ETV Bharat / bharat

বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে 5 ট্রিলিয়ন ডলারের প্রতিশ্রুতি G20-র - corona affects economy

কোরোনার থাবায় ধুঁকছে অর্থনীতি । এবার বিশ্ব অর্থনীতির হাল ফেরাতে 5 ট্রিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিল G20-র সদস্য দেশগুলি ।

modi
ছবি
author img

By

Published : Mar 26, 2020, 10:23 PM IST

দিল্লি, 26 মার্চ : কোরোনার প্রভাবে সংকটজনক অবস্থায় অর্থনীতি । ইতিমধ্যেই ধস নেমেছে শেয়ার বাজারে । এবার বিশ্ব অর্থনীতির হাল ফেরাতে 5 ট্রিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিল G20-র সদস্য দেশগুলি । সূত্রে খবর, এই টাকায় একটি যথাযথ পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্কারের দাবি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

বিশ্বে এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছে G20-র সদস্য দেশগুলি । আজ একটি জরুরিভিত্তিক অনলাইন সামিটের পর এক বিবৃতি জারি করে G20-র তরফে জানানো হয়, "বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে আমরা ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। তাই বিশ্বজুড়ে এই লড়াইয়ে একটি স্বচ্ছ, শক্তিশালী, সমন্বিত, বৃহত্তর ও বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ করার আহ্বান জানানো হচ্ছে । "

২০ টি শিল্পোন্নত দেশগুলির এই সংগঠনের তরফে আরও জানানো হয়, এই মারণ ভাইরাস সামাজিক, অর্থনৈতিক ও আর্থিকক্ষেত্রে যে প্রভাব ফেলেছে তার মোকাবিলায় 5 ট্রিলিয়ন ডলার দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে । এর জেরে পুনরায় বিশ্ব অর্থনীতির হাল ফিরবে । পাশাপাশি চাকরির সুরক্ষা এবং অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারের জন্য একটি শক্তিশালী ভিত তৈরি হবে ।

গরিব দেশগুলি, যাদের বিশ্ববাজারে কোনওরকম যোগসূত্র নেই এবং যাদের পর্যাপ্ত স্বাস্থ্য় পরিষেবা নেই তাদেরকে সাহায্য করার জন্য G20-র সদস্য দেশগুলিকে আবেদন জানিয়েছে বিশ্বব্যাঙ্ক ও IMF (ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড) । G20-তরফে জানানো হয়েছে,উন্নয়নশীল দেশগুলির পাশে দাঁড়াতে IMF, WHO ও আঞ্চলিক ব্যাঙ্কগুলির সঙ্গে তৎপরতার সঙ্গে কাজ করবে সদস্য দেশগুলি। কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্য ব্যবস্থা মজবুত করা, চিকিৎসার সরঞ্জাম-ওষুধপত্রের সরবরাহ ও উৎপাদন ক্ষমতা বাড়়ানো সহ একাধিক পদক্ষেপে দায়বদ্ধতার সঙ্গে কাজ করবেন সদস্য দেশের নেতারা ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, "ভবিষ্যত সুরক্ষার জন্য বিশ্ব, জাতীয় ও আঞ্চলিক স্তরে সংক্রমণ প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে সদস্য দেশগুলি । "

দিল্লি, 26 মার্চ : কোরোনার প্রভাবে সংকটজনক অবস্থায় অর্থনীতি । ইতিমধ্যেই ধস নেমেছে শেয়ার বাজারে । এবার বিশ্ব অর্থনীতির হাল ফেরাতে 5 ট্রিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিল G20-র সদস্য দেশগুলি । সূত্রে খবর, এই টাকায় একটি যথাযথ পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্কারের দাবি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

বিশ্বে এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছে G20-র সদস্য দেশগুলি । আজ একটি জরুরিভিত্তিক অনলাইন সামিটের পর এক বিবৃতি জারি করে G20-র তরফে জানানো হয়, "বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে আমরা ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। তাই বিশ্বজুড়ে এই লড়াইয়ে একটি স্বচ্ছ, শক্তিশালী, সমন্বিত, বৃহত্তর ও বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ করার আহ্বান জানানো হচ্ছে । "

২০ টি শিল্পোন্নত দেশগুলির এই সংগঠনের তরফে আরও জানানো হয়, এই মারণ ভাইরাস সামাজিক, অর্থনৈতিক ও আর্থিকক্ষেত্রে যে প্রভাব ফেলেছে তার মোকাবিলায় 5 ট্রিলিয়ন ডলার দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে । এর জেরে পুনরায় বিশ্ব অর্থনীতির হাল ফিরবে । পাশাপাশি চাকরির সুরক্ষা এবং অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারের জন্য একটি শক্তিশালী ভিত তৈরি হবে ।

গরিব দেশগুলি, যাদের বিশ্ববাজারে কোনওরকম যোগসূত্র নেই এবং যাদের পর্যাপ্ত স্বাস্থ্য় পরিষেবা নেই তাদেরকে সাহায্য করার জন্য G20-র সদস্য দেশগুলিকে আবেদন জানিয়েছে বিশ্বব্যাঙ্ক ও IMF (ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড) । G20-তরফে জানানো হয়েছে,উন্নয়নশীল দেশগুলির পাশে দাঁড়াতে IMF, WHO ও আঞ্চলিক ব্যাঙ্কগুলির সঙ্গে তৎপরতার সঙ্গে কাজ করবে সদস্য দেশগুলি। কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্য ব্যবস্থা মজবুত করা, চিকিৎসার সরঞ্জাম-ওষুধপত্রের সরবরাহ ও উৎপাদন ক্ষমতা বাড়়ানো সহ একাধিক পদক্ষেপে দায়বদ্ধতার সঙ্গে কাজ করবেন সদস্য দেশের নেতারা ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, "ভবিষ্যত সুরক্ষার জন্য বিশ্ব, জাতীয় ও আঞ্চলিক স্তরে সংক্রমণ প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে সদস্য দেশগুলি । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.