ETV Bharat / bharat

আরও আলোচনা চায় কেন্দ্র, দিন ঠিক করতে কৃষক সংগঠনগুলিকে চিঠি

author img

By

Published : Dec 21, 2020, 8:52 AM IST

Updated : Dec 21, 2020, 9:19 AM IST

এর আগে পাঁচটি বৈঠকে কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কথা হলেও সমস্যার সমাধান হয়নি ৷ কারণ কৃষকরা নির্দিষ্ট তিনটি আইন বাতিলের পক্ষে ৷ অন্যদিকে সরকার আইন সংশোধনে নমনীয় হলেও নয়া কৃষি আইন বাতিলের প্রস্তাব প্রতিবারই বাতিল করে দেয় তারা ৷ এই অবস্থায় আজ 26 দিনে পড়ল সিঙ্ঘু সীমান্তে কৃষকদের আন্দোলন ৷

Government invites farmer unions for next round of talks
Government invites farmer unions for next round of talks

দিল্লি, 21 ডিসেম্বর : নয়া কৃষি আইনের কোন কোন জায়গায় সংশোধনে চাইছেন কৃষকরা, সে বিষয়ে স্পষ্ট করে কৃষক সংগঠনের কাছে দ্বিতীয় পর্যায়ে আলোচনার জন্য দিন ঠিক করতে বলল কেন্দ্র ৷ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে দ্রুত কৃষক আন্দোলনের অবসান চাইছে সরকার ৷ 40টি কৃষক সংগঠনকে লেখা চিঠিতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের যুগ্মসচিব বিবেক আগরওয়াল জানান, কৃষকদের সমস্যার সমাধানে উদার মনোভাবের সঙ্গে আলোচনা চায় সরকার ৷ দ্রুত এই সমস্যার সমাধানের প্রয়োজন ৷

আরও পড়ুন: কমিটি গঠন করুন, নাহলে কৃষক আন্দোলন জাতীয় সমস্যা হয়ে দাঁড়াবে : সুপ্রিম কোর্ট

এর আগে পাঁচটি বৈঠকে কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কথা হলেও সমস্যার সমাধান হয়নি ৷ কারণ কৃষকরা নির্দিষ্ট তিনটি আইন বাতিলের পক্ষে ৷ অন্যদিকে সরকার আইন সংশোধনে নমনীয় হলেও নয়া কৃষি আইন বাতিলের প্রস্তাব প্রতিবারই বাতিল করে দেয় ৷ এই অবস্থায় আজ 26 দিনে পড়ল সিঙ্ঘু সীমান্তে কৃষকদের আন্দোলন ৷

আরও পড়ুন: সবরকম আলোচনার জন্য তৈরি, হাতজোড় করে কৃষকদের কাছে আবেদন প্রধানমন্ত্রীর

কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের যুগ্মসচিব বিবেক আগরওয়াল জানিয়েছেন, 9 ডিসেম্বরেই কৃষকদের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল ৷ যেখানে কেন্দ্র জানিয়েছিল, অন্তত সাতটি ইশুতে কৃষি আইন সংশোধন করা যেতে পারে ৷ এই বিষয়ে লিখিত নিশ্চয়তাও দেওয়া হবে, যে নূ্যনতম সহায়ক মূল্য আগের মতোই বহাল থাকবে ৷ যদিও 16 ডিসেম্বর একটি ই-মেলের মাধ্যমে কেন্দ্রের সেই প্রস্তাব বাতিল করে দেয় কৃষক সংগঠনগুলি ৷ এই অবস্থায় কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের যুগ্ম সচিব নতুন করে আলোচনার দিন ঠিক করতে চিঠি দিল কৃষক সংগঠনগুলিকে ৷ যেখানে তিনি জানিয়েছেন, নতুন কৃষি আইনের ঠিক কোন কোন বিষয় নিয়ে কৃষকরা সংশয়ে, তা স্পষ্ট করা হোক ৷

দিল্লি, 21 ডিসেম্বর : নয়া কৃষি আইনের কোন কোন জায়গায় সংশোধনে চাইছেন কৃষকরা, সে বিষয়ে স্পষ্ট করে কৃষক সংগঠনের কাছে দ্বিতীয় পর্যায়ে আলোচনার জন্য দিন ঠিক করতে বলল কেন্দ্র ৷ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে দ্রুত কৃষক আন্দোলনের অবসান চাইছে সরকার ৷ 40টি কৃষক সংগঠনকে লেখা চিঠিতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের যুগ্মসচিব বিবেক আগরওয়াল জানান, কৃষকদের সমস্যার সমাধানে উদার মনোভাবের সঙ্গে আলোচনা চায় সরকার ৷ দ্রুত এই সমস্যার সমাধানের প্রয়োজন ৷

আরও পড়ুন: কমিটি গঠন করুন, নাহলে কৃষক আন্দোলন জাতীয় সমস্যা হয়ে দাঁড়াবে : সুপ্রিম কোর্ট

এর আগে পাঁচটি বৈঠকে কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কথা হলেও সমস্যার সমাধান হয়নি ৷ কারণ কৃষকরা নির্দিষ্ট তিনটি আইন বাতিলের পক্ষে ৷ অন্যদিকে সরকার আইন সংশোধনে নমনীয় হলেও নয়া কৃষি আইন বাতিলের প্রস্তাব প্রতিবারই বাতিল করে দেয় ৷ এই অবস্থায় আজ 26 দিনে পড়ল সিঙ্ঘু সীমান্তে কৃষকদের আন্দোলন ৷

আরও পড়ুন: সবরকম আলোচনার জন্য তৈরি, হাতজোড় করে কৃষকদের কাছে আবেদন প্রধানমন্ত্রীর

কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের যুগ্মসচিব বিবেক আগরওয়াল জানিয়েছেন, 9 ডিসেম্বরেই কৃষকদের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল ৷ যেখানে কেন্দ্র জানিয়েছিল, অন্তত সাতটি ইশুতে কৃষি আইন সংশোধন করা যেতে পারে ৷ এই বিষয়ে লিখিত নিশ্চয়তাও দেওয়া হবে, যে নূ্যনতম সহায়ক মূল্য আগের মতোই বহাল থাকবে ৷ যদিও 16 ডিসেম্বর একটি ই-মেলের মাধ্যমে কেন্দ্রের সেই প্রস্তাব বাতিল করে দেয় কৃষক সংগঠনগুলি ৷ এই অবস্থায় কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের যুগ্ম সচিব নতুন করে আলোচনার দিন ঠিক করতে চিঠি দিল কৃষক সংগঠনগুলিকে ৷ যেখানে তিনি জানিয়েছেন, নতুন কৃষি আইনের ঠিক কোন কোন বিষয় নিয়ে কৃষকরা সংশয়ে, তা স্পষ্ট করা হোক ৷

Last Updated : Dec 21, 2020, 9:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.