ETV Bharat / bharat

প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি, বিশ্ব উষ্ণায়ন রোধে নতুন দিশা - plastic waste

পরিবেশ বাঁচাতে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরযোগ্যতা কমানোর ও বিকল্প জ্বালানি নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে । কারণ পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির সঞ্চয় ক্রমশ ফুরিয়ে আসছে । এক্ষেত্রে পথ দেখাচ্ছে পুনে পৌরনিগম ।

Fuel extraction from plastic
প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি
author img

By

Published : Dec 23, 2019, 8:03 AM IST

Updated : Dec 23, 2019, 8:25 AM IST

পুনে, 23 ডিসেম্বর : পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির সঞ্চয় ক্রমশ ফুরিয়ে আসছে । এই জ্বালানির ব্যবহার বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণও বটে । তাই পরিবেশ বাঁচাতে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরযোগ্যতা কমানোর ও বিকল্প জ্বালানি নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে । এক্ষেত্রে পথ দেখাচ্ছে পুনে পৌরনিগম । সেখানে প্লাস্টিকের বর্জ্য থেকে তৈরি হচ্ছে জ্বালানি ।

পুনে পৌরনিগমের উদ্যোগে ইতিমধ্যেই কয়েকটি জ্বালানি উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছে । কয়েকটি কেন্দ্র কাজও শুরু করে দিয়েছে। তবে,শুধুমাত্র প্লাস্টিক থেকে জ্বালানি তৈরি করছে না এই কেন্দ্রগুলি । প্লাস্টিকের অবশিষ্টাংশ (টার) রাস্তা তৈরি ও অন্যান্য কাজেও ব্যবহার করা হচ্ছে । পুনের জেঠুরি ও নারায়নপেটে দুটি কেন্দ্র রয়েছে । প্রতিদিন নানা ওয়ার্ড থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে জমা করা হয় এই কেন্দ্রগুলিতে। সেখানেই বর্জ্য থেকে জ্বালানি তৈরি হয় ।

প্লাস্টিক উৎপাদন কেন্দ্র থেকে উৎপন্ন জ্বালানি কেরোসিনের স্টোভ, জেনারেটর ও বয়লারে ব্যবহার করা যেতে পারে । এক্ষেত্রে প্রায় 10 কেজি PF প্লাস্টিক থেকে 6 লিটার জ্বালানি তৈরি সম্ভব । এই জ্বালানি উৎপাদন কেন্দ্রের কয়েকটি সুবিধা হল, ছোটো জায়গার মধ্যে এগুলি তৈরি করা যেতে পারে । আর জ্বালানি তৈরির অবশিষ্টাংশও রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা হয় । তাই বিশ্ব উষ্ণায়ন রোধ ও প্লাস্টিক থেকে প্রকৃতিকে দূষণমুক্ত করতে এক নতুন দিশা হতে পারে পুনে পৌর নিগমের এই উদ্যোগ ।

দেখুন ভিডিয়ো...

পুনে, 23 ডিসেম্বর : পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির সঞ্চয় ক্রমশ ফুরিয়ে আসছে । এই জ্বালানির ব্যবহার বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণও বটে । তাই পরিবেশ বাঁচাতে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরযোগ্যতা কমানোর ও বিকল্প জ্বালানি নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে । এক্ষেত্রে পথ দেখাচ্ছে পুনে পৌরনিগম । সেখানে প্লাস্টিকের বর্জ্য থেকে তৈরি হচ্ছে জ্বালানি ।

পুনে পৌরনিগমের উদ্যোগে ইতিমধ্যেই কয়েকটি জ্বালানি উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছে । কয়েকটি কেন্দ্র কাজও শুরু করে দিয়েছে। তবে,শুধুমাত্র প্লাস্টিক থেকে জ্বালানি তৈরি করছে না এই কেন্দ্রগুলি । প্লাস্টিকের অবশিষ্টাংশ (টার) রাস্তা তৈরি ও অন্যান্য কাজেও ব্যবহার করা হচ্ছে । পুনের জেঠুরি ও নারায়নপেটে দুটি কেন্দ্র রয়েছে । প্রতিদিন নানা ওয়ার্ড থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে জমা করা হয় এই কেন্দ্রগুলিতে। সেখানেই বর্জ্য থেকে জ্বালানি তৈরি হয় ।

প্লাস্টিক উৎপাদন কেন্দ্র থেকে উৎপন্ন জ্বালানি কেরোসিনের স্টোভ, জেনারেটর ও বয়লারে ব্যবহার করা যেতে পারে । এক্ষেত্রে প্রায় 10 কেজি PF প্লাস্টিক থেকে 6 লিটার জ্বালানি তৈরি সম্ভব । এই জ্বালানি উৎপাদন কেন্দ্রের কয়েকটি সুবিধা হল, ছোটো জায়গার মধ্যে এগুলি তৈরি করা যেতে পারে । আর জ্বালানি তৈরির অবশিষ্টাংশও রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা হয় । তাই বিশ্ব উষ্ণায়ন রোধ ও প্লাস্টিক থেকে প্রকৃতিকে দূষণমুক্ত করতে এক নতুন দিশা হতে পারে পুনে পৌর নিগমের এই উদ্যোগ ।

দেখুন ভিডিয়ো...
Bijnor (UP), Dec 22 (ANI): Congress general secretary for Eastern Uttar Pradesh Priyanka Gandhi met the family, who died during protests against the Citizenship (Amendment) Act in Bijnor on Dec 22. While speaking to mediapersons, Priyanka Gandhi said that No one is allowed to ask for proofs of being Indian. "Bhartiyata ka jo saboot hai usko maangne ki ijazat nahi hai kisi ko," said Priyanka Gandhi.
Last Updated : Dec 23, 2019, 8:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.