ETV Bharat / bharat

GUJCET 2020-র অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হল - GUJCET 2020 Admit Card

13 অগাস্ট সন্ধে 6টা থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে । পরীক্ষা হবে 24 অগাস্ট 2020 । অফিশিয়াল ওয়েবসাইট gujcet.gseb.org থেকে প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ।

GUJCET 2020
ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 14, 2020, 11:56 AM IST

Updated : Aug 14, 2020, 12:59 PM IST

ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি কোর্সে ভরতির জন্য প্রতি বছর গুজরাত কমন এন্ট্রান্স টেস্ট বা GUJCET পরিচালনা করে GSEB। গতকাল অর্থাৎ 13 অগাস্ট সন্ধে 6টা থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে । পরীক্ষা হবে 24 অগাস্ট 2020 । অফিশিয়াল ওয়েবসাইট gujcet.gseb.org থেকে প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ।

  • GUJCET 2020-র অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ধাপগুলি দেখে নিন

অনলাইনের মাধ্যমে GUJCET হল টিকিট 2020 প্রকাশ করেছে GSEB । সুতরাং প্রার্থীদের ওয়েবসাইট এবং ডাউনলোড প্রক্রিয়া সম্পর্কে অবহিত থাকা উচিত । যে প্রার্থীরা কম্পিউটার ব্যবহারের সঙ্গে পরিচিত নন, তাঁরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নিম্নলিখিত ধাপগুলি পড়ে দেখতে পারেন:

  • অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে দেওয়া লিঙ্কে ক্লিক করুন ।
  • নথিভুক্ত ই -মেইল ID অথবা নথিভুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ।
  • সঠিক তথ্য দিয়ে প্রার্থীরা GUJCET অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ।অ্যাডমিট কার্ডে দেওয়া বিবরণ ভালোভাবে পরীক্ষা করে দেখে নিন ।
  • GUJCET অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন, এবং পরবর্তী সময়ে ব্যবহারের জন্য তার প্রিন্টআউট বের করে রাখুন ।

ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি কোর্সে ভরতির জন্য প্রতি বছর গুজরাত কমন এন্ট্রান্স টেস্ট বা GUJCET পরিচালনা করে GSEB। গতকাল অর্থাৎ 13 অগাস্ট সন্ধে 6টা থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে । পরীক্ষা হবে 24 অগাস্ট 2020 । অফিশিয়াল ওয়েবসাইট gujcet.gseb.org থেকে প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ।

  • GUJCET 2020-র অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ধাপগুলি দেখে নিন

অনলাইনের মাধ্যমে GUJCET হল টিকিট 2020 প্রকাশ করেছে GSEB । সুতরাং প্রার্থীদের ওয়েবসাইট এবং ডাউনলোড প্রক্রিয়া সম্পর্কে অবহিত থাকা উচিত । যে প্রার্থীরা কম্পিউটার ব্যবহারের সঙ্গে পরিচিত নন, তাঁরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নিম্নলিখিত ধাপগুলি পড়ে দেখতে পারেন:

  • অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে দেওয়া লিঙ্কে ক্লিক করুন ।
  • নথিভুক্ত ই -মেইল ID অথবা নথিভুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ।
  • সঠিক তথ্য দিয়ে প্রার্থীরা GUJCET অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ।অ্যাডমিট কার্ডে দেওয়া বিবরণ ভালোভাবে পরীক্ষা করে দেখে নিন ।
  • GUJCET অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন, এবং পরবর্তী সময়ে ব্যবহারের জন্য তার প্রিন্টআউট বের করে রাখুন ।
Last Updated : Aug 14, 2020, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.