ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে যুবতিকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 2

বাড়ি পৌঁছে পরিবারের সদস্যদের বিষয়টি জানান ওই যুবতি । এরপরই থানায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

Uttar Pradesh
Uttar Pradesh
author img

By

Published : Oct 11, 2020, 4:47 PM IST

কানপুর, 11 অক্টোবর : যুবতিকে গণধর্ষণের অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করা হল । উত্তরপ্রদেশের তিরওয়া কোটওয়ালি এলাকার ঘটনা ।

ওই যুবতি এক কাপড়ের দোকানে কাজ করেন । গতকাল কাজ থেকে বাড়ি ফেরার সময় বাজার করতে যান তিনি । সেখানেই ওই দুই ব্যক্তি বাইকে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে । প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত রাজি হয়ে যান তিনি । অভিযোগ, তারা ওই যুবতিকে অন্য দিকে নিয়ে যেতে থাকে । বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন তিনি । অভিযোগ, এরপরই তাঁকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই দুই যুবক । এরপর ওই অবস্থাতেই তাঁকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় তারা । এর পর ওই যুবতি "ডায়াল 112"-তে বারবার ফোন করলেও তা লাগেনি বলে যুবতির অভিযোগ ।

বাড়ি পৌঁছে পরিবারের সদস্যদের বিষয়টি জানান ওই যুবতি । এরপরই থানায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

এবিষয়ে পুলিশ আধিকারিক ইন্দ্রপাল সরোজ বলেন, " অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে । অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"

কানপুর, 11 অক্টোবর : যুবতিকে গণধর্ষণের অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করা হল । উত্তরপ্রদেশের তিরওয়া কোটওয়ালি এলাকার ঘটনা ।

ওই যুবতি এক কাপড়ের দোকানে কাজ করেন । গতকাল কাজ থেকে বাড়ি ফেরার সময় বাজার করতে যান তিনি । সেখানেই ওই দুই ব্যক্তি বাইকে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে । প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত রাজি হয়ে যান তিনি । অভিযোগ, তারা ওই যুবতিকে অন্য দিকে নিয়ে যেতে থাকে । বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন তিনি । অভিযোগ, এরপরই তাঁকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই দুই যুবক । এরপর ওই অবস্থাতেই তাঁকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় তারা । এর পর ওই যুবতি "ডায়াল 112"-তে বারবার ফোন করলেও তা লাগেনি বলে যুবতির অভিযোগ ।

বাড়ি পৌঁছে পরিবারের সদস্যদের বিষয়টি জানান ওই যুবতি । এরপরই থানায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

এবিষয়ে পুলিশ আধিকারিক ইন্দ্রপাল সরোজ বলেন, " অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে । অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.