ETV Bharat / bharat

পুলওয়ামায় পোলিং বুথে গ্রেনেড ছুড়ল জঙ্গিরা

কাশ্মীরের অনন্তনাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুলওয়ামায় একটি বুথে গ্রেনেড ছুড়ল জঙ্গিরা । ঘটনাটি পুলওয়ামার ত্রালে ঘটে । ঘটনায় হতাহতের খবর নেই । সকাল 11টা পর্যন্ত অনন্তনাগ লোকসভা কেন্দ্রে ভোটদানের হার 1.14 শতাংশ ।

author img

By

Published : May 6, 2019, 1:03 PM IST

গ্রেনেড

শ্রীনগর, 6 মে : কাশ্মীরের অনন্তনাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুলওয়ামায় একটি বুথে গ্রেনেড ছুড়ল জঙ্গিরা । ঘটনাটি পুলওয়ামার ত্রালে ঘটে । ঘটনায় হতাহতের খবর নেই । সকাল 11টা পর্যন্ত অনন্তনাগ লোকসভা কেন্দ্রে ভোটদানের হার 1.14 শতাংশ । এই আসনে আজকে শেষ দফার নির্বাচন । নির্বাচনী আধিকারিকরা মনে করছেন, জঙ্গিদের ভয়ে এই আসনে প্রদত্ত ভোট খুবই কম হতে চলেছে ।

আজ পঞ্চম দফার নির্বাচন । দেশের 7টি রাজ্যের 51টি আসনে চলছে ভোটগ্রহণ । এরমধ্যে জম্মু-কাশ্মীরের 2টি আসন ভোটগ্রহণ চলছে । জম্মু-কাশ্মীরের অনন্তনাগ লোকসভা কেন্দ্রে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দফায় ভোটগ্রহণের কথা ঘোষণা করা হয়েছিল । স্বাধীনতার পর থেকে কখনও একটি লোকসভা কেন্দ্রের ভোট এতগুলি ভাগে নিতে হয়নি । সারা দেশের মধ্যে এটিই একমাত্র লোকসভা কেন্দ্র যেখানে তিনটি পর্যায়ে ভোট নেওয়ার কথা । অনন্তনাগ লোকসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত অনন্তনাগ, কুলগাঁও, শোপিয়ান এবং পুলওয়ামা রয়েছে ।

লোকসভা নির্বাচন শুরুর আগে সবচেয়ে বেশি চর্চা হয়েছে কাশ্মীরের জঙ্গিহানা নিয়ে । 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হানায় 40 জনের বেশি CRPF জওয়ানের মৃত্যু হয় । এ হেন পুলওয়ামাতে আজ ভোটগ্রহণ চলছে ।

শ্রীনগর, 6 মে : কাশ্মীরের অনন্তনাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুলওয়ামায় একটি বুথে গ্রেনেড ছুড়ল জঙ্গিরা । ঘটনাটি পুলওয়ামার ত্রালে ঘটে । ঘটনায় হতাহতের খবর নেই । সকাল 11টা পর্যন্ত অনন্তনাগ লোকসভা কেন্দ্রে ভোটদানের হার 1.14 শতাংশ । এই আসনে আজকে শেষ দফার নির্বাচন । নির্বাচনী আধিকারিকরা মনে করছেন, জঙ্গিদের ভয়ে এই আসনে প্রদত্ত ভোট খুবই কম হতে চলেছে ।

আজ পঞ্চম দফার নির্বাচন । দেশের 7টি রাজ্যের 51টি আসনে চলছে ভোটগ্রহণ । এরমধ্যে জম্মু-কাশ্মীরের 2টি আসন ভোটগ্রহণ চলছে । জম্মু-কাশ্মীরের অনন্তনাগ লোকসভা কেন্দ্রে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দফায় ভোটগ্রহণের কথা ঘোষণা করা হয়েছিল । স্বাধীনতার পর থেকে কখনও একটি লোকসভা কেন্দ্রের ভোট এতগুলি ভাগে নিতে হয়নি । সারা দেশের মধ্যে এটিই একমাত্র লোকসভা কেন্দ্র যেখানে তিনটি পর্যায়ে ভোট নেওয়ার কথা । অনন্তনাগ লোকসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত অনন্তনাগ, কুলগাঁও, শোপিয়ান এবং পুলওয়ামা রয়েছে ।

লোকসভা নির্বাচন শুরুর আগে সবচেয়ে বেশি চর্চা হয়েছে কাশ্মীরের জঙ্গিহানা নিয়ে । 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হানায় 40 জনের বেশি CRPF জওয়ানের মৃত্যু হয় । এ হেন পুলওয়ামাতে আজ ভোটগ্রহণ চলছে ।

Lucknow (Uttar Pradesh), May 06 (ANI): Bahujan Samaj Party (BSP) president Mayawati arrived at a polling booth to cast her vote in Uttar Pradesh's Lucknow. Bahujan Samaj Party (BSP) and Samajwadi Party (SP) have formed an alliance for Lok Sabha elections 2019. Voting for 5th phase of Lok Sabha elections is underway on 51 parliamentary constituencies across 7 states.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.