ভাদোদরা, 5 নভেম্বর : বাড়িতে মাকড়সা, টিকটিকি, আরশোলা ও আরও অন্যান্য পোকামাকড়ের উপস্থিতির কথা তো প্রায়ই শোনা যায় । কিন্তু, মাঝরাতে বাথরুমের দরজা খুলে যদি দেখেন কুমির? আর, আপনার দিকেই দাঁত বের করে তাকিয়ে রয়েছে সেটি?
হ্যাঁ, এমনই ঘটেছে গুজরাটের ভাদোদরায় । সোমবার রাত পৌনে তিনটে নাগাদ হঠাৎ শব্দে ঘুম ভেঙে যায় ভাদোদরার বাসিন্দা মহেন্দ্র পাধিয়ারের । শব্দের উৎস খুঁজতে গিয়ে বাথরুমের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ । দেখেন, বাথরুমের মধ্যে তাঁর দিকেই দাঁত বের করে তাকিয়ে রয়েছে প্রায় সাড়ে চার ফুট দীর্ঘ একটি কুমির ।
বিস্ময়ের রেশ কাটিয়ে তৎক্ষণাৎ ভাদোদরার একটি পশু কল্যাণ সংস্থা ওয়াইল্ড লাইফ রেসকিউ ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান মহেন্দ্র । প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে কুমিরটিকে উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ রেসকিউ ট্রাস্টের দুই সদস্য মণীশ বিশত ও কৃষ্ণ গায়াকোয়াড় । তাঁরা জানিয়েছেন, অন্ধকারের মধ্যে ওই সরীসৃপটিকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছে । অবশেষে এক ঘণ্টার চেষ্টায় বাগে আসে কুমিরটি । ওয়াইল্ড লাইফ রেসকিউ ট্রাস্টের আরও এক সদস্য অরবিন্দ পাওয়ার জানান, ওই এলাকার কাছেই বিশ্বামিত্রি নদী থেকে সম্ভবত চলে এসেছিল কুমিরটি । তবে, বিশ্বামিত্রি নদীতে প্রচুর কুমির থাকায় ভাদোদরা শহরের জনবসতি এলাকায় ও মানুষের বাড়িতে কুমির চলে আসা কোনও নতুন ঘটনা নয় ।