ETV Bharat / bharat

উত্তরপ্রদেশ সরকার জল্লাদ, বিকাশকে খুন করা হয়েছে : অধীর

"বিকাশ দুবেকে হত্যা করা হয়েছে ৷ উত্তরপ্রদেশ সরকার জল্লাদের ভূমিকায় নেমে এসেছে ৷ নিজেরা ইচ্ছামতো গল্প বানাচ্ছে ৷ " টুইট অধীরের ৷

অধীররঞ্জন চৌধুরি
অধীররঞ্জন চৌধুরি
author img

By

Published : Jul 11, 2020, 12:13 AM IST

দিল্লি, 11 জুলাই : গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে ৷ এবার এই কুখ্যাত গ্যাংস্টারের ইনকাউন্টার নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ৷ তাঁর মতে, বিকাশ দুবেকে খুন করা হয়েছে ।

টুইটারে আজ তিনি লেখেন, "বিকাশ দুবেকে হত্যা করা হয়েছে ৷ রাজ্য সরকার জল্লাদের ভূমিকায় নেমে এসেছে ৷ নিজের ইচ্ছামতো গল্প বানাচ্ছে ৷ পাশাপাশি বিচার ব্যবস্থাকে অপ্রাসঙ্গিকভাবে উপস্থাপন করার ট্রেন্ড চালু হয়েছে ৷"

উত্তরপ্রদেশ পুলিশের দাবি, কানপুর টোলপ্লাজ়ার কাছে STF-র গাড়ি দুর্ঘটনার সুযোগে পুলিশের পিস্তল নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে । তাকে আত্মসমর্পনের কথা বললে পাত্তা না দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে । এরপরই পুলিশের পালটা গুলিতে গুরুতর জখম হয় সে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

  • Gangster #VikasDubey is killed, it sets an alarming precedent where state acts as an executioner by resorting to cock and bull story as per convenience, and also the trend suggests the judiciary may at wish be rendered irrelevant

    — Adhir Chowdhury (@adhirrcinc) July 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলিশের এই দাবি অবশ্য মানতে চাইছে না বিরোধী শিবির ৷ বিকাশ দুবের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে টুইটারে প্রিয়াঙ্কা গান্ধি লেখেন, "অপরাধীকে শেষ করা হল ৷ কিন্তু অপরাধ ও তার সাহায্যকারীদের কী হবে ?" অখিলেশ যাদবও টুইট করেন ৷ তাঁর কথায় , "আসলে এই গাড়ি উলটে যায়নি । এই গাড়ি না উলটে গেলে সরকার উলটে যেত ।"

বিকাশ দুবের এই এনকাউন্টার পূর্ব পরিকল্পিত । এমনই দাবি করতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক মহল । এদিকে ঘটনার জেরে ইতিমধ্যেই দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা ।

দিল্লি, 11 জুলাই : গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে ৷ এবার এই কুখ্যাত গ্যাংস্টারের ইনকাউন্টার নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ৷ তাঁর মতে, বিকাশ দুবেকে খুন করা হয়েছে ।

টুইটারে আজ তিনি লেখেন, "বিকাশ দুবেকে হত্যা করা হয়েছে ৷ রাজ্য সরকার জল্লাদের ভূমিকায় নেমে এসেছে ৷ নিজের ইচ্ছামতো গল্প বানাচ্ছে ৷ পাশাপাশি বিচার ব্যবস্থাকে অপ্রাসঙ্গিকভাবে উপস্থাপন করার ট্রেন্ড চালু হয়েছে ৷"

উত্তরপ্রদেশ পুলিশের দাবি, কানপুর টোলপ্লাজ়ার কাছে STF-র গাড়ি দুর্ঘটনার সুযোগে পুলিশের পিস্তল নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে । তাকে আত্মসমর্পনের কথা বললে পাত্তা না দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে । এরপরই পুলিশের পালটা গুলিতে গুরুতর জখম হয় সে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

  • Gangster #VikasDubey is killed, it sets an alarming precedent where state acts as an executioner by resorting to cock and bull story as per convenience, and also the trend suggests the judiciary may at wish be rendered irrelevant

    — Adhir Chowdhury (@adhirrcinc) July 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলিশের এই দাবি অবশ্য মানতে চাইছে না বিরোধী শিবির ৷ বিকাশ দুবের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে টুইটারে প্রিয়াঙ্কা গান্ধি লেখেন, "অপরাধীকে শেষ করা হল ৷ কিন্তু অপরাধ ও তার সাহায্যকারীদের কী হবে ?" অখিলেশ যাদবও টুইট করেন ৷ তাঁর কথায় , "আসলে এই গাড়ি উলটে যায়নি । এই গাড়ি না উলটে গেলে সরকার উলটে যেত ।"

বিকাশ দুবের এই এনকাউন্টার পূর্ব পরিকল্পিত । এমনই দাবি করতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক মহল । এদিকে ঘটনার জেরে ইতিমধ্যেই দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.