ETV Bharat / bharat

সন্ত্রাস মোকাবিলায় দিল্লির পাশে থাকার বার্তা বার্লিনের - Indo-German MoU

আন্তর্জাতিক স্তরে তথ্য বিনিময় থেকে শুরু করে মানবাধিকার ও মানবাধিকার আইন-সহ অন্যান্য আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয়েও বিস্তর আলোচনা হয় দিল্লি-বার্লিনের মধ্যে ৷ পাশাপাশি উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুতে প্রতিরক্ষা বিষয়ক যৌথ মহড়ায় অংশগ্রহণের জন্যও জার্মানিকে আহ্বানও জানান মোদি ৷ প্রযুক্তি বিষয়ক ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সহযোগিতার বার্তা দেওয়া হয় ৷

ফাইল ফোটো
author img

By

Published : Nov 1, 2019, 11:55 PM IST


দিল্লি, 1 নভেম্বর : সন্ত্রাসবাদ ও চরমপন্থা দমনে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার মাত্রা আরও প্রসারিত করার বিষয়ে আলোচনা হয় দু'পক্ষের মধ্যে ৷ প্রতিরক্ষা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও জ্বালানি নিরাপত্তা-সহ একাধিক ক্ষেত্রে কৌশলগত সংযুক্তি নিয়েও আলোচনা হয় মোদি-মর্কেলের ৷ আজ জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি ৷

মর্কেলের সঙ্গে যৌথভাবে সাংবাদিক সম্মেলনে আজ মোদি বলেন, "সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবিলায় আমরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতাকে আরও মজবুত করব ৷" সন্ত্রাসবাদ দমনের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মোদি-মর্কেল ৷

আন্তর্জাতিক স্তরে তথ্য বিনিময় থেকে শুরু করে মানবাধিকার ও মানবাধিকার আইন-সহ অন্যান্য আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয়েও বিস্তর আলোচনা হয় দু'পক্ষের মধ্যে ৷ পাশাপাশি উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুতে প্রতিরক্ষা বিষয়ক যৌথ মহড়ায় অংশগ্রহণের জন্যও জার্মানিকে আহ্বানও জানান মোদি ৷ প্রযুক্তি বিষয়ক ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সহযোগিতার বার্তা দেওয়া হয় ৷

অ্যাঞ্জেলা মর্কেল আজকের সাংবাদিক বৈঠকে 5জি প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একসঙ্গে কাজ করার কথাও ঘোষণা করেন ৷ তিনি আরও বলেন, "আমাদের মধ্যে ভালো অর্থনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে ৷ এই সম্পর্ককে আমরা আগামী দিনে আরও মজবুত করব ৷" বৈঠকে মেক ইন ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করেন তিনি ৷

পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি বলেন, "2022 সালে স্বাধীন ভারতের 75 বছর পূর্তি হবে ৷ আমরা নতুন ভারত গড়ব ৷ জার্মানির মতো উন্নত প্রযুক্তিশীল রাষ্ট্র আমাদের সঙ্গে থাকলে আমাদের বহুমাত্রিক উন্নয়নের পথ সুগম হবে ৷" মোদি-মর্কেল বৈঠকে আবহাওয়া পরিবর্তন, ইন্টারনেট সুরক্ষা ও শিক্ষা বিষয়ক ক্ষেত্রেও আলোচনা হয় ৷ দুই দেশের মধ্যে মহাকাশ, অসামরিক বিমান পরিষেবা, নৌ-প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে 17টি বিষয়ে মউ চুক্তি স্বাক্ষরিত হয় ৷

মোদি টুইট করেন, 'আজ চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে বৈঠক ফলদায়ক ও দীর্ঘমেয়াদি ৷ আমরা দু'দেশের সম্পর্কের সবকটি বিষয়ে আলোচনা করেছি ৷ .... চ্যান্সেলর মর্কেল নিজেকে ভারতের বন্ধু পরিচয় দিয়েছেন ৷'


দিল্লি, 1 নভেম্বর : সন্ত্রাসবাদ ও চরমপন্থা দমনে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার মাত্রা আরও প্রসারিত করার বিষয়ে আলোচনা হয় দু'পক্ষের মধ্যে ৷ প্রতিরক্ষা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও জ্বালানি নিরাপত্তা-সহ একাধিক ক্ষেত্রে কৌশলগত সংযুক্তি নিয়েও আলোচনা হয় মোদি-মর্কেলের ৷ আজ জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি ৷

মর্কেলের সঙ্গে যৌথভাবে সাংবাদিক সম্মেলনে আজ মোদি বলেন, "সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবিলায় আমরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতাকে আরও মজবুত করব ৷" সন্ত্রাসবাদ দমনের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মোদি-মর্কেল ৷

আন্তর্জাতিক স্তরে তথ্য বিনিময় থেকে শুরু করে মানবাধিকার ও মানবাধিকার আইন-সহ অন্যান্য আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয়েও বিস্তর আলোচনা হয় দু'পক্ষের মধ্যে ৷ পাশাপাশি উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুতে প্রতিরক্ষা বিষয়ক যৌথ মহড়ায় অংশগ্রহণের জন্যও জার্মানিকে আহ্বানও জানান মোদি ৷ প্রযুক্তি বিষয়ক ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সহযোগিতার বার্তা দেওয়া হয় ৷

অ্যাঞ্জেলা মর্কেল আজকের সাংবাদিক বৈঠকে 5জি প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একসঙ্গে কাজ করার কথাও ঘোষণা করেন ৷ তিনি আরও বলেন, "আমাদের মধ্যে ভালো অর্থনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে ৷ এই সম্পর্ককে আমরা আগামী দিনে আরও মজবুত করব ৷" বৈঠকে মেক ইন ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করেন তিনি ৷

পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি বলেন, "2022 সালে স্বাধীন ভারতের 75 বছর পূর্তি হবে ৷ আমরা নতুন ভারত গড়ব ৷ জার্মানির মতো উন্নত প্রযুক্তিশীল রাষ্ট্র আমাদের সঙ্গে থাকলে আমাদের বহুমাত্রিক উন্নয়নের পথ সুগম হবে ৷" মোদি-মর্কেল বৈঠকে আবহাওয়া পরিবর্তন, ইন্টারনেট সুরক্ষা ও শিক্ষা বিষয়ক ক্ষেত্রেও আলোচনা হয় ৷ দুই দেশের মধ্যে মহাকাশ, অসামরিক বিমান পরিষেবা, নৌ-প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে 17টি বিষয়ে মউ চুক্তি স্বাক্ষরিত হয় ৷

মোদি টুইট করেন, 'আজ চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে বৈঠক ফলদায়ক ও দীর্ঘমেয়াদি ৷ আমরা দু'দেশের সম্পর্কের সবকটি বিষয়ে আলোচনা করেছি ৷ .... চ্যান্সেলর মর্কেল নিজেকে ভারতের বন্ধু পরিচয় দিয়েছেন ৷'

Gadag (Karnataka), Nov 01 (ANI): People of Karnataka celebrated state formation day in Gadag. Environment Minister of Karnataka, CC Patil paid tribute to national flag on the occasion. Tableau on women empowerment, agriculture and faith showcased the state's vision. Karnataka Rajyotsava or Kannada Day, also known as Karnataka Formation Day, is celebrated on November 01 every year. This was the day in 1956 when all the Kannada language-speaking regions of South India were merged to form the state of Karnataka.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.