ETV Bharat / bharat

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে মিলবে ভরপেট খাবার, দেশের প্রথম গারবেজ ক্যাফে ছত্তিশগড়ে - food by depositing plastics

দেশের প্রথম গারবেজ ক্যাফে গড়ে উঠেছে ছত্তিশগড়ের অম্বিকাপুরে ৷ বর্জ্য প্লাস্টিক জমা দিলে মিলবে খাবার । খরচ হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 26, 2019, 9:02 PM IST

রায়পুর, 26 জুলাই : পেট খিদেয় চোঁ-চোঁ করছে ৷ পকেটও গড়ের মাঠ ৷ চিন্তা নেই ৷ রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য কাউন্টারে জমা দিন, পেয়ে যান খাবার ৷ দেশের প্রথম গারবেজ ক্যাফে গড়ে উঠেছে ছত্তিশগড়ের অম্বিকাপুরে ৷ পরের মাসেই খুলে যাবে এই ক্যাফে ৷ মাত্র ৫০০ গ্রাম বর্জ্য প্লাস্টিক জমা দিলে মিলবে জলখাবার । আর এক কেজি বর্জ্যর বদলে পাওয়া যাবে ভরপেট খাবার ।

কম্বোডিয়া, বেলজ়িয়ামে ইতিমধ্যে এই ধরনের ক্যাফে রয়েছে ৷ এই বিষয়ে, অম্বিকাপুরের মেয়র অজয় তিরকে জানান, সবাইকে স্বাগত এই ক্যাফেতে ৷ গৃহহীন, দরিদ্রদের বিনা পয়সায় খাওয়ানো হবে এই ক্যাফেতে ৷ নোংরা প্লাস্টিক জমা দেওয়ার বদলে দেওয়া হবে খাবার ৷ পেট ভরার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিচ্ছন্ন হয়ে উঠবে শহর । এই ভাবনা শহরবাসীকেও উৎসাহিত করবে ৷ এজন্য পৌরনিগমের তরফে সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করা হয়েছে । ক্যাফে চালানোর দায়িত্বে থাকবেন মহিলারা ৷

সরকারের এক সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন প্রায় 26,000 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়৷ অধিকাংশই রাস্তাঘাট, ড্রেন, ফাঁকা জায়গায় ফেলা হয় ৷ যা দিন দিন শহরগুলিকে আরও দূষিত ও বাসস্থানের অযোগ্য করে তুলছে ৷ স্বচ্ছতার মাপকাঠিতে অম্বিকাপুর পৌরনিগম দেশের দ্বিতীয় । আগেও এখানে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল । তবে তাতে তেমন কোনও লাভ হয়নি ৷ মেয়র জানাচ্ছেন, গারবেজ ক্যাফের পর মানুষের সচেতনতা আরও বৃদ্ধি পাবে৷

অজয় তিরকে বলেন, "আবর্জনা কুড়ানিরা আলাদাভাবে প্লাস্টিক বিক্রি করে উপার্জন করত ৷ এবার তারা প্লাস্টিক বর্জ্য সরকারকে দেবে ৷ পরিবর্তে খাবার পাবে ৷ এর মাধ্যমে সুন্দর হয়ে উঠবে শহর ৷" সংগৃহীত প্লাস্টিক বর্জ্যগুলিকে কর্পোরেশনের রি-সাইকেল প্ল্যান্টে পাঠানো হবে ৷ তারপর পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে ৷

রায়পুর, 26 জুলাই : পেট খিদেয় চোঁ-চোঁ করছে ৷ পকেটও গড়ের মাঠ ৷ চিন্তা নেই ৷ রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য কাউন্টারে জমা দিন, পেয়ে যান খাবার ৷ দেশের প্রথম গারবেজ ক্যাফে গড়ে উঠেছে ছত্তিশগড়ের অম্বিকাপুরে ৷ পরের মাসেই খুলে যাবে এই ক্যাফে ৷ মাত্র ৫০০ গ্রাম বর্জ্য প্লাস্টিক জমা দিলে মিলবে জলখাবার । আর এক কেজি বর্জ্যর বদলে পাওয়া যাবে ভরপেট খাবার ।

কম্বোডিয়া, বেলজ়িয়ামে ইতিমধ্যে এই ধরনের ক্যাফে রয়েছে ৷ এই বিষয়ে, অম্বিকাপুরের মেয়র অজয় তিরকে জানান, সবাইকে স্বাগত এই ক্যাফেতে ৷ গৃহহীন, দরিদ্রদের বিনা পয়সায় খাওয়ানো হবে এই ক্যাফেতে ৷ নোংরা প্লাস্টিক জমা দেওয়ার বদলে দেওয়া হবে খাবার ৷ পেট ভরার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিচ্ছন্ন হয়ে উঠবে শহর । এই ভাবনা শহরবাসীকেও উৎসাহিত করবে ৷ এজন্য পৌরনিগমের তরফে সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করা হয়েছে । ক্যাফে চালানোর দায়িত্বে থাকবেন মহিলারা ৷

সরকারের এক সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন প্রায় 26,000 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়৷ অধিকাংশই রাস্তাঘাট, ড্রেন, ফাঁকা জায়গায় ফেলা হয় ৷ যা দিন দিন শহরগুলিকে আরও দূষিত ও বাসস্থানের অযোগ্য করে তুলছে ৷ স্বচ্ছতার মাপকাঠিতে অম্বিকাপুর পৌরনিগম দেশের দ্বিতীয় । আগেও এখানে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল । তবে তাতে তেমন কোনও লাভ হয়নি ৷ মেয়র জানাচ্ছেন, গারবেজ ক্যাফের পর মানুষের সচেতনতা আরও বৃদ্ধি পাবে৷

অজয় তিরকে বলেন, "আবর্জনা কুড়ানিরা আলাদাভাবে প্লাস্টিক বিক্রি করে উপার্জন করত ৷ এবার তারা প্লাস্টিক বর্জ্য সরকারকে দেবে ৷ পরিবর্তে খাবার পাবে ৷ এর মাধ্যমে সুন্দর হয়ে উঠবে শহর ৷" সংগৃহীত প্লাস্টিক বর্জ্যগুলিকে কর্পোরেশনের রি-সাইকেল প্ল্যান্টে পাঠানো হবে ৷ তারপর পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে ৷

New Delhi, July 26 (ANI): Union Law Minister Ravi Shankar Prasad demanded suspension of Azam Khan in Lok Sabha over his 'inappropriate' comments on BJP MP Rama Devi, who was sitting in chair at that time. "Azam Khan should apologize or else he should be suspended from Lok Sabha, this is our demand," said Ravi Shankar Prasad in Lok Sabha.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.