ETV Bharat / bharat

সাধারণ মানুষকে নগদ না দিয়ে অর্থনীতি ধ্বংস করছে কেন্দ্র : রাহুল - Unlock 1

দেশের গরিব মানুষদের জন্য 10 হাজার টাকা করে আর্থিক সাহায্যের প্রয়োজন । সাধারণ মানুষকে নগদ টাকা না দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে কেন্দ্র । অভিযোগ রাহুল গান্ধির ।

Rahul Gandhi
রাহুল গান্ধি
author img

By

Published : Jun 7, 2020, 3:39 AM IST

দিল্লি, 6 জুন : দেশের অর্থনীতির ভিত নষ্ট করে দিচ্ছে কেন্দ্র । এমনই অভিযোগ রাহুল গান্ধির । দেশের সাধারণ মানুষ এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পকে নগদ অর্থ দিচ্ছে না কেন্দ্র । এই অভিযোগ তুলে আজ রাহুল গান্ধি নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্বের সময়কালকে বলেন "ডেমন 2.0" ।

ভারতীয় অর্থনীতির উপর কোরোনা ভাইরাসের প্রভাব ও দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বর্তমান পরিস্থিতির বিষয়ে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে রাহুল গান্ধি একটি টুইট করেছিলেন । সেই টুইটেই কোরোনা ও লকডাউনের জেরে চলতে থাকা আর্থিক দুরাবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি ।

  • Govt is actively destroying our economy by refusing to give cash support to people and MSMEs.

    This is Demon 2.0.https://t.co/mWs1e0g3up

    — Rahul Gandhi (@RahulGandhi) June 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের গরিব মানুষদের জন্য 10 হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা বলেন রাহুল গান্ধি । পাশাপাশি, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের জন্য আলাদা করে বিশেষ প্যাকেজ করার কথাও বলেছেন রাহুল গান্ধি । টুইটে তিনি লেখেন, " সরকার ইচ্ছাকৃতভাবে আমাদের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে । মানুষের হাতে বা ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পকে নগদ অর্থ দিচ্ছে না । এটা হল ডেমন 2.0 ।"

পাশাপাশি দেশের MSME গুলিকে চাঙ্গা করতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করছে কংগ্রেস, যা দেশের একটা বড় অংশের মানুষকে কর্মসংস্থান জোগাবে । এর আগে রাহুল গান্ধি বলেছিলেন, "এই সংকটের পরিস্থিতিতে সরকারের উচিত সাধারণ মানুষকে ও শিল্পক্ষেত্রে নগদ অর্থ দিয়ে সাহায্য করা দরকার । কিন্তু তা না করে, সরকার যা করছে, তা একপ্রকার অপরাধ ।" শুধু তাই নয়, কোরোনা মোকাবিলায় দেশজুড়ে যে লকডাউন চলছে, তা সম্পূর্ণভাবে ব্যর্থ বলেও জানিয়েছিলেন রাহুল গান্ধি ।

দিল্লি, 6 জুন : দেশের অর্থনীতির ভিত নষ্ট করে দিচ্ছে কেন্দ্র । এমনই অভিযোগ রাহুল গান্ধির । দেশের সাধারণ মানুষ এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পকে নগদ অর্থ দিচ্ছে না কেন্দ্র । এই অভিযোগ তুলে আজ রাহুল গান্ধি নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্বের সময়কালকে বলেন "ডেমন 2.0" ।

ভারতীয় অর্থনীতির উপর কোরোনা ভাইরাসের প্রভাব ও দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বর্তমান পরিস্থিতির বিষয়ে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে রাহুল গান্ধি একটি টুইট করেছিলেন । সেই টুইটেই কোরোনা ও লকডাউনের জেরে চলতে থাকা আর্থিক দুরাবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি ।

  • Govt is actively destroying our economy by refusing to give cash support to people and MSMEs.

    This is Demon 2.0.https://t.co/mWs1e0g3up

    — Rahul Gandhi (@RahulGandhi) June 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের গরিব মানুষদের জন্য 10 হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা বলেন রাহুল গান্ধি । পাশাপাশি, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের জন্য আলাদা করে বিশেষ প্যাকেজ করার কথাও বলেছেন রাহুল গান্ধি । টুইটে তিনি লেখেন, " সরকার ইচ্ছাকৃতভাবে আমাদের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে । মানুষের হাতে বা ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পকে নগদ অর্থ দিচ্ছে না । এটা হল ডেমন 2.0 ।"

পাশাপাশি দেশের MSME গুলিকে চাঙ্গা করতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করছে কংগ্রেস, যা দেশের একটা বড় অংশের মানুষকে কর্মসংস্থান জোগাবে । এর আগে রাহুল গান্ধি বলেছিলেন, "এই সংকটের পরিস্থিতিতে সরকারের উচিত সাধারণ মানুষকে ও শিল্পক্ষেত্রে নগদ অর্থ দিয়ে সাহায্য করা দরকার । কিন্তু তা না করে, সরকার যা করছে, তা একপ্রকার অপরাধ ।" শুধু তাই নয়, কোরোনা মোকাবিলায় দেশজুড়ে যে লকডাউন চলছে, তা সম্পূর্ণভাবে ব্যর্থ বলেও জানিয়েছিলেন রাহুল গান্ধি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.