কানপুর, 10 জুলাই : টানটান নাটকের শেষ ৷ বৃহস্পতিবার গ্রেপ্তার ৷ শুক্রবার সকালে এনকাউন্টারে খতম উত্তরপ্রদেশের ডন বিকাশ দুবে ৷
গতকাল মধ্য়প্রদেশের মহাকাল মন্দির থেকে গ্রেপ্তার করা হয় বিকাশ দুবেকে ৷ এরপরেই তাকে কানপুর নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয় ৷ সেই মতোই STF-এর গাড়িতে কড়া নিরাপত্তায় রওনা দেয় পুলিশ ৷
পুলিশের দাবি, শুক্রবার ভোরে কানপুরের এক টোল প্লাজার কাছে দুর্ঘটনার কবলে পড়ে STF-এর গাড়িটি ৷ ঘটনায় গুরুতর জখম হয় বিকাশ দুবে সহ এক পুলিশকর্মী ৷ ঠিক তখনই আহত পুলিশ কর্মীর বন্দুক নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ ৷ তখনই তাকে আত্মসমর্পণের কথা বলে পুলিশ ৷
পুলিশের কথায় পাত্তা দিয়ে পালটা গুলি চালাতে শুরু করে বিকাশ ৷ প্রথমে নিজেদের বাঁচিয়ে পালটা জবাব দিতে শুরু করে পুলিশও ৷ তাতেই গুরুতর আহত হয় বিকাশ ৷ এরপরেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ৷ সেখানে চিকিৎসকেরা বিকাশ দুবেকে মৃত বলে ঘোষণা করে বলে খবর পুলিশ সূত্রে ৷ উত্তরপ্রদেশ পুলিশের দাবি, বিকাশের গুলিতে দুই-তিন জন পুলিশ কর্মীও আহত হয়েছেন ।