ETV Bharat / bharat

প্রেমিকের শহর দেখতে ভিসা ছাড়াই পাকিস্তানে ঢোকার চেষ্টা যুবতির

প্রেমিকের বাড়ি সীমান্ত পেরিয়ে ফয়সলাবাদে ৷ সোশাল মিডিয়াতেই মনজিতের সঙ্গে পাকিস্তানি ওই যুবকের প্রথম আলাপ ৷ কিন্তু প্রেম কি আর দেশের সীমানা মানে ? মনজিতেরও ইচ্ছে হয়েছিল তাঁর প্রেমিকের শহরটা একবার ঘুরে দেখার ৷ গত নভেম্বরের শেষ সপ্তাহে মনজিৎ কারতারপুর করিডর হয়ে গুরুদোয়ারা দরবার সাহিবে ঘুরতে গেছিলেন ৷ সেখানেই দেখা করে তাঁর প্রেমিকের সঙ্গে ৷ এরপরই সেই যুবকের সঙ্গে পাকিস্তানি এক মহিলার পারমিটের সাহায্য নিয়ে ফয়সলাবাদ যাওয়ার চেষ্টা করেন তিনি ৷

Cross Border love story
কারতারপুর
author img

By

Published : Dec 4, 2019, 12:02 AM IST

অমৃতসর, 3 ডিসেম্বর : ঠিক যেন সিনেমার মতো ৷ অনেকটা সেই 'বীর-জ়ারা'-র গল্পের বাস্তব সমাপতন ৷ পঞ্জাবের মনজিৎ কউর ৷ বয়স বছর কুড়ির আশপাশে ৷ কারতারপুরে গুরুদোয়ারা দরবার সাহিব ঘুরতে গেছিলেন তিনি ৷ সেখান থেকে কোনও রকম ভিসা ছাড়াই পাকিস্তানের ভিতরে ঢোকার চেষ্টা করেন ৷ যেতে চেয়েছিলেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ফয়সলাবাদ ৷ ইচ্ছে প্রেমিকের শহরটা একবার ঘুরে দেখার ৷

সোশাল মিডিয়ায় মনজিতের সঙ্গে পাকিস্তানি ওই যুবকের প্রথম আলাপ হয় ৷ জানা গেছে, নভেম্বরের শেষ সপ্তাহে মনজিৎ কারতারপুর করিডর হয়ে গুরুদোয়ারা দরবার সাহিবে ঘুরতে গেছিলেন ৷ সেখানেই দেখা করেন তাঁর প্রেমিকের সঙ্গে ৷ এরপরই সেই যুবকের সঙ্গে পাকিস্তানি এক মহিলার পারমিটের সাহায্য নিয়ে ফয়সলাবাদ যাওয়ার চেষ্টা করেন ৷

ভারতীয় তীর্থযাত্রীরা পাকিস্তানের কারতারপুরের গুরুদোয়ারা পর্যন্ত বিনা ভিসাতে যেতে পারে ৷ কিন্তু আর কোথাও যাওয়ার অনুমতি নেই ৷ উদ্বাস্তু বিষয়ক দপ্তরের (ইভাকিউ ট্রাস্ট প্রোপার্টি বোর্ড) এক আধিকারিক সূত্রে বলা হয়েছে, "9 নভেম্বর কারতারপুর করিডর খোলার পর থেকে এই প্রথমবার কেউ সীমাবদ্ধ এলাকা পার করার চেষ্টা করে ৷"

তিনি জানিয়েছেন, মনজিৎ তার পাকিস্তানি বন্ধুর সঙ্গে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেন ৷ কিন্তু নিরাপত্তা আধিকারিকরা তাঁকে আটকে দেন ৷ মনজিৎ আসলে কোথাকার বাসিন্দা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা ৷ পাকিস্তানের তরফে দাবি করা হচ্ছে, তিনি অমৃতসরের বাসিন্দা ৷ অনেকে বলছেন, মনজিতের বাড়ি হরিয়ানার রোহতকে ৷ নিরাপত্তারক্ষীরা মনজিৎকে ফেরৎ পাঠিয়ে দেয় ৷ একইসঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকেও বিষয়টি জানানো হয় ৷


পাকিস্তানের নিরাপত্তারক্ষা বাহিনী ওই যুবক ও এক মহিলা সহ তাঁর দুই বন্ধুকে আটক করে ৷ ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷

অমৃতসর, 3 ডিসেম্বর : ঠিক যেন সিনেমার মতো ৷ অনেকটা সেই 'বীর-জ়ারা'-র গল্পের বাস্তব সমাপতন ৷ পঞ্জাবের মনজিৎ কউর ৷ বয়স বছর কুড়ির আশপাশে ৷ কারতারপুরে গুরুদোয়ারা দরবার সাহিব ঘুরতে গেছিলেন তিনি ৷ সেখান থেকে কোনও রকম ভিসা ছাড়াই পাকিস্তানের ভিতরে ঢোকার চেষ্টা করেন ৷ যেতে চেয়েছিলেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ফয়সলাবাদ ৷ ইচ্ছে প্রেমিকের শহরটা একবার ঘুরে দেখার ৷

সোশাল মিডিয়ায় মনজিতের সঙ্গে পাকিস্তানি ওই যুবকের প্রথম আলাপ হয় ৷ জানা গেছে, নভেম্বরের শেষ সপ্তাহে মনজিৎ কারতারপুর করিডর হয়ে গুরুদোয়ারা দরবার সাহিবে ঘুরতে গেছিলেন ৷ সেখানেই দেখা করেন তাঁর প্রেমিকের সঙ্গে ৷ এরপরই সেই যুবকের সঙ্গে পাকিস্তানি এক মহিলার পারমিটের সাহায্য নিয়ে ফয়সলাবাদ যাওয়ার চেষ্টা করেন ৷

ভারতীয় তীর্থযাত্রীরা পাকিস্তানের কারতারপুরের গুরুদোয়ারা পর্যন্ত বিনা ভিসাতে যেতে পারে ৷ কিন্তু আর কোথাও যাওয়ার অনুমতি নেই ৷ উদ্বাস্তু বিষয়ক দপ্তরের (ইভাকিউ ট্রাস্ট প্রোপার্টি বোর্ড) এক আধিকারিক সূত্রে বলা হয়েছে, "9 নভেম্বর কারতারপুর করিডর খোলার পর থেকে এই প্রথমবার কেউ সীমাবদ্ধ এলাকা পার করার চেষ্টা করে ৷"

তিনি জানিয়েছেন, মনজিৎ তার পাকিস্তানি বন্ধুর সঙ্গে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেন ৷ কিন্তু নিরাপত্তা আধিকারিকরা তাঁকে আটকে দেন ৷ মনজিৎ আসলে কোথাকার বাসিন্দা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা ৷ পাকিস্তানের তরফে দাবি করা হচ্ছে, তিনি অমৃতসরের বাসিন্দা ৷ অনেকে বলছেন, মনজিতের বাড়ি হরিয়ানার রোহতকে ৷ নিরাপত্তারক্ষীরা মনজিৎকে ফেরৎ পাঠিয়ে দেয় ৷ একইসঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকেও বিষয়টি জানানো হয় ৷


পাকিস্তানের নিরাপত্তারক্ষা বাহিনী ওই যুবক ও এক মহিলা সহ তাঁর দুই বন্ধুকে আটক করে ৷ ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷

New Delhi, Dec 03 (ANI): GK Reddy, MoS MHA in Lok Sabha appealed people to download '112' emergency helpline application. The number is being implemented across the nation. "I appeal to people of the nation to download '112' emergency helpline app. It's being implemented across the country. GRP and police at railway stations and CISF are providing security at airports. Money has been sanctioned to the states to implement '112' helpline," GK Reddy.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.