ETV Bharat / bharat

"মোদি কোড অফ মিসকন্ডাক্ট", বাংলায় 324 ধারার প্রয়োগ নিয়ে আক্রমণ কংগ্রেসের - amit shah

324 ধারার প্রয়োগ করে রাজ্যে প্রচারের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন । যা নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস । আজ সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ।

রণদীপ সুরজেওয়ালা
author img

By

Published : May 16, 2019, 10:39 AM IST

দিল্লি, 16 মে : নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে যারপরনাই ক্ষুব্ধ কংগ্রেস । রাজ্যে প্রচারের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন । জারি হয়েছে 324 ধারা । কমিশন জানিয়ে দিয়েছে, আজ রাত 10টার পর আর প্রচার করা যাবে না । গতকাল এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল । আজ সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ।

রণদীপ বলেন, "অসাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । মডেল কোড অফ কন্ডাক্ট (আদর্শ আচরণবিধি) বদলে এখন হয়েছে মোদি কোড অফ মিসকন্ডাক্ট । বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ওরা । নির্বাচন কমিশন মোদি ও BJP-র জন্য উপহার তুলে দিল । নির্বাচন কমিশন তো এখন BJP হেড কোয়ার্টারের আদেশ পালন করছে । সংবিধান রক্ষার দায়িত্ব পালন করছে কোথায় ?" এর আগে মায়াবতীও সাংবাদিক বৈঠক করেন । তিনিও নির্বাচনের কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগেন । প্রশ্ন তোলেন, "সকালে কেন প্রচার বন্ধ হল না । আজ মোদির দুটি জনসভা আছে বলে ?"

গতকালই নিজেদের মত স্পষ্ট করে তৃণমূল । তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেন, ""কমিশনের সব সিদ্ধান্ত মোদি, অমিত শাহর নির্দেশেই নেওয়া হচ্ছে । কমিশন BJP-র মুখপাত্র হয়ে গেছে । বাংলা কিন্তু, এটা ভালো ভাবে নেয়নি ।"

দিল্লি, 16 মে : নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে যারপরনাই ক্ষুব্ধ কংগ্রেস । রাজ্যে প্রচারের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন । জারি হয়েছে 324 ধারা । কমিশন জানিয়ে দিয়েছে, আজ রাত 10টার পর আর প্রচার করা যাবে না । গতকাল এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল । আজ সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ।

রণদীপ বলেন, "অসাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । মডেল কোড অফ কন্ডাক্ট (আদর্শ আচরণবিধি) বদলে এখন হয়েছে মোদি কোড অফ মিসকন্ডাক্ট । বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ওরা । নির্বাচন কমিশন মোদি ও BJP-র জন্য উপহার তুলে দিল । নির্বাচন কমিশন তো এখন BJP হেড কোয়ার্টারের আদেশ পালন করছে । সংবিধান রক্ষার দায়িত্ব পালন করছে কোথায় ?" এর আগে মায়াবতীও সাংবাদিক বৈঠক করেন । তিনিও নির্বাচনের কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগেন । প্রশ্ন তোলেন, "সকালে কেন প্রচার বন্ধ হল না । আজ মোদির দুটি জনসভা আছে বলে ?"

গতকালই নিজেদের মত স্পষ্ট করে তৃণমূল । তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেন, ""কমিশনের সব সিদ্ধান্ত মোদি, অমিত শাহর নির্দেশেই নেওয়া হচ্ছে । কমিশন BJP-র মুখপাত্র হয়ে গেছে । বাংলা কিন্তু, এটা ভালো ভাবে নেয়নি ।"

Lahaul-Spiti (HP), May 16 (ANI): Electronic Voting Machines (EVM) were provided through air to the polling booths of Himachal Pradesh's Lahaul-Spiti. Air Force sent EVM machines through 2 helicopters. Lahaul-Spiti has 30 polling booths. Polling will be held in Himachal Pradesh in the last phase of LS polls.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.