ETV Bharat / bharat

তৈরি কৈলাশ মানসরোবর হাইওয়ে, নির্মাণ সংস্থার প্রশংসায় নীতিন গড়করি

আগে মানসরোবর যাত্রার পথ ছিল দুর্গম । জীবনের ঝুঁকি নিয়ে সিকিম বা নেপালের পথ দিয়ে যাত্রা করতে হত । এখন এই নতুন রাস্তা তৈরি হওয়ায় পুণ্যার্থীদের যাত্রা অনেকটাই সহজ হবে ।

author img

By

Published : May 10, 2020, 1:23 AM IST

ছবি
ছবি

দিল্লি, 9 মে : লিপুলেখ পাস থেকে সড়ক পথে জুড়ল কৈলাশ মানসরোবর । গতকাল যার উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । উদ্বোধনের পরই এই রাস্তা তৈরির জন্য নির্মাণকারী সংস্থা বর্ডার রোডস অর্গানাইজ়েশন (BRO)-এর প্রশংসা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি ।

নবনির্মিত 80 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তাটি উত্তরাখণ্ডের চিনের সীমান্ত ধরে ধরচুলার সঙ্গে 17,000 ফুট উচ্চতায় লিপুলেখ পাসকে সংযুক্ত করে । এর আগে মানসরোবর যাত্রার পথ ছিল দুর্গম । জীবনের ঝুঁকি নিয়ে সিকিম বা নেপালের পথ দিয়ে যাত্রা করতে হত । সময় লাগত প্রায় দুই থেকে তিন সপ্তাহ । এখন এই নতুন রাস্তা তৈরি হওয়ায় পুণ্যার্থীদের যাত্রা অনেকটাই সহজ হবে । পাশাপাশি যাত্রার সময়কালও কমবে । লিপুলেখ রুটের উচ্চতা ভূখণ্ড থেকে প্রায় 90 কিলোমিটার । এই পাহাড়ি রাস্তায় যাত্রা করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়ছিলেন প্রবীণ ও বৃদ্ধ যাত্রীরা । তাঁদের ক্ষেত্রে এখন এই যাত্রা অনেকটাই সহজ হবে । যানবাহনের মাধ্যমেই পৌঁছানো যাবে গন্তব্যে । গতকাল এই রাস্তাটির উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । পিথোরাগড় থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যানবাহনের প্রথম কনভয়ের পতাকা উত্তোলন করেন তিনি ।

এবিষয়ে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি বলেন, "17,060 ফুট উচ্চতায় অবস্থিত উত্তরাখণ্ডের লিপুলেখ পাসে কৈলাশ মানসরোবরের রুটকে সফলভাবে সংযুক্ত করার জন্য বর্ডার রোডস অর্গানাইজ়েশনকে অভিনন্দন জানাই । এই প্রথমাবার সীমান্তের গ্রামগুলি রাস্তার মাধ্যমে সংযুক্ত হয়েছে । মানসরোবরের যাত্রীদের আর 90 কিলোমিটার দুর্গম পথ পেরিয়ে যাত্রা করতে হবে না । চিনের সীমান্ত ধরে যানবাহনের সাহায্যেই যেতে পারবেন তাঁরা ।"

তিনি আরও বলেন, "দারচুলা - লিপুলেখ সড়কটি পিথোরাগড়-তাওয়াঘাট-ঘাটিয়াবাগড় সড়কের সম্প্রসারণ । এটি ঘাটিয়াবাগড় থেকে শুরু হয়ে কৈলাশ মানসরোবর প্রবেশের মধ্য দিয়ে লিপুলেখ পাসে শেষ হয়েছে । 80 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির উচ্চতা 6,000 ফুট থেকে 17,060 ফুট পর্যন্ত বিস্তৃত ।"

জানা গেছে, রাস্তাটির নির্মাণ কাজ একাধিক সমস্যার জেরে বারবার ব্যাহত হয়েছিল । নিয়মিত তুষারপাত, ভয়ঙ্কর ঠান্ডার জেরে কাজের সময়কালও কমাতে হয় । জুন থেকে অক্টোবরের মধ্যে কৈলাশ মানসরোবর যাত্রা চলে । পাশাপাশি স্থানীয়দের নিত্য যাতায়াত, ব্যবসায়িক লেনদেনের জেরেও নির্মাণের দৈনিক সময় কমাতে হয় । গত দু'বছরে সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও একযোগে কাজ করেছে BRO । শেষমেশ এই 80 কিমি রাস্তা তৈরি করতে সক্ষম হল তারা ।

দিল্লি, 9 মে : লিপুলেখ পাস থেকে সড়ক পথে জুড়ল কৈলাশ মানসরোবর । গতকাল যার উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । উদ্বোধনের পরই এই রাস্তা তৈরির জন্য নির্মাণকারী সংস্থা বর্ডার রোডস অর্গানাইজ়েশন (BRO)-এর প্রশংসা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি ।

নবনির্মিত 80 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তাটি উত্তরাখণ্ডের চিনের সীমান্ত ধরে ধরচুলার সঙ্গে 17,000 ফুট উচ্চতায় লিপুলেখ পাসকে সংযুক্ত করে । এর আগে মানসরোবর যাত্রার পথ ছিল দুর্গম । জীবনের ঝুঁকি নিয়ে সিকিম বা নেপালের পথ দিয়ে যাত্রা করতে হত । সময় লাগত প্রায় দুই থেকে তিন সপ্তাহ । এখন এই নতুন রাস্তা তৈরি হওয়ায় পুণ্যার্থীদের যাত্রা অনেকটাই সহজ হবে । পাশাপাশি যাত্রার সময়কালও কমবে । লিপুলেখ রুটের উচ্চতা ভূখণ্ড থেকে প্রায় 90 কিলোমিটার । এই পাহাড়ি রাস্তায় যাত্রা করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়ছিলেন প্রবীণ ও বৃদ্ধ যাত্রীরা । তাঁদের ক্ষেত্রে এখন এই যাত্রা অনেকটাই সহজ হবে । যানবাহনের মাধ্যমেই পৌঁছানো যাবে গন্তব্যে । গতকাল এই রাস্তাটির উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । পিথোরাগড় থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যানবাহনের প্রথম কনভয়ের পতাকা উত্তোলন করেন তিনি ।

এবিষয়ে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি বলেন, "17,060 ফুট উচ্চতায় অবস্থিত উত্তরাখণ্ডের লিপুলেখ পাসে কৈলাশ মানসরোবরের রুটকে সফলভাবে সংযুক্ত করার জন্য বর্ডার রোডস অর্গানাইজ়েশনকে অভিনন্দন জানাই । এই প্রথমাবার সীমান্তের গ্রামগুলি রাস্তার মাধ্যমে সংযুক্ত হয়েছে । মানসরোবরের যাত্রীদের আর 90 কিলোমিটার দুর্গম পথ পেরিয়ে যাত্রা করতে হবে না । চিনের সীমান্ত ধরে যানবাহনের সাহায্যেই যেতে পারবেন তাঁরা ।"

তিনি আরও বলেন, "দারচুলা - লিপুলেখ সড়কটি পিথোরাগড়-তাওয়াঘাট-ঘাটিয়াবাগড় সড়কের সম্প্রসারণ । এটি ঘাটিয়াবাগড় থেকে শুরু হয়ে কৈলাশ মানসরোবর প্রবেশের মধ্য দিয়ে লিপুলেখ পাসে শেষ হয়েছে । 80 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির উচ্চতা 6,000 ফুট থেকে 17,060 ফুট পর্যন্ত বিস্তৃত ।"

জানা গেছে, রাস্তাটির নির্মাণ কাজ একাধিক সমস্যার জেরে বারবার ব্যাহত হয়েছিল । নিয়মিত তুষারপাত, ভয়ঙ্কর ঠান্ডার জেরে কাজের সময়কালও কমাতে হয় । জুন থেকে অক্টোবরের মধ্যে কৈলাশ মানসরোবর যাত্রা চলে । পাশাপাশি স্থানীয়দের নিত্য যাতায়াত, ব্যবসায়িক লেনদেনের জেরেও নির্মাণের দৈনিক সময় কমাতে হয় । গত দু'বছরে সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও একযোগে কাজ করেছে BRO । শেষমেশ এই 80 কিমি রাস্তা তৈরি করতে সক্ষম হল তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.