ETV Bharat / bharat

কেজরিওয়ালের পাঠানো রেশন কুপন ফেরালেন গম্ভীর - গৌতম গম্ভীর

দুস্থদের সাহায্যের জন্য কেজরিওয়ালের পাঠানো 2 হাজার কুপন ফেরালেন গৌতম গম্ভীর । তাঁর কাছে পর্যাপ্ত খাদ্যসামগ্রী রয়েছে জানিয়ে টুইটে কেজরিওয়ালকে ধন্যবাদ গম্ভীরের ।

Goutam Gambhir
গৌতম গম্ভীর
author img

By

Published : Apr 29, 2020, 12:44 PM IST

দিল্লি, 29 এপ্রিল : লকডাউনে দুস্থদের সাহায্য করতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তরফে অন্যান্য সাংসদ ও বিধায়কের মতো গৌতম গম্ভীরকেও 2 হাজার কুপন পাঠানো হয়েছিল । তার জন্য কেজরিওয়ালকে ধন্যবাদ জানিয়ে কুপনগুলি ফেরত পাঠিয়ে দিলেন গম্ভীর । জানান, দুস্থদের সাহায্য করার জন্য তাঁর কাছে পর্যাপ্ত খাদ্যসামগ্রী আছে । তাই দুস্থদের সাহায্যে তাঁর অংশের কুপনগুলি অন্য বিধায়ক বা কাউন্সিলরদের দেওয়ার জন্য আবেদন জানান তিনি ।

লকডাউনের জেরে দিল্লিতে দুস্থরা সমস্যায় পড়েছেন । অনেকেরই খাবার জুটছে না । তাই তাঁদের সাহায্য করতে খাদ্যসামগ্রী বিলির সিদ্ধান্ত নেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । সিদ্ধান্ত নেওয়া হয় যে, দিল্লির সমস্ত সাংসদ ও বিধায়ককে 2 হাজার করে রেশন কুপন দেওয়া হবে । যেসমস্ত দুস্থর রেশন কার্ড বা কোনও পরিচয়পত্র নেই তাঁদের মধ্যে এই কুপন বিলি করা হবে। তারপর এই কুপনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা মহিলা 5 কিলোগ্রাম খাদ্যসামগ্রী পাবেন ।

  • Thank you @ArvindKejriwal ji for 2000 ration coupons but my volunteers have enough food to distribute till situation demands. Pls send these to MLAs & councillors in the area

    If needed, I can send more ration to those willing to distribute! Do let me know! #IndiaFightsCorona

    — Gautam Gambhir (@GautamGambhir) April 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের আওতায় সাংসদ গৌতম গম্ভীরকেও 2 হাজার কুপন পাঠানো হয় । কিন্তু সেগুলি ফেরত পাঠিয়ে দেন তিনি । পাশাপাশি কুপনগুলি পাঠানোর জন্য টুইট করে কেজরিওয়ালকে ধন্যবাদ জানান । টুইটে গম্ভীর লেখেন, "রেশন কুপন পাঠানোর জন্য ধন্যবাদ । কিন্তু আমার ভলান্টিয়ারদের কাছে দুস্থদের মধ্যে বিলির জন্য পর্যাপ্ত খাদ্যসামগ্রী আছে । তাই দুস্থদের সাহায্য করতে এই কুপনগুলি অন্য সাংসদ ও কাউন্সিলরদের পাঠিয়ে দিন । আর যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আরও খাদ্যসামগ্রী পাঠাতে পারি । আমাকে জানাবেন ।"

দিল্লি, 29 এপ্রিল : লকডাউনে দুস্থদের সাহায্য করতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তরফে অন্যান্য সাংসদ ও বিধায়কের মতো গৌতম গম্ভীরকেও 2 হাজার কুপন পাঠানো হয়েছিল । তার জন্য কেজরিওয়ালকে ধন্যবাদ জানিয়ে কুপনগুলি ফেরত পাঠিয়ে দিলেন গম্ভীর । জানান, দুস্থদের সাহায্য করার জন্য তাঁর কাছে পর্যাপ্ত খাদ্যসামগ্রী আছে । তাই দুস্থদের সাহায্যে তাঁর অংশের কুপনগুলি অন্য বিধায়ক বা কাউন্সিলরদের দেওয়ার জন্য আবেদন জানান তিনি ।

লকডাউনের জেরে দিল্লিতে দুস্থরা সমস্যায় পড়েছেন । অনেকেরই খাবার জুটছে না । তাই তাঁদের সাহায্য করতে খাদ্যসামগ্রী বিলির সিদ্ধান্ত নেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । সিদ্ধান্ত নেওয়া হয় যে, দিল্লির সমস্ত সাংসদ ও বিধায়ককে 2 হাজার করে রেশন কুপন দেওয়া হবে । যেসমস্ত দুস্থর রেশন কার্ড বা কোনও পরিচয়পত্র নেই তাঁদের মধ্যে এই কুপন বিলি করা হবে। তারপর এই কুপনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা মহিলা 5 কিলোগ্রাম খাদ্যসামগ্রী পাবেন ।

  • Thank you @ArvindKejriwal ji for 2000 ration coupons but my volunteers have enough food to distribute till situation demands. Pls send these to MLAs & councillors in the area

    If needed, I can send more ration to those willing to distribute! Do let me know! #IndiaFightsCorona

    — Gautam Gambhir (@GautamGambhir) April 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের আওতায় সাংসদ গৌতম গম্ভীরকেও 2 হাজার কুপন পাঠানো হয় । কিন্তু সেগুলি ফেরত পাঠিয়ে দেন তিনি । পাশাপাশি কুপনগুলি পাঠানোর জন্য টুইট করে কেজরিওয়ালকে ধন্যবাদ জানান । টুইটে গম্ভীর লেখেন, "রেশন কুপন পাঠানোর জন্য ধন্যবাদ । কিন্তু আমার ভলান্টিয়ারদের কাছে দুস্থদের মধ্যে বিলির জন্য পর্যাপ্ত খাদ্যসামগ্রী আছে । তাই দুস্থদের সাহায্য করতে এই কুপনগুলি অন্য সাংসদ ও কাউন্সিলরদের পাঠিয়ে দিন । আর যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আরও খাদ্যসামগ্রী পাঠাতে পারি । আমাকে জানাবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.