ETV Bharat / bharat

কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল হচ্ছেন গিরীশচন্দ্র মুর্মু

author img

By

Published : Oct 26, 2019, 5:23 AM IST

1985 সালের গুজরাত ক্যাডারের IAS অফিসার গিরীশচন্দ্র মুর্মু ৷ বছর ষাটের ওড়িয়া এই অফিসার বর্তমানে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ব্যয়সচিব পদে রয়েছেন ৷

গিরীশচন্দ্র মুর্মু

দিল্লি, 26 অক্টোবর : কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল হচ্ছেন গিরীশচন্দ্র মুর্মু ৷ আর এক কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের উপরাজ্যপাল হচ্ছেন প্রাক্তন সুরক্ষাসচিব রাধাকৃষ্ণ মাথুর ৷ জম্মু ও কাশ্মীরের বর্তমান উপরাজ্যপাল সত্যপাল মালিককে গোয়ার রাজ্যপাল করা হল ৷ গতকাল রাষ্ট্রপতি ভবনের তরফে জারি করা হয়েছে এই বিবৃতি ৷

1985 সালের গুজরাত ক্যাডারের IAS অফিসার গিরীশচন্দ্র মুর্মু ৷ বছর ষাটের ওড়িয়া এই অফিসার বর্তমানে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ব্যয়সচিব পদে রয়েছেন ৷ নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন ৷ মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর দিল্লিতে আসেন মুর্মু ৷ অর্থমন্ত্রকের ব্যয়সচিব থাকা অবস্থাতেই তাঁকে জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ অবশ্য চলতি মাসের শেষেই ব্যয়সচিবের পদ থেকে তাঁর অবসর নিতেন তিনি ৷

5 অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্র ৷ জম্মু ও কাশ্মীরকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ 31 অক্টোবর জম্মু-কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে ৷ আর তার প্রথম উপরাজ্যপাল হবেন গিরীশচন্দ্র মুর্মু ৷ জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল হওয়ার জন্য গিরীশচন্দ্র মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷

অন্যদিকে, রাধাকৃষ্ণ মাথুর 1977 সালের ত্রিপুরা ক্যাডারের IAS অফিসার ৷ তিনি হবেন কেন্দ্রশাসিত লাদাখের প্রথম উপরাজ্যপাল ৷ 31 অক্টোবর উপরাজ্যপাল পদে শপথ নেবেন গিরীশচন্দ্র মুর্মু ও রাধাকৃষ্ণ মাথুর ৷ গতকাল রাষ্ট্রপতি ভবনের তরফে আরও জানানো হয়, মিজ়োরামে রাজ্যপাল হচ্ছেন পি এস শ্রীধরন ৷ তিনি কেরালার BJP নেতা ৷

দিল্লি, 26 অক্টোবর : কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল হচ্ছেন গিরীশচন্দ্র মুর্মু ৷ আর এক কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের উপরাজ্যপাল হচ্ছেন প্রাক্তন সুরক্ষাসচিব রাধাকৃষ্ণ মাথুর ৷ জম্মু ও কাশ্মীরের বর্তমান উপরাজ্যপাল সত্যপাল মালিককে গোয়ার রাজ্যপাল করা হল ৷ গতকাল রাষ্ট্রপতি ভবনের তরফে জারি করা হয়েছে এই বিবৃতি ৷

1985 সালের গুজরাত ক্যাডারের IAS অফিসার গিরীশচন্দ্র মুর্মু ৷ বছর ষাটের ওড়িয়া এই অফিসার বর্তমানে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ব্যয়সচিব পদে রয়েছেন ৷ নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন ৷ মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর দিল্লিতে আসেন মুর্মু ৷ অর্থমন্ত্রকের ব্যয়সচিব থাকা অবস্থাতেই তাঁকে জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ অবশ্য চলতি মাসের শেষেই ব্যয়সচিবের পদ থেকে তাঁর অবসর নিতেন তিনি ৷

5 অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্র ৷ জম্মু ও কাশ্মীরকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ 31 অক্টোবর জম্মু-কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে ৷ আর তার প্রথম উপরাজ্যপাল হবেন গিরীশচন্দ্র মুর্মু ৷ জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল হওয়ার জন্য গিরীশচন্দ্র মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷

অন্যদিকে, রাধাকৃষ্ণ মাথুর 1977 সালের ত্রিপুরা ক্যাডারের IAS অফিসার ৷ তিনি হবেন কেন্দ্রশাসিত লাদাখের প্রথম উপরাজ্যপাল ৷ 31 অক্টোবর উপরাজ্যপাল পদে শপথ নেবেন গিরীশচন্দ্র মুর্মু ও রাধাকৃষ্ণ মাথুর ৷ গতকাল রাষ্ট্রপতি ভবনের তরফে আরও জানানো হয়, মিজ়োরামে রাজ্যপাল হচ্ছেন পি এস শ্রীধরন ৷ তিনি কেরালার BJP নেতা ৷

Ranchi (Jharkhand), Oct 25 (ANI): Republican Party of India Chief and Bharatiya Janata Party (BJP) ally Ramdas Athawale demanded one cabinet and one state minister berth in Maharashtra Government. "We demand one cabinet and one state minister berth in Maharashtra government. Amit Shah Ji will visit Mumbai to hold discussions with meet Uddhav Thackeray Ji on who all will be made minsters in the state cabinet," said Athawale. BJP is leading on over 100 seats in Maharashtra and final results of Assembly polls will be announced by Election Commission soon.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.