ETV Bharat / bharat

বিশ্বে কোরোনায় আক্রান্ত বেড়ে 4,37,76,587 - কোরোনা ভাইরাস

সারা বিশ্বে কোরোনায় আক্রান্তের নিরিখে অ্যামেরিকা প্রথমে রয়েছে । এদিকে সুস্থতার নিরিখে এগিয়ে রয়েছে ভারত ।

Global coronavirus tracker
কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা
author img

By

Published : Oct 27, 2020, 3:06 PM IST

দিল্লি, 27 অক্টোবর : বিশ্বে কোরোনায় আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে । সব থেকে খারাপ অবস্থা অ্যামেরিকার । 89 লাখ 62 হাজার 783 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । মৃত্যু হয়েছে 2 লাখ 31 হাজার 45 জনের ।

বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 4 কোটি 37 লাখ 76 হাজার 587 জন । মৃতের সংখ্যা বেড়ে হল 11 লাখ 64 হাজার 515 জন । সুস্থ হয়ে উঠেছে 3 কোটি 21 লাখ 79 হাজার 748 জন ।

অ্যামেরিকায় কোরোনা পরীক্ষার সংখ্যা আরও বেড়েছে । আক্রান্তের নিরিখে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে । দেশে মোট আক্রান্তের সংখ্যা 79 লাখ 45 হাজার 888 । সুস্থতার হারের নিরিখে ভারত প্রথমে রয়েছে ।

অন্যদিকে ফ্রান্সের বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোরোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে । এর জন্য ফের সারা দেশে লকডাউনের ঘোষণা করা প্রয়োজন । ফ্রান্সে নতুন করে কোরোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে । তবে ফ্রান্সের সরকার এবার লকডাউনে কিছু ক্ষেত্রে ছাড় দিতে পারে । প্রথম ধাপের লকডাউনের ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে ফ্রান্স ।

দিল্লি, 27 অক্টোবর : বিশ্বে কোরোনায় আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে । সব থেকে খারাপ অবস্থা অ্যামেরিকার । 89 লাখ 62 হাজার 783 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । মৃত্যু হয়েছে 2 লাখ 31 হাজার 45 জনের ।

বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 4 কোটি 37 লাখ 76 হাজার 587 জন । মৃতের সংখ্যা বেড়ে হল 11 লাখ 64 হাজার 515 জন । সুস্থ হয়ে উঠেছে 3 কোটি 21 লাখ 79 হাজার 748 জন ।

অ্যামেরিকায় কোরোনা পরীক্ষার সংখ্যা আরও বেড়েছে । আক্রান্তের নিরিখে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে । দেশে মোট আক্রান্তের সংখ্যা 79 লাখ 45 হাজার 888 । সুস্থতার হারের নিরিখে ভারত প্রথমে রয়েছে ।

অন্যদিকে ফ্রান্সের বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোরোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে । এর জন্য ফের সারা দেশে লকডাউনের ঘোষণা করা প্রয়োজন । ফ্রান্সে নতুন করে কোরোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে । তবে ফ্রান্সের সরকার এবার লকডাউনে কিছু ক্ষেত্রে ছাড় দিতে পারে । প্রথম ধাপের লকডাউনের ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে ফ্রান্স ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.