ETV Bharat / bharat

মহাত্মার জন্মদিনে ETV ভারতের শ্রদ্ধার্ঘ্য, রিটুইট প্রধানমন্ত্রীর - jai hind

মহাত্মা গান্ধির 150তম জন্মবার্ষিকীতে  ETV ভারতের সেই ভিডিয়োটি রিটুইট করে মহাত্মাকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

মহাত্মার জন্মদিনে ETV ভারতের শ্রদ্ধার্ঘ্য, রিটুইট প্রধানমন্ত্রীর
author img

By

Published : Oct 2, 2019, 7:07 PM IST

Updated : Oct 2, 2019, 8:02 PM IST

দিল্লি, 2 অক্টোবর : মহাত্মা গান্ধির জন্মদিনে ETV ভারতের নিবেদন এবার রিটুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এ বছর সারা দেশে মহা সমারোহে পালিত হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধির সার্ধশতবর্ষ ৷ ETV ভারতও সামিল হয়েছে এই উদযাপনে ৷ গান্ধিজির প্রিয় ভজন 'বৈষ্ণব জন তো তেনে কহিয়ে, যে পীর পরায়ি জানে রে, পর দুখে উপকার করে তো ইয়ে, মান অভিমান না আনে রে' ৷ এই প্রিয় ভজনের মাধ্যমেই সারা দেশকে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছিল ETV ভারতও ৷ মহাত্মা গান্ধির 150তম জন্মবার্ষিকীতে ETV ভারতের সেই ভিডিয়োটি রিটুইট করে মহাত্মাকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • पूज्य बापू के प्रिय भजनों की शानदार प्रस्तुति के लिए @Eenadu_Hindi आपका हार्दिक अभिनंदन। महात्मा गांधी के सपनों के अनुरूप स्वच्छ भारत अभियान में जागरूकता फैलाने में मीडिया जगत का बहुमूल्य योगदान रहा है। अब बारी देश को सिंगल यूज प्लास्टिक से मुक्त करने की है। https://t.co/FDSxDnbe1N

    — Narendra Modi (@narendramodi) October 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকালেও মহাত্মার জন্মদিনে টুইটে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ৷ আপামর ভারতবাসীর মধ্যে যে মেলবন্ধন, দেশের প্রতি যে ভালোবাসা, পাশের মানুষের প্রতি যে অনুভূতি, 'বৈষ্ণব জন তো' ভজনটিতে ধরা পড়েছে সেই আবেগ ৷ আর সেই আবেগ একসুরে বেঁধেছেন দেশের নানা প্রান্তের প্রথিতযশা শিল্পীরা ৷ ETV ভারতের বিশেষ এই উদ্যোগে সামিল হয়ে সারা দেশের শিল্পীরা শ্রদ্ধা জানিয়েছেন মহাত্মাকে ৷ শিল্পীদের সেই ভিডিয়ো রিটুইট করে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ৷

ETV ভারতকে শুভেচ্ছা জানিয়ে সারা দেশে 'সিঙ্গল ইউজ' প্লাস্টিকের ব্যবহারে নিষেধের কথাও মনে করিয়ে দিয়েছেন মোদি ৷ মহাত্মা গান্ধির স্বপ্ন অনুযায়ী 'স্বচ্ছ ভারত অভিযান' -এর কথাও টুইটে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷

দিল্লি, 2 অক্টোবর : মহাত্মা গান্ধির জন্মদিনে ETV ভারতের নিবেদন এবার রিটুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এ বছর সারা দেশে মহা সমারোহে পালিত হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধির সার্ধশতবর্ষ ৷ ETV ভারতও সামিল হয়েছে এই উদযাপনে ৷ গান্ধিজির প্রিয় ভজন 'বৈষ্ণব জন তো তেনে কহিয়ে, যে পীর পরায়ি জানে রে, পর দুখে উপকার করে তো ইয়ে, মান অভিমান না আনে রে' ৷ এই প্রিয় ভজনের মাধ্যমেই সারা দেশকে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছিল ETV ভারতও ৷ মহাত্মা গান্ধির 150তম জন্মবার্ষিকীতে ETV ভারতের সেই ভিডিয়োটি রিটুইট করে মহাত্মাকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • पूज्य बापू के प्रिय भजनों की शानदार प्रस्तुति के लिए @Eenadu_Hindi आपका हार्दिक अभिनंदन। महात्मा गांधी के सपनों के अनुरूप स्वच्छ भारत अभियान में जागरूकता फैलाने में मीडिया जगत का बहुमूल्य योगदान रहा है। अब बारी देश को सिंगल यूज प्लास्टिक से मुक्त करने की है। https://t.co/FDSxDnbe1N

    — Narendra Modi (@narendramodi) October 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকালেও মহাত্মার জন্মদিনে টুইটে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ৷ আপামর ভারতবাসীর মধ্যে যে মেলবন্ধন, দেশের প্রতি যে ভালোবাসা, পাশের মানুষের প্রতি যে অনুভূতি, 'বৈষ্ণব জন তো' ভজনটিতে ধরা পড়েছে সেই আবেগ ৷ আর সেই আবেগ একসুরে বেঁধেছেন দেশের নানা প্রান্তের প্রথিতযশা শিল্পীরা ৷ ETV ভারতের বিশেষ এই উদ্যোগে সামিল হয়ে সারা দেশের শিল্পীরা শ্রদ্ধা জানিয়েছেন মহাত্মাকে ৷ শিল্পীদের সেই ভিডিয়ো রিটুইট করে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ৷

ETV ভারতকে শুভেচ্ছা জানিয়ে সারা দেশে 'সিঙ্গল ইউজ' প্লাস্টিকের ব্যবহারে নিষেধের কথাও মনে করিয়ে দিয়েছেন মোদি ৷ মহাত্মা গান্ধির স্বপ্ন অনুযায়ী 'স্বচ্ছ ভারত অভিযান' -এর কথাও টুইটে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷

New Delhi, Oct 02 (ANI): On the occasion of Mahatma Gandhi's 150th birth anniversary, a massive cleanliness drive was conducted in Delhi's Wazirabad area on October 02. 'Swachhata Abhiyaan' took place at Ramghat in Wazirabad under the 'Namami Gange Project'. 'Swachhata Hi Seva' movement for cleanliness was organised from September 11 to October 2. This year the campaign focused on plastic waste management, given the detrimental effect of uncollected plastic waste on human beings, animals and the environment at large. From October 3 to October 27, the collected plastic waste will then be effectively recycled and disposed. While speaking to ANI, Director General of the National Mission for Clean Ganga Rajiv Ranjan Mishra said, "Today is the last day of our 'Swachhta Hi Seva' campaign. We are cleaning around seven 'ghats' in the national capital under this programme." "Several college students are participating in this cleanliness drive along with us," he added.
Last Updated : Oct 2, 2019, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.