ETV Bharat / bharat

কেন্দ্রের অদূরদর্শিতা প্রকাশ পেয়েছে, মদের দোকান খোলা নিয়ে আক্রমণ কংগ্রেস নেত্রীর

মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ মহিলা কংগ্রেস সভাপতি সুস্মিতা দেবের । তাঁর বক্তব্য, ক্ষেত্র বিশেষে কিছু পরিষেবা চালুর ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা গ্রহণ করতে পারেনি সরকার ।

ছবি
ছবি
author img

By

Published : May 5, 2020, 5:47 PM IST

দিল্লি, 5 মে : তৃতীয় দফায় লকডাউন চলছে দেশে । তার মাঝেই মদের দোকান খোলার কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফে । 40 দিনের মাথায় মদের দোকান খোলার পর গতকাল দেশের নানা শহরে যে ছবি দেখা গেছে, তাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে । মদের দোকানের সামনে লম্বা লাইনে সামাজিক দূরত্ব মানা হয়নি । আজ এনিয়েই কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে আক্রমণ করেছেন মহিলা কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব । তাঁর বক্তব্য, "এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অদূরদর্শিতা প্রকাশ পেয়েছে । ক্ষেত্র বিশেষে কিছু পরিষেবা চালু করার ক্ষেত্রে যথাযথভাবে পরিকল্পনা গ্রহণ করতে পারেনি সরকার । মাইক্রো প্ল্যানিং তথা একেবারে তৃণমূল স্তরে গিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কার্যত ব্যর্থ হয়েছে সরকার।"

সুস্মিতা দেব বলেন, "নিঃসন্দেহে লকডাউন জরুরি । তবে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি যেকথা বলেছেন তা মাথায় রাখতে হবে । লকডাউন এই ভাইরাসের জন্য কেবল একটা বিরতি মাত্র । তাই মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অর্থনীতি পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ করা খুব দরকার।" তাঁর সংযোজন, "সরকার তার নিজস্ব নির্দেশিকা বাস্তবায়নের সময় যথাযথ পরিকল্পনা করতে পারেনি । সঠিক পরিকল্পনার অভাবেই বিশৃঙ্খলা ঘটছে । এক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া উচিত।"

লকডাউনের সময় গার্হস্থ হিংসার ঘটনাও বৃদ্ধি পেয়েছে বলে জানান সুস্মিতা দেব । বলেন, "একজন মহিলা নেত্রী হওয়ার কারণে আমি এবিষয়টি সর্বসমক্ষে আনতে চাই । লকডাউনে গার্হস্থ হিংসার ঘটনা বৃদ্ধি পেয়েছে। মদ অত্যাবশকীয় পণ্য নয় । সরকারের বোঝা উচিত যে, গরিব মানুষকে দেওয়া টাকা বা সাহায্য যেন মদ কিনতেই না খরচ হয়ে যায় ।"

সুস্মিতা দেবের কথায়, এই পরিস্থিতিতে রাজ্যগুলির উপর আর্থিক বোঝা চাপছে । এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করে তিনি বলেন, "আমরা সকলেই জানি কোরোনা পরিস্থিতির জেরে রাজ্যগুলি আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। রাজ্যগুলির বকেয়া GST না দিয়ে তাদের সঙ্গে অন্যায় করেছে কেন্দ্রীয় সরকার ।"

দিল্লি, 5 মে : তৃতীয় দফায় লকডাউন চলছে দেশে । তার মাঝেই মদের দোকান খোলার কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফে । 40 দিনের মাথায় মদের দোকান খোলার পর গতকাল দেশের নানা শহরে যে ছবি দেখা গেছে, তাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে । মদের দোকানের সামনে লম্বা লাইনে সামাজিক দূরত্ব মানা হয়নি । আজ এনিয়েই কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে আক্রমণ করেছেন মহিলা কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব । তাঁর বক্তব্য, "এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অদূরদর্শিতা প্রকাশ পেয়েছে । ক্ষেত্র বিশেষে কিছু পরিষেবা চালু করার ক্ষেত্রে যথাযথভাবে পরিকল্পনা গ্রহণ করতে পারেনি সরকার । মাইক্রো প্ল্যানিং তথা একেবারে তৃণমূল স্তরে গিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কার্যত ব্যর্থ হয়েছে সরকার।"

সুস্মিতা দেব বলেন, "নিঃসন্দেহে লকডাউন জরুরি । তবে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি যেকথা বলেছেন তা মাথায় রাখতে হবে । লকডাউন এই ভাইরাসের জন্য কেবল একটা বিরতি মাত্র । তাই মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অর্থনীতি পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ করা খুব দরকার।" তাঁর সংযোজন, "সরকার তার নিজস্ব নির্দেশিকা বাস্তবায়নের সময় যথাযথ পরিকল্পনা করতে পারেনি । সঠিক পরিকল্পনার অভাবেই বিশৃঙ্খলা ঘটছে । এক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া উচিত।"

লকডাউনের সময় গার্হস্থ হিংসার ঘটনাও বৃদ্ধি পেয়েছে বলে জানান সুস্মিতা দেব । বলেন, "একজন মহিলা নেত্রী হওয়ার কারণে আমি এবিষয়টি সর্বসমক্ষে আনতে চাই । লকডাউনে গার্হস্থ হিংসার ঘটনা বৃদ্ধি পেয়েছে। মদ অত্যাবশকীয় পণ্য নয় । সরকারের বোঝা উচিত যে, গরিব মানুষকে দেওয়া টাকা বা সাহায্য যেন মদ কিনতেই না খরচ হয়ে যায় ।"

সুস্মিতা দেবের কথায়, এই পরিস্থিতিতে রাজ্যগুলির উপর আর্থিক বোঝা চাপছে । এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করে তিনি বলেন, "আমরা সকলেই জানি কোরোনা পরিস্থিতির জেরে রাজ্যগুলি আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। রাজ্যগুলির বকেয়া GST না দিয়ে তাদের সঙ্গে অন্যায় করেছে কেন্দ্রীয় সরকার ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.