru. The incident, which allegedly took place in February, came to light only on Tuesday after two sexually explicit videos were circulated in various WhatsApp groups. A worker from NSUI put allegations on Rashtriya Swayamsevak Sangh (RSS) and Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP). He said that the victim was drugged before being gang-raped by the suspects."

Last Updated : Jul 5, 2019, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.