জয়পুর, 23 জুলাই : রাজ্যের সংকট ইতিমধ্যেই পৌঁছেগিয়েছে সুপ্রিম কোর্টে । রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হতে চলেছে বলে শীর্ষ আদালতেআবেদন করেছেন স্পিকার সি পি জোশী । এবার পরিস্থিতিতে চাপ আরও ধাপ বাড়িয়ে দিলেনরাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত । সরাসরি চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে । যেচিঠির ছত্রে ছত্রে রাজ্যের রাজনৈতিক অস্থিরতা এবং সরকার ফেলে দেওয়ার চক্রান্তেরঅভিযোগ । একই সঙ্গে রাজস্থানের কংগ্রেসি মুখ্যমন্ত্রীর সংশয়, রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কেপ্রধানমন্ত্রী কতটা সচেতন তা নিয়েও । একজন কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে সরকার ফেলারচক্রান্তে যুক্ত সে-কথাও তুলে ধরেছেন গেহলত । প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীয়মন্ত্রীর ফাঁস হওয়া অডিয়ো রেকর্ড নিয়েও অভিযোগ জানিয়েছেন তিনি । সরকার ফেলে দেওয়ারএই চক্রান্ত ইতিহাস ক্ষমা করবে না বলেও সতর্ক করেছেন গেহলত ।
ক্রমেইজটিল আকার নিচ্ছে রাজস্থানের রাজনৈতিক পরিস্থিতি । সচিন পাইলট বিদ্রোহ ঘোষণা করারপর থেকে রাজ্যে সংকট তীব্র হয়েছে । মুখ্যমন্ত্রী অশোক গেহলতের বিরুদ্ধে একাধিকঅভিযোগ আনার পরই তাঁকে উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় । এর পরই সচিন ওতাঁর অনুগামী মিলিয়ে মোট ১৯ জন বিধায়কের সদস্যপদ খারিজের দাবি জানিয়েছিল কংগ্রেস ।কংগ্রেসের অঙ্ক ছিল, সচিনদেরবিদ্রোহের সুযোগ নিয়ে BJP গেহলতসরকার ফেলার চেষ্টা করলেও বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ খারিজ হয়ে গেলে সে চেষ্টাসফল হবে না ।
200 আসনেররাজস্থান বিধানসভায় 19 জনেরবিধায়ক পদ চলে গেলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য 101 জনের বদলে 92 জনের সমর্থন হলেই চলবে । কিন্তু, সকল পরিকল্পনা ভেস্তে যায় বিষয়টি নিয়েহাইকোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় । ইতিমধ্যে বিধানসভার অধ্যক্ষ সাংবিধানিক সংকটেরআশঙ্কা করে সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন । পরিস্থিতির চাপ বাড়তে এবারপ্রধানমন্ত্রীকে গেহলত চিঠি দিলেন বলে মনে করা হচ্ছে । গেহলতের এই চিঠিকে রাজনৈতিকমহল এক প্রকার চ্যালেঞ্জ হিসেবেই দেখছে ।
চিঠিতেযেমন সচিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তেমনই গেরুয়া শিবিরের প্রতিও আঙুলতুলতে ছাড়েননি রাজস্থানের মুখ্যমন্ত্রী । অতীতের বিভিন্ন রাজ্যের উদাহরণ ( নাম নাকরে) টেনে বুঝিয়ে দিয়েছেন ঘোড়া কেনাবেচার কথাও । এবং বোঝাতে চেয়েছেন এই কাজে BJP কীভাবে যুক্ত । তাই সব শেষে কার্যতচ্যালেঞ্জের সুরে লিখেছেন, সত্য, ঐতিহ্য, সাংবিধানিক মূল্যবোধ জিতবে এবং সরকারসুশাসনের পথে মেয়াদ সম্পূর্ণ করবে ।