ETV Bharat / bharat

সমালোচনা না করে GST-কে আপন করে নিন, শিল্পপতিদের বললেন নির্মলা সীতারমন - নির্মলা সীতারামন

GST -র সমালোচনার বিরোধিতা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ গতকাল পুনেতে তিনি এক আলোচনা সভায় যোগ দেন ৷ সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে GST নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়৷

নির্মলা
author img

By

Published : Oct 12, 2019, 1:05 PM IST

Updated : Oct 12, 2019, 1:21 PM IST

পুনে, 12 অক্টোবর : শুক্রবার পুনেতে ব্যবসায়ী, কর বিশেষজ্ঞ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ GST সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ সেখানে অনেকে অর্থমন্ত্রীর কাছে GST-র বিভিন্ন ত্রুটির কথা তুলে ধরেন ৷ অর্থমন্ত্রী বলেন, ''হ্যাঁ, এটা ঘটনা যে, চালু হওয়ার পর দু বছর কেটে গেলেও GST-র কাঠামোয় এখনও কিছু ত্রুটি রয়েছে ৷ কিন্তু ত্রুটি থাকা সত্ত্বেও GST এখন আইন ৷ তাই এটা নিয়ে অহেতুক আলোচনা নিষ্প্রয়োজন ৷''

  • Few mportant things to note here:
    1) Smt @nsitharaman asks the man to meet her with his delegation and put forward his suggestions regarding improving the GST framework. She also promises to do all she can to hear everyone's views. (1/2) https://t.co/keXdSyPVMl

    — NSitharamanOffice (@nsitharamanoffc) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সভায় GST-র কাঠামোয় বেশ কিছু সংশোধনের প্রস্তাব দেওয়া হয় ৷ পাশাপাশি অনেকে GST-র সমালোচনায় মুখর হন ৷ একজন কর বিশেষজ্ঞ বলেন ," শিল্পপতি, তাঁদের আর্থিক পরামর্শদাতা থেকে শুরু করে ট্যাক্স অডিটররা GST-র জন্য সরকারকে অভিশাপ দিচ্ছে৷"

অর্থমন্ত্রী তখন তাঁকে থামিয়ে বলেন , " আপনার বক্তব্যের আমি তীব্র বিরোধ করছি৷ অনেকদিন পর সংসদে বিভিন্ন দল ও দেশের সব রাজ্য সরকার একসঙ্গে এই কাজটা (GST চালু) করেছে৷ সবাই একসঙ্গে এই কর কাঠামো তৈরি করেছে ৷ এখন হঠাৎ করে আপনি এই কর কাঠামোকে জঘন্য বলতে পারেন না ৷ এটা অত্যন্ত বেদনাদায়ক৷ "

  • 2) The man asking the question himself says later that it was the perception regarding GST among some people which was causing issues and not GST per se. (2/2)

    — NSitharamanOffice (@nsitharamanoffc) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মন্ত্রী আরও বলেন, " GST চালু হয়েছে মাত্র দুই বছর ৷ একটু সময় দিন ৷ অদূর ভবিষ্যতে GST-র কাঠামো আপনাদের সন্তুষ্ট করবে ৷ GST আপনাকে খুশি করতে পারেনি তার জন্য আমি অত্যন্ত দুঃখিত ৷ তবে এই কর কাঠামোকে আপন করার চেষ্টা করুন ৷"

পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দপ্তর থেকে এই বিষয়টি নিয়ে টুইট করা হয় ৷ টুইটে মন্ত্রী ওই কর বিশেষজ্ঞকে তাঁর সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ জানিয়েছে৷ পাশাপাশি তাঁকে GST-র কাঠামোর উন্নতির জন্য পরামর্শ দিতে অনুরোধ করেছেন ৷

  • @ANI has not shown where I have heard all his suggestions & there & then also gave him 23 Oct ‘19 for him & his delegation to meet me, as desired. #GST is no “curse” even if he has said so 3 times. Work is on, in response to suggestions being received as & when, to fine tune it.

    — Nirmala Sitharaman (@nsitharaman) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুনে, 12 অক্টোবর : শুক্রবার পুনেতে ব্যবসায়ী, কর বিশেষজ্ঞ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ GST সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ সেখানে অনেকে অর্থমন্ত্রীর কাছে GST-র বিভিন্ন ত্রুটির কথা তুলে ধরেন ৷ অর্থমন্ত্রী বলেন, ''হ্যাঁ, এটা ঘটনা যে, চালু হওয়ার পর দু বছর কেটে গেলেও GST-র কাঠামোয় এখনও কিছু ত্রুটি রয়েছে ৷ কিন্তু ত্রুটি থাকা সত্ত্বেও GST এখন আইন ৷ তাই এটা নিয়ে অহেতুক আলোচনা নিষ্প্রয়োজন ৷''

  • Few mportant things to note here:
    1) Smt @nsitharaman asks the man to meet her with his delegation and put forward his suggestions regarding improving the GST framework. She also promises to do all she can to hear everyone's views. (1/2) https://t.co/keXdSyPVMl

    — NSitharamanOffice (@nsitharamanoffc) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সভায় GST-র কাঠামোয় বেশ কিছু সংশোধনের প্রস্তাব দেওয়া হয় ৷ পাশাপাশি অনেকে GST-র সমালোচনায় মুখর হন ৷ একজন কর বিশেষজ্ঞ বলেন ," শিল্পপতি, তাঁদের আর্থিক পরামর্শদাতা থেকে শুরু করে ট্যাক্স অডিটররা GST-র জন্য সরকারকে অভিশাপ দিচ্ছে৷"

অর্থমন্ত্রী তখন তাঁকে থামিয়ে বলেন , " আপনার বক্তব্যের আমি তীব্র বিরোধ করছি৷ অনেকদিন পর সংসদে বিভিন্ন দল ও দেশের সব রাজ্য সরকার একসঙ্গে এই কাজটা (GST চালু) করেছে৷ সবাই একসঙ্গে এই কর কাঠামো তৈরি করেছে ৷ এখন হঠাৎ করে আপনি এই কর কাঠামোকে জঘন্য বলতে পারেন না ৷ এটা অত্যন্ত বেদনাদায়ক৷ "

  • 2) The man asking the question himself says later that it was the perception regarding GST among some people which was causing issues and not GST per se. (2/2)

    — NSitharamanOffice (@nsitharamanoffc) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মন্ত্রী আরও বলেন, " GST চালু হয়েছে মাত্র দুই বছর ৷ একটু সময় দিন ৷ অদূর ভবিষ্যতে GST-র কাঠামো আপনাদের সন্তুষ্ট করবে ৷ GST আপনাকে খুশি করতে পারেনি তার জন্য আমি অত্যন্ত দুঃখিত ৷ তবে এই কর কাঠামোকে আপন করার চেষ্টা করুন ৷"

পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দপ্তর থেকে এই বিষয়টি নিয়ে টুইট করা হয় ৷ টুইটে মন্ত্রী ওই কর বিশেষজ্ঞকে তাঁর সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ জানিয়েছে৷ পাশাপাশি তাঁকে GST-র কাঠামোর উন্নতির জন্য পরামর্শ দিতে অনুরোধ করেছেন ৷

  • @ANI has not shown where I have heard all his suggestions & there & then also gave him 23 Oct ‘19 for him & his delegation to meet me, as desired. #GST is no “curse” even if he has said so 3 times. Work is on, in response to suggestions being received as & when, to fine tune it.

    — Nirmala Sitharaman (@nsitharaman) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Chaibasa (Jharkhand), Oct 11 (ANI): Chief Minister Raghubar Das during his road show visited Siddheshwar Nath Temple on October 11. He offered prayer to Lord Shiva ahead of Jharkhand elections which are likely to happen at the end of this year. He also sought blessings for the people of Jharkhand for their good health and well being.
Last Updated : Oct 12, 2019, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.