ETV Bharat / bharat

গুজরাতে পুলিশকে লক্ষ্য করে পাথর, গ্রেপ্তার 68 - গুজরাটে পুলিশকে লক্ষ্য করে পাথর, গ্রেপ্তার 68

পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে দেখা গেল মানুষদের ৷ ঘটনায় কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 68 জনকে ৷

Gujarat: Locals pelt stones at cops in containment zone, 68 held
গুজরাটে পুলিশকে লক্ষ্য করে পাথর, গ্রেপ্তার 68
author img

By

Published : May 17, 2020, 7:07 PM IST

আহমেদাবাদ, 17 মে : লকডাউনের মধ্যে দাঙ্গা পরিস্থিতি ৷ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে দেখা গেল মানুষদের ৷ ঘটনায় কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 68 জনকে ৷ গুজরাতের রাজকোট জেলার জঙ্গলেশ্বর এলাকার ঘটনা ৷

জানা গেছে, রাজকোটের জঙ্গলেশ্বর এলাকাটি কোরোনা সংক্রমণের জেরে কনটেইনমেন্ট জ়োনের অন্তর্গত ৷ গতকাল রাতে ওই এলাকার ব্যারিকেড সরাতে যায় স্থানীয়রা ৷ সেই সময়ই স্থানীয়দের মধ্যে সংঘর্ষ বাঁধে পুলিশের ৷ এরপর স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ৷ লাঠিচার্জও করে ৷ এরপর 68 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

এবিষয়ে ভক্তিনগর পুলিশ স্টেশনের এক আধিকারিক জানায়, ওই এলাকায় ইতিমধ্যেই কোরোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এলাকাটিকে রেড জ়োনের অন্তর্ভুক্ত করা হয় ৷ এলাকাটি ব্যারিকেড দিয়ে সিল করা হয় ৷ সেই ব্যারিকেড সরাতে যায় স্থানীয়রা ৷ তখনই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের ৷ তবে, স্থানীয়দের একাংশের অভিযোগ, আশেপাশের এলাকাগুলিকে কনটেইনমেন্ট জ়োন থেকে বের করা হলেও তাদের এলাকা এখনও সিল করা ৷ পুলিশ পার্শ্ববর্তী এলাকা থেকে ব্যারিকেড সরিয়ে নিলেও তাদের এলাকা থেকে এখনও ব্যারিকেড সরানো হয়নি ৷

এবিষয়ে ভক্তিনগর পুলিশ ইন্সপেক্টর ভি কে গাধভি জানান, " ওই এলাকায় সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 6 টি কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷ উত্তেজিত জনতাকে সামাল দিতে লাঠিচার্জও করে পুলিশ ৷ সেখান থেকে প্রায় 68 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী 147, 148 (দাঙ্গা), 149 (বেআইনিসমাবেশ), 332 (পুলিশের উপর হামলা) ও 353 (পুলিশকে মারধর ও অবমাননা) ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ ঘটনাস্থানে বর্তমানে আরও কড়া পুলিশি টহল চলছে ৷ "

আহমেদাবাদ, 17 মে : লকডাউনের মধ্যে দাঙ্গা পরিস্থিতি ৷ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে দেখা গেল মানুষদের ৷ ঘটনায় কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 68 জনকে ৷ গুজরাতের রাজকোট জেলার জঙ্গলেশ্বর এলাকার ঘটনা ৷

জানা গেছে, রাজকোটের জঙ্গলেশ্বর এলাকাটি কোরোনা সংক্রমণের জেরে কনটেইনমেন্ট জ়োনের অন্তর্গত ৷ গতকাল রাতে ওই এলাকার ব্যারিকেড সরাতে যায় স্থানীয়রা ৷ সেই সময়ই স্থানীয়দের মধ্যে সংঘর্ষ বাঁধে পুলিশের ৷ এরপর স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ৷ লাঠিচার্জও করে ৷ এরপর 68 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

এবিষয়ে ভক্তিনগর পুলিশ স্টেশনের এক আধিকারিক জানায়, ওই এলাকায় ইতিমধ্যেই কোরোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এলাকাটিকে রেড জ়োনের অন্তর্ভুক্ত করা হয় ৷ এলাকাটি ব্যারিকেড দিয়ে সিল করা হয় ৷ সেই ব্যারিকেড সরাতে যায় স্থানীয়রা ৷ তখনই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের ৷ তবে, স্থানীয়দের একাংশের অভিযোগ, আশেপাশের এলাকাগুলিকে কনটেইনমেন্ট জ়োন থেকে বের করা হলেও তাদের এলাকা এখনও সিল করা ৷ পুলিশ পার্শ্ববর্তী এলাকা থেকে ব্যারিকেড সরিয়ে নিলেও তাদের এলাকা থেকে এখনও ব্যারিকেড সরানো হয়নি ৷

এবিষয়ে ভক্তিনগর পুলিশ ইন্সপেক্টর ভি কে গাধভি জানান, " ওই এলাকায় সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 6 টি কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷ উত্তেজিত জনতাকে সামাল দিতে লাঠিচার্জও করে পুলিশ ৷ সেখান থেকে প্রায় 68 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী 147, 148 (দাঙ্গা), 149 (বেআইনিসমাবেশ), 332 (পুলিশের উপর হামলা) ও 353 (পুলিশকে মারধর ও অবমাননা) ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ ঘটনাস্থানে বর্তমানে আরও কড়া পুলিশি টহল চলছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.