ETV Bharat / bharat

CAG পদে গিরিশচন্দ্র মুর্মু, শনিবার শপথ

author img

By

Published : Aug 7, 2020, 1:13 AM IST

Updated : Aug 7, 2020, 7:11 AM IST

গিরিশচন্দ্র মুর্মুকে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদে নিযোগ করা হল ৷ বুধবারই জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল পদে তিনি ইস্তফা দেন ৷ জম্মু-কাশ্মীরের নয়া উপ-রাজ্যপাল হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা ৷

gc murmu
গিরিশচন্দ্র মুর্মু

দিল্লি, 7 অগাস্ট : জম্মু-কাশ্মীরের সদ্য প্রাক্তন উপরাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মুকে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদে নিযোগ করা হল ৷ শনিবার রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ নেবেন ।

বুধবার জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল পদে ইস্তফা দেন গিরিশচন্দ্র মুর্মু ৷ ওইদিন তিনি রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দের কাছে পদত্যাগপত্র জমা দেন ৷ এরপর তাঁকে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদে নিযোগ করা হবে বলে জল্পনা শুরু হয় ৷ সেই জল্পনাই সত্যি হল ৷ জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল পদে তাঁর পদত্যাগের 2 দিনের মধ্যে তাঁকে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদে নিযোগ করা হল ৷ এই পদে কর্মরত রাজীব মেহঋষির মেয়াদকাল এই সপ্তাহে শেষ হচ্ছে । 8 অগাস্ট 65 বছর পূর্ণ হচ্ছে তাঁর । তাই তড়িঘড়ি তাঁর জায়গায় মুর্মুকে নিয়োগ করা হল ৷ অডিটর জেনেরাল সাংবিধানিক পদ হওয়ায় এই পদ খালি রাখা যায় না ৷

2019 সালে 5 অগাস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ 370 ধারা তুলে দেওয়া হয় ৷ 31 অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের প্রথম উপ-রাজ্যপাল হিসেবে গিরিশচন্দ্র মুর্মু শপথ নেন। 370 ধারা প্রত্যাহারের ঠিক একবছরের মাথায় বুধবার রাতে উপ-রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন প্রবীণ এই আমলা।

বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের নয়া উপ-রাজ্যপাল পদে প্রাক্তন মন্ত্রী মনোজ সিনহাকে নিয়োগ করা হয়েছে ৷ অন্যদিকে CAG পদে নিয়োগ করা হল গিরিশচন্দ্র মুর্মু'কে। 1985 সালে গুজরাত ক্যাডারের IAS মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত কাছের লোক হিসাবে পরিচিত ৷ গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় মোদির প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্ব সামলেছেন ৷

সাংবিধানিক পদমর্যদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদ ।

দিল্লি, 7 অগাস্ট : জম্মু-কাশ্মীরের সদ্য প্রাক্তন উপরাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মুকে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদে নিযোগ করা হল ৷ শনিবার রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ নেবেন ।

বুধবার জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল পদে ইস্তফা দেন গিরিশচন্দ্র মুর্মু ৷ ওইদিন তিনি রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দের কাছে পদত্যাগপত্র জমা দেন ৷ এরপর তাঁকে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদে নিযোগ করা হবে বলে জল্পনা শুরু হয় ৷ সেই জল্পনাই সত্যি হল ৷ জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল পদে তাঁর পদত্যাগের 2 দিনের মধ্যে তাঁকে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদে নিযোগ করা হল ৷ এই পদে কর্মরত রাজীব মেহঋষির মেয়াদকাল এই সপ্তাহে শেষ হচ্ছে । 8 অগাস্ট 65 বছর পূর্ণ হচ্ছে তাঁর । তাই তড়িঘড়ি তাঁর জায়গায় মুর্মুকে নিয়োগ করা হল ৷ অডিটর জেনেরাল সাংবিধানিক পদ হওয়ায় এই পদ খালি রাখা যায় না ৷

2019 সালে 5 অগাস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ 370 ধারা তুলে দেওয়া হয় ৷ 31 অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের প্রথম উপ-রাজ্যপাল হিসেবে গিরিশচন্দ্র মুর্মু শপথ নেন। 370 ধারা প্রত্যাহারের ঠিক একবছরের মাথায় বুধবার রাতে উপ-রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন প্রবীণ এই আমলা।

বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের নয়া উপ-রাজ্যপাল পদে প্রাক্তন মন্ত্রী মনোজ সিনহাকে নিয়োগ করা হয়েছে ৷ অন্যদিকে CAG পদে নিয়োগ করা হল গিরিশচন্দ্র মুর্মু'কে। 1985 সালে গুজরাত ক্যাডারের IAS মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত কাছের লোক হিসাবে পরিচিত ৷ গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় মোদির প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্ব সামলেছেন ৷

সাংবিধানিক পদমর্যদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদ ।

Last Updated : Aug 7, 2020, 7:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.