গান্ধিনগর, 18জুন : রাজ্যসভা নির্বাচনের জন্য দলীয় বিধায়কদের নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করল গুজরাত কংগ্রেস নেতৃত্ব । আগামী দুই দিনের জন্য তাঁদের মোবাইল ফোন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । নির্বাচনের আগে পর্যন্ত তাঁদের মোবাইল ফোন বন্ধ রাখতে হবে ।
জানা গেছে, কংগ্রেসের তরফে তার বিধায়কদের আহমেদাবাদের ‘দ্য আমেড’ হোটেলে নিয়ে যাওয়া হয়েছে । রাজ্যসভার সদস্য রাজীব শংকররাও সতভ বিধানসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন । সাম্প্রতিক রাজনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা হয় সেই বৈঠকে ।
বিধায়কদের জন্য একটি প্রশিক্ষণ পর্বেরও আয়োজন করা হয় । কীভাবে তাঁরা তাঁদের প্রার্থীর জন্য ভোট করবেন সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় । রাজীব সতভ আরও দুইজন ইন-চার্জকে নিযুক্ত করেছেন । বি.কে হরিপ্রসাদ এবং রজনী পাটিল গতরাতে হোটেলে পৌঁছান ।
এইদিকে গান্ধিনগরে উমা সমাজ ভবনে BJP বিধায়কদের বৈঠক হয় । গুজরাতের মু্খ্যমন্ত্রী বিজয় রূপানির নেতৃত্বে এই বৈঠক হয় । নির্বাচনের পরিকল্পনা হয় বৈঠকে । পাশাপাশি কীভাবে প্রার্থীদের ভোট করবেন বিধায়করা সেই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয় ।
গুজরাতের চারটি আসনের জন্য BJP তিনজন প্রার্থীর নাম নথিভুক্ত করেছে । কংগ্রেস নথিভুক্ত করেছে দুইজন প্রার্থীর নাম । BJP-র তিনজন প্রার্থী হলেন অভয় ভরদ্বাজ, রামিলাবেন বারা এবং নরহরি আমিন । বিপরীতে কংগ্রেসের দুইজন প্রার্থী হলেন শক্তিসিং গোহিল এবং ভারতসিং সোলাঙ্কি ।