ETV Bharat / bharat

শ্রী জগন্নাথকে সুস্থ করতে ব্যবহার হয়েছিল ফুলারি তেল

শ্রী জগন্নাথ যখন সুস্থ হয়ে ওঠেন, তখন ভক্তরা মিলে নেত্রোৎসব বা নবযৌবন দর্শন উৎসব পালন করেন ।

শ্রী জগন্নাথ
শ্রী জগন্নাথ
author img

By

Published : Jun 12, 2020, 7:53 PM IST

পুরী, 12 জুন : কথিত আছে, ভক্তদের মনের কথা চট করে বুঝে ফেলেন শ্রী জগন্নাথ । একবার শ্রী জগন্নাথ মন্দির চত্বরে 108 ঘরা সুগন্ধি জলে স্নান করে ভক্তদের সামনে হাতির বেশে এসে উপস্থিত হয়েছিলেন । কিন্তু ওই 108 ঘরা সুগন্ধি জল দিয়ে স্নান করায় ধুম জ্বর আসে শ্রী জগন্নাথের । প্রচণ্ড অসুস্থ । সারা গায়ে ব্যথা । এই সময় তাঁকে নিয়ে যাওয়া হয় জগমোহনের এক নির্জন কক্ষে, যে ঘর আনাসারা ঘর নামে বেশি পরিচিত । সেখানে তাঁর পরিচর্যা শুরু করেন পরিচারকরা । টানা 14 দিন ধরে চলে তাঁর পরিচর্যা ।

ওড়িশার ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ মাসে তিনি ওই পূণ্যস্নান করেছিলেন । এরপর আষাঢ় মাসে অমাবস্যার প্রথম দিন থেকে শুরু করে 15 দিনের জন্য তিনি সকলের অন্তরালে চলে যান । জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার প্রথম দিন থেকে শুরু করে পনেরো দিন ওই নির্জন ঘরেই ছিল শ্রী জগন্নাথের বাস । শেষে শ্রী জগন্নাথ যখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, তখন ভক্তরা মিলে নেত্রোৎসব পালন করেন । এইসময়ে শ্রী জগন্নাথ, শ্রী বলরাম, তাঁদের ভগিনী সুভদ্রা মাতা ও শ্রী সুদর্শনের দর্শন নিষিদ্ধ থাকে । এই দর্শন নিষিদ্ধ থাকাকালীন সময়ে শ্রী জগন্নাথ ও তাঁর দশ অবতারের ছবি সিংহাসনে (রত্ন সিংহাসন) অধিষ্ঠিত থাকে ।

কথিত আছে, যখন শ্রী জগন্নাথ অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তাঁকে সুস্থ করে তুলতে দশ ধরনের মূল ব্যবহার করা হয়েছিল । খেয়েছিলেন শুধুমাত্র কিছু ফল, কিছু ঔষধি মূল ও কিছু ঔষধি তরল । পুরীর জগন্নাথ ধামের প্রসিদ্ধ মহাপ্রসাদও তিনি এইসময়ে গ্রহণ করেননি বলে ভক্তদের বিশ্বাস । পরিচর্যার সময়ে শ্রী জগন্নাথের শরীরে চন্দনকাঠ, চক, ঔষধি ব্যবহার করা হয়েছিল । এছাড়া বেশ কিছু গোপন রীতিও পালন করা হয় এইসময়ে । তাঁর গায়ে ব্যথার উপশমের জন্য ফুলারি তেলের ব্যবহার করা হয়েছিল । এরপর যখন তিনি সুস্থ হয়ে আবার ভক্তদের সামনে আসেন, তখন ভক্তরা নেত্রোৎসব বা নবযৌবন দর্শন উৎসব পালন করেন ।

যে গোপন ঘরে শ্রী জগন্নাথের পরিচারকরা তাঁকে সুস্থ করে তুলেছিলেন, সেই ঘরটি কালাহাট দ্বার ও একেবারে অভ্যন্তরের কাঠের বেষ্টনীর মধ্যে অবস্থিত । শ্রী জগন্নাথকে সুস্থ করে তোলার সময়ে যে পরিচারকরা ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন পতি মহাপাত্র । কথিত আছে, এইসময়ে ব্রক্ষ্মগিরির শ্রী আলরনাথের দর্শন করলে পূণ্যলাভ হয় । ভক্তদের বিশ্বাস, এইসময়ে শ্রী আলরনাথের দর্শন করে তারপর শ্রী জগন্নাথের দর্শন করলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় ।

পুরী, 12 জুন : কথিত আছে, ভক্তদের মনের কথা চট করে বুঝে ফেলেন শ্রী জগন্নাথ । একবার শ্রী জগন্নাথ মন্দির চত্বরে 108 ঘরা সুগন্ধি জলে স্নান করে ভক্তদের সামনে হাতির বেশে এসে উপস্থিত হয়েছিলেন । কিন্তু ওই 108 ঘরা সুগন্ধি জল দিয়ে স্নান করায় ধুম জ্বর আসে শ্রী জগন্নাথের । প্রচণ্ড অসুস্থ । সারা গায়ে ব্যথা । এই সময় তাঁকে নিয়ে যাওয়া হয় জগমোহনের এক নির্জন কক্ষে, যে ঘর আনাসারা ঘর নামে বেশি পরিচিত । সেখানে তাঁর পরিচর্যা শুরু করেন পরিচারকরা । টানা 14 দিন ধরে চলে তাঁর পরিচর্যা ।

ওড়িশার ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ মাসে তিনি ওই পূণ্যস্নান করেছিলেন । এরপর আষাঢ় মাসে অমাবস্যার প্রথম দিন থেকে শুরু করে 15 দিনের জন্য তিনি সকলের অন্তরালে চলে যান । জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার প্রথম দিন থেকে শুরু করে পনেরো দিন ওই নির্জন ঘরেই ছিল শ্রী জগন্নাথের বাস । শেষে শ্রী জগন্নাথ যখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, তখন ভক্তরা মিলে নেত্রোৎসব পালন করেন । এইসময়ে শ্রী জগন্নাথ, শ্রী বলরাম, তাঁদের ভগিনী সুভদ্রা মাতা ও শ্রী সুদর্শনের দর্শন নিষিদ্ধ থাকে । এই দর্শন নিষিদ্ধ থাকাকালীন সময়ে শ্রী জগন্নাথ ও তাঁর দশ অবতারের ছবি সিংহাসনে (রত্ন সিংহাসন) অধিষ্ঠিত থাকে ।

কথিত আছে, যখন শ্রী জগন্নাথ অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তাঁকে সুস্থ করে তুলতে দশ ধরনের মূল ব্যবহার করা হয়েছিল । খেয়েছিলেন শুধুমাত্র কিছু ফল, কিছু ঔষধি মূল ও কিছু ঔষধি তরল । পুরীর জগন্নাথ ধামের প্রসিদ্ধ মহাপ্রসাদও তিনি এইসময়ে গ্রহণ করেননি বলে ভক্তদের বিশ্বাস । পরিচর্যার সময়ে শ্রী জগন্নাথের শরীরে চন্দনকাঠ, চক, ঔষধি ব্যবহার করা হয়েছিল । এছাড়া বেশ কিছু গোপন রীতিও পালন করা হয় এইসময়ে । তাঁর গায়ে ব্যথার উপশমের জন্য ফুলারি তেলের ব্যবহার করা হয়েছিল । এরপর যখন তিনি সুস্থ হয়ে আবার ভক্তদের সামনে আসেন, তখন ভক্তরা নেত্রোৎসব বা নবযৌবন দর্শন উৎসব পালন করেন ।

যে গোপন ঘরে শ্রী জগন্নাথের পরিচারকরা তাঁকে সুস্থ করে তুলেছিলেন, সেই ঘরটি কালাহাট দ্বার ও একেবারে অভ্যন্তরের কাঠের বেষ্টনীর মধ্যে অবস্থিত । শ্রী জগন্নাথকে সুস্থ করে তোলার সময়ে যে পরিচারকরা ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন পতি মহাপাত্র । কথিত আছে, এইসময়ে ব্রক্ষ্মগিরির শ্রী আলরনাথের দর্শন করলে পূণ্যলাভ হয় । ভক্তদের বিশ্বাস, এইসময়ে শ্রী আলরনাথের দর্শন করে তারপর শ্রী জগন্নাথের দর্শন করলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.