ETV Bharat / bharat

গুজরাত হিংসায় গণধর্ষিতাকে 2 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ - সুপ্রিম কোর্ট

2002 সালের 3 মার্চ নিগৃহীতার পরিবার আহমেদাবাদের রাধিকাপুর গ্রামে আক্রান্ত হয় ৷ অন্তঃসত্ত্বা নিগৃহীতাকে গণধর্ষণের শিকার হতে হয় ৷ নিগৃহীতার পরিবারের 14 জন সদস্যকে হত্যা করা হয় ৷

2 সপ্তাহের মধ্যে গুজরাত হিংসায় গণধর্ষিতাকে 50 লাখ ক্ষতিপূরণ, চাকরি ও বাসস্থান দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
author img

By

Published : Sep 30, 2019, 4:32 PM IST

Updated : Sep 30, 2019, 4:42 PM IST

দিল্লি, 30 সেপ্টেম্বর : 2002 সালে গুজরাতে সাম্প্রদায়িক হিংসার সময় গণধর্ষণের শিকার হয়েছিলেন এক যুবতি ৷ এই মর্মে গণধর্ষিতাকে আগামী দু' সপ্তাহের মধ্যে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত ৷ ক্ষতিপূরণের সময়সীমা হিসেবে দু'সপ্তাহ বেঁধে দিল সর্বোচ্চ আদালত ৷

সুপ্রিম কোর্ট গুজরাত সরকারকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়েছে, গণধর্ষিতাকে চাকরি ও বাসস্থানও দিতে হবে ৷ এর আগে এপ্রিল মাসে একই নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত ৷ সেই নির্দেশকে পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছিল গুজরাত সরকার ৷ সেই আবেদন নাকচ করে আগের নির্দেশই জারি রাখল সর্বোচ্চ আদালত ৷ বলা হল, আগামী দু'সপ্তাহের মধ্যেই ক্ষতিপূরণ দিতে হবে ৷ চাকরি ও বাসস্থানেরও ব্যবস্থা করতে হবে ৷

2002 সালের 3 মার্চ নিগৃহীতার পরিবার আহমেদাবাদের রাধিকাপুর গ্রামে আক্রান্ত হয় ৷ অন্তঃসত্ত্বা নিগৃহীতাকে গণধর্ষণের শিকার হতে হয় ৷ নিগৃহীতার পরিবারের 14 জন সদস্যকে হত্যা করা হয় ৷ 2008 সালের 21 জানুয়ারি বিশেষ আদালত 11জনকে অপরাধী ঘোষণা করে ৷ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় ৷ সাতজনকে প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয় ৷ তার মধ্যে পুলিশ ও চিকিৎসকরাও ছিলেন ৷ পরে 2017 সালের 4 মে সাতজনকে দোষী সাব্যস্ত করা হয় ৷ পরে 2017 সালের 10 জুলাই সুপ্রিম কোর্ট চার পুলিশ কর্মী ও দুই চিকিৎসককে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ৷

দিল্লি, 30 সেপ্টেম্বর : 2002 সালে গুজরাতে সাম্প্রদায়িক হিংসার সময় গণধর্ষণের শিকার হয়েছিলেন এক যুবতি ৷ এই মর্মে গণধর্ষিতাকে আগামী দু' সপ্তাহের মধ্যে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত ৷ ক্ষতিপূরণের সময়সীমা হিসেবে দু'সপ্তাহ বেঁধে দিল সর্বোচ্চ আদালত ৷

সুপ্রিম কোর্ট গুজরাত সরকারকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়েছে, গণধর্ষিতাকে চাকরি ও বাসস্থানও দিতে হবে ৷ এর আগে এপ্রিল মাসে একই নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত ৷ সেই নির্দেশকে পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছিল গুজরাত সরকার ৷ সেই আবেদন নাকচ করে আগের নির্দেশই জারি রাখল সর্বোচ্চ আদালত ৷ বলা হল, আগামী দু'সপ্তাহের মধ্যেই ক্ষতিপূরণ দিতে হবে ৷ চাকরি ও বাসস্থানেরও ব্যবস্থা করতে হবে ৷

2002 সালের 3 মার্চ নিগৃহীতার পরিবার আহমেদাবাদের রাধিকাপুর গ্রামে আক্রান্ত হয় ৷ অন্তঃসত্ত্বা নিগৃহীতাকে গণধর্ষণের শিকার হতে হয় ৷ নিগৃহীতার পরিবারের 14 জন সদস্যকে হত্যা করা হয় ৷ 2008 সালের 21 জানুয়ারি বিশেষ আদালত 11জনকে অপরাধী ঘোষণা করে ৷ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় ৷ সাতজনকে প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয় ৷ তার মধ্যে পুলিশ ও চিকিৎসকরাও ছিলেন ৷ পরে 2017 সালের 4 মে সাতজনকে দোষী সাব্যস্ত করা হয় ৷ পরে 2017 সালের 10 জুলাই সুপ্রিম কোর্ট চার পুলিশ কর্মী ও দুই চিকিৎসককে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ৷

Ahmedabad (Gujarat), Sep 30 (ANI): Union Home Minister Amit Shah attended the 27th Raising Day event of the Rapid Action Force (RAF) in Gujarat's Ahmedabad on September 30. He reviewed the anniversary parade of RAF in Ahmedabad. While addressing the gathering, Amit Shah said, "Just the news of arrival of Rapid Action Force leads to dispersal of rioters. The presence of RAF eliminates any possibility of riots taking place".

Last Updated : Sep 30, 2019, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.