ETV Bharat / bharat

ওয়াকআউট কংগ্রেসের, রাজ্যসভায় পাশ SPG সংশোধনী বিল - Home Minister Amit Shah

নিরাপত্তা কোনও সামাজিক স্ট্যাটাস নয় ৷ তাহলে কেন বার বার SPG নিরাপত্তা চাওয়া হচ্ছে? আর শুধুমাত্র গান্ধি পরিবারের নিরাপত্তা নিয়েই কেন আলোচনা করা হচ্ছে? গান্ধি পরিবার সহ দেশের বাকি 130 কোটি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকারের ৷ SPG সংশোধনী বিল, 2019 প্রসঙ্গে রাজ্যসভায় এমনই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

SPG Amendment Bill 2019
কেন্দ্রীয় রাষ্ট্র মন্ত্রী অমিত শাহ
author img

By

Published : Dec 3, 2019, 5:48 PM IST

দিল্লি, 3 ডিসেম্বর : রাজ্যসভায় পাশ হল SPG সংশোধনী বিল, 2019 ৷ সংসদের শীতকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহে আজ রাজ্যসভায় SPG বিল নিয়ে বক্তব্য রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ SPG আইন সংক্রান্ত এটি পঞ্চম সংশোধনী ৷ নতুন সংশোধনী বিলের প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করল কংগ্রেস ৷

গান্ধি পরিবারের সঙ্গে SPG সংশোধনী বিল, 2019 এর কোনও যোগাযোগ নেই ৷ আজকের রাজ্যসভার অধিবেশন কক্ষ থেকে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ একইসঙ্গে পরিবারকে খোঁচা দিয়ে অমিত শাহ বলেন, SPG আইনের আগের চারটি সংশোধনী নিশ্চিত ভাবে কোনও একটি পরিবারের কথা মাথায় রেখেই আনা হয়েছিল ৷

কংগ্রেসের পাশাপাশি SPG সংশোধনী বিল, 2019 নিয়ে অধিবেশন কক্ষে সরব হয় বামেরাও ৷ রাজনৈতিক প্রতিহিংসা থেকেই নতুন এই সংশোধনী আনা হয়েছে ৷ এমনই অভিযোগ তোলে বামেরা ৷ এরই উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, " রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে কথা বলার কোনও অধিকার CPI(M)-এর নেই ৷ এই রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কেরালায় 120 জন BJP কর্মীকে খুন করা হয়েছে ৷ " একইসঙ্গে তিনি গান্ধি পরিবারকে আক্রমণ করে বলেন, মনমোহন সিং এবং অন্যান্য 'অ-গান্ধি' নেতাদের উপর থেকে যখন SPG নিরাপত্তা বলয় তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেসময়ে কোনও আলোচনা হয়নি ৷ SPG নিরাপত্তা বলয় শুধুমাত্র প্রধানমন্ত্রীর জন্যই ৷"

সংসদ সংক্রান্ত আরও খবর : রাজ্যসভায় পাশ হল সংশোধনী বিল, চিটফান্ডে বাড়ছে বিনিয়োগের ঊর্ধ্বসীমা

তিনি গান্ধি পরিবারকে নিশানায় আরও বলেন, " আমি বুঝতে পারছি না SPG নিয়ে কেন এরকম ঘোরের মধ্য থাকা হচ্ছে ৷ নিরাপত্তা কোনও সামাজিক স্ট্যাটাস নয় ৷ তাহলে কেন বার বার SPG নিরাপত্তা চাওয়া হচ্ছে? আর শুধুমাত্র গান্ধি পরিবারের নিরাপত্তা নিয়েই কেন আলোচনা করা হচ্ছে? গান্ধি পরিবার সহ দেশের বাকি 130 কোটি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকারের ৷"

দিল্লি, 3 ডিসেম্বর : রাজ্যসভায় পাশ হল SPG সংশোধনী বিল, 2019 ৷ সংসদের শীতকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহে আজ রাজ্যসভায় SPG বিল নিয়ে বক্তব্য রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ SPG আইন সংক্রান্ত এটি পঞ্চম সংশোধনী ৷ নতুন সংশোধনী বিলের প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করল কংগ্রেস ৷

গান্ধি পরিবারের সঙ্গে SPG সংশোধনী বিল, 2019 এর কোনও যোগাযোগ নেই ৷ আজকের রাজ্যসভার অধিবেশন কক্ষ থেকে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ একইসঙ্গে পরিবারকে খোঁচা দিয়ে অমিত শাহ বলেন, SPG আইনের আগের চারটি সংশোধনী নিশ্চিত ভাবে কোনও একটি পরিবারের কথা মাথায় রেখেই আনা হয়েছিল ৷

কংগ্রেসের পাশাপাশি SPG সংশোধনী বিল, 2019 নিয়ে অধিবেশন কক্ষে সরব হয় বামেরাও ৷ রাজনৈতিক প্রতিহিংসা থেকেই নতুন এই সংশোধনী আনা হয়েছে ৷ এমনই অভিযোগ তোলে বামেরা ৷ এরই উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, " রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে কথা বলার কোনও অধিকার CPI(M)-এর নেই ৷ এই রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কেরালায় 120 জন BJP কর্মীকে খুন করা হয়েছে ৷ " একইসঙ্গে তিনি গান্ধি পরিবারকে আক্রমণ করে বলেন, মনমোহন সিং এবং অন্যান্য 'অ-গান্ধি' নেতাদের উপর থেকে যখন SPG নিরাপত্তা বলয় তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেসময়ে কোনও আলোচনা হয়নি ৷ SPG নিরাপত্তা বলয় শুধুমাত্র প্রধানমন্ত্রীর জন্যই ৷"

সংসদ সংক্রান্ত আরও খবর : রাজ্যসভায় পাশ হল সংশোধনী বিল, চিটফান্ডে বাড়ছে বিনিয়োগের ঊর্ধ্বসীমা

তিনি গান্ধি পরিবারকে নিশানায় আরও বলেন, " আমি বুঝতে পারছি না SPG নিয়ে কেন এরকম ঘোরের মধ্য থাকা হচ্ছে ৷ নিরাপত্তা কোনও সামাজিক স্ট্যাটাস নয় ৷ তাহলে কেন বার বার SPG নিরাপত্তা চাওয়া হচ্ছে? আর শুধুমাত্র গান্ধি পরিবারের নিরাপত্তা নিয়েই কেন আলোচনা করা হচ্ছে? গান্ধি পরিবার সহ দেশের বাকি 130 কোটি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকারের ৷"

Khunti (Jharkhand), Dec 03 (ANI): While addressing a public rally in Jharkhand's Khunti, Prime Minister Narendra Modi on December 03 said, "Things that were deliberately kept stuck for a long time, and which people motivated by political interests tried to block, we tried to find solutions to these problems for the peace and social harmony in the country."

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.