ETV Bharat / bharat

দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন বিপিন রাওয়াত - দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত

প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সেনা বিষয়ক দপ্তর । যার প্রধান হচ্ছেন জেনেরাল বিপিন রাওয়াত । তিনি আগামীকাল সেনা প্রধানের পদ থেকে অবসর নেবেন । এরপর প্রতিরক্ষা মন্ত্রকের এই সেনা বিষয়ক দপ্তরের প্রধান হিসেবে তাঁর নাম ঘোষণা হয় ।

Bipin Rawat
বিপিন রাওয়াত
author img

By

Published : Dec 30, 2019, 7:28 PM IST

Updated : Dec 31, 2019, 1:23 AM IST

দিল্লি, 30 ডিসেম্বর : তিন বাহিনীর প্রধান হচ্ছেন জেনেরাল বিপিন রাওয়াত । আগামীকাল সেনা প্রধানের পদ থেকে অবসর নেওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সেনা বিষয়ক দপ্তরের প্রধান বা চিফ অফ ডিফেন্স স্টাফ পদে বসানো হতে চলেছে তাঁকে । তিনিই হচ্ছেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ।

দীর্ঘদিন ধরে চিফ অফ ডিফেন্স স্টাফ-এর দাবি উঠছিল দেশের সেনা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন মহল থেকে । কার্গিল যুদ্ধের পর দেশের তিন বাহিনীর পারদর্শিতা খতিয়ে দেখতে গঠিত কমিটি চিফ অফ ডিফেন্স স্টাফ পদটির সুপারিশ করে । কিছুদিন আগে বিষয়টি নিয়ে আলোচনা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় । তারপর গত 15 অগাস্ট পদটির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই পদে কে বসবেন তা নিয়ে এতদিন জল্পনা চলছিল । তবে বিভিন্নে সময়ে নাম উঠেছিল বিপিন রাওয়াতের । আজ তাঁর নাম ওই পদের জন্য ঘোষণা করা হয় । আগামীকাল অবসরের পর বুধবার এই নতুন পদে দায়িত্ব নেবেন তিনি ।

ভারতীয় সেনার তিন বিভাগেই সর্বোচ্চ পদাধিকারীর বয়সসীমা 62 । তবে চিফ অফ ডিফেন্স স্টাফ পদের ক্ষেত্রে ওই বয়সসীমা তিন বছর বাড়িয়ে 65 করা হয়েছে । অর্থাৎ ওই পদে বিপিন রাওয়াত থাকবেন আরও তিন বছর ।

2016 সালের 31 ডিসেম্বর জেনেরাল দলবীর সিং সোহাগের পর সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন বিপিন রাওয়াত । আগামীকাল তাঁর অবসরের পর দেশের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফ্টেনন্ট জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে ।

দিল্লি, 30 ডিসেম্বর : তিন বাহিনীর প্রধান হচ্ছেন জেনেরাল বিপিন রাওয়াত । আগামীকাল সেনা প্রধানের পদ থেকে অবসর নেওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সেনা বিষয়ক দপ্তরের প্রধান বা চিফ অফ ডিফেন্স স্টাফ পদে বসানো হতে চলেছে তাঁকে । তিনিই হচ্ছেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ।

দীর্ঘদিন ধরে চিফ অফ ডিফেন্স স্টাফ-এর দাবি উঠছিল দেশের সেনা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন মহল থেকে । কার্গিল যুদ্ধের পর দেশের তিন বাহিনীর পারদর্শিতা খতিয়ে দেখতে গঠিত কমিটি চিফ অফ ডিফেন্স স্টাফ পদটির সুপারিশ করে । কিছুদিন আগে বিষয়টি নিয়ে আলোচনা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় । তারপর গত 15 অগাস্ট পদটির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই পদে কে বসবেন তা নিয়ে এতদিন জল্পনা চলছিল । তবে বিভিন্নে সময়ে নাম উঠেছিল বিপিন রাওয়াতের । আজ তাঁর নাম ওই পদের জন্য ঘোষণা করা হয় । আগামীকাল অবসরের পর বুধবার এই নতুন পদে দায়িত্ব নেবেন তিনি ।

ভারতীয় সেনার তিন বিভাগেই সর্বোচ্চ পদাধিকারীর বয়সসীমা 62 । তবে চিফ অফ ডিফেন্স স্টাফ পদের ক্ষেত্রে ওই বয়সসীমা তিন বছর বাড়িয়ে 65 করা হয়েছে । অর্থাৎ ওই পদে বিপিন রাওয়াত থাকবেন আরও তিন বছর ।

2016 সালের 31 ডিসেম্বর জেনেরাল দলবীর সিং সোহাগের পর সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন বিপিন রাওয়াত । আগামীকাল তাঁর অবসরের পর দেশের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফ্টেনন্ট জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে ।

Nagpur (Maharashtra), Dec 30 (ANI): Indian Navy banned usage of smartphones and social media for personnel at naval bases and warships. It came after 7 naval personnel were caught leaking sensitive information to Pakistani Intelligence after being honey trapped. Speaking on it, defence expert Shivali Deshpande said, "Leaking out sensitive information of the forces is a very big offence and that is why the Indian Navy has banned the use of social media and smartphones for the naval personnel who are on boatships or warships and those who are also working elsewhere. It is a very good step taken by Indian Navy because what happens is that usually young officers have tendency of putting their photographs in uniform and making themselves vulnerable to the enemy and that is why the enemy, whosoever, track these people and then you have honey traps that you have heard of and plus the other ways used by the enemy use. They also seek secret documents. It is a very good step and I feel Army and Air Force strictly warn all their personnel not to use smartphones and social media. "
Last Updated : Dec 31, 2019, 1:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.