ETV Bharat / bharat

ছোটো ভুলত্রুটি ফৌজদারি অপরাধ নয়, সংশোধিত হবে কম্পানি অ্যাক্ট 2003 - ন্যাশনাল কম্পানি ল ট্রাইবুনাল

ক্রিমিনাল কোর্টের উপর চাপ কমাতে সংশোধন করা হবে কম্পানি অ্যাক্ট ৷ এই আইনের অধীনে মোট সাতটি আপসযোগ্য অপরাধকে বাতিল করা হবে এবং পাঁচটি ক্ষেত্রকে বিকল্প কাঠামোয় বিবেচনা করা হবে ৷

Companies Act
কম্পানি অ্যাক্ট 2003
author img

By

Published : May 17, 2020, 7:23 PM IST

দিল্লি, 17 মে: স্বনির্ভর ভারত গড়তে প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক প্যাকেজ বিশ্লেষণের পঞ্চমদিন আজ ৷ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন, ছোটো-খাটো প্রযুক্তিগত ও পদ্ধতিগত খেলাপ জড়িত কম্পানির আইনের লঙ্ঘনকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হবে না ৷ ছোটো ভুলত্রুটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে না এবার থেকে ।

কম্পানি অ্যাক্ট 2013 -এ কোনও একটি সংস্থার গঠন, তার দায়িত্ব ও সংস্থা বন্ধের যাবতীয় বিষয় আলোচনা করা হয়েছে ৷ দেশে কোরোনা পরিস্থিতি সামাল দিতে আজ অর্থমন্ত্রী কম্পানি অ্যাক্টে সংশোধন আনার কথা উল্লেখ করেন ৷ অর্থনীতি সচল রাখতে সংস্থাগুলিকে যে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে, সেই সূত্র ধরেই অর্থমন্ত্রী জানান, কম্পানি অ্যাক্টের অধীনে থাকা মোট সাতটি ফৌজদারি অপরাধকে বাতিল করা হবে এবং পাঁচটি অপরাধকে বিকল্প কাঠামোয় বিবেচনা করা হবে ৷

সংস্থাগুলির আঞ্চলিক ডিরেক্টরদের দায়িত্ব 18টি ক্ষেত্র থেকে 58-এ বাড়িয়ে অর্থমন্ত্রী বলেন, এবার থেকে অধিকাংশ আপসযোগ্য অপরাধ সংস্থার অভ্যন্তরেই আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে হবে ৷ কম্পানি অ্যাক্টের এই সংশোধনের মাধ্যমে ক্রিমিনাল কোর্ট ও ন্যাশনাল কম্পানি ল ট্রাইবুনালের উপর চাপ কমবে ৷

সংশোধিত কম্পানি অ্যাক্টের অধীনে কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়? সংস্থায় কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটির রিপোর্টে ত্রুটি, বোর্ড রিপোর্টের অপ্রতুলতা, বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে দেরি হলে বা ভুল রিপোর্ট জমা দিলে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে না ।কম্পানি আইন নিয়ে নতুন করে বিল আনা হলেও তা সংশোধন করা হয়নি । আইন বদলে লাভবান হবে দেশের সংস্থাগুলি ।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সংখ্যা কমানোর চেষ্টার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিকে আরও বিনিয়োগের সুযোগ দেওয়া হবে । এছাড়াও কোরোনা পরিস্থিতিতে কোনও সংস্থার তরফ থেকে নেওয়া ঋণ পরিশোধ না করতে পারলে কম্পানিগুলির বিরুদ্ধে আপাতত একবছর কোনওরকম আইনি পদক্ষেপ করা হবে না বলে জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

দিল্লি, 17 মে: স্বনির্ভর ভারত গড়তে প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক প্যাকেজ বিশ্লেষণের পঞ্চমদিন আজ ৷ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন, ছোটো-খাটো প্রযুক্তিগত ও পদ্ধতিগত খেলাপ জড়িত কম্পানির আইনের লঙ্ঘনকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হবে না ৷ ছোটো ভুলত্রুটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে না এবার থেকে ।

কম্পানি অ্যাক্ট 2013 -এ কোনও একটি সংস্থার গঠন, তার দায়িত্ব ও সংস্থা বন্ধের যাবতীয় বিষয় আলোচনা করা হয়েছে ৷ দেশে কোরোনা পরিস্থিতি সামাল দিতে আজ অর্থমন্ত্রী কম্পানি অ্যাক্টে সংশোধন আনার কথা উল্লেখ করেন ৷ অর্থনীতি সচল রাখতে সংস্থাগুলিকে যে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে, সেই সূত্র ধরেই অর্থমন্ত্রী জানান, কম্পানি অ্যাক্টের অধীনে থাকা মোট সাতটি ফৌজদারি অপরাধকে বাতিল করা হবে এবং পাঁচটি অপরাধকে বিকল্প কাঠামোয় বিবেচনা করা হবে ৷

সংস্থাগুলির আঞ্চলিক ডিরেক্টরদের দায়িত্ব 18টি ক্ষেত্র থেকে 58-এ বাড়িয়ে অর্থমন্ত্রী বলেন, এবার থেকে অধিকাংশ আপসযোগ্য অপরাধ সংস্থার অভ্যন্তরেই আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে হবে ৷ কম্পানি অ্যাক্টের এই সংশোধনের মাধ্যমে ক্রিমিনাল কোর্ট ও ন্যাশনাল কম্পানি ল ট্রাইবুনালের উপর চাপ কমবে ৷

সংশোধিত কম্পানি অ্যাক্টের অধীনে কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়? সংস্থায় কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটির রিপোর্টে ত্রুটি, বোর্ড রিপোর্টের অপ্রতুলতা, বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে দেরি হলে বা ভুল রিপোর্ট জমা দিলে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে না ।কম্পানি আইন নিয়ে নতুন করে বিল আনা হলেও তা সংশোধন করা হয়নি । আইন বদলে লাভবান হবে দেশের সংস্থাগুলি ।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সংখ্যা কমানোর চেষ্টার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিকে আরও বিনিয়োগের সুযোগ দেওয়া হবে । এছাড়াও কোরোনা পরিস্থিতিতে কোনও সংস্থার তরফ থেকে নেওয়া ঋণ পরিশোধ না করতে পারলে কম্পানিগুলির বিরুদ্ধে আপাতত একবছর কোনওরকম আইনি পদক্ষেপ করা হবে না বলে জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.